About Lesson
Effects (ইফেক্ট):
লেখার উপর Effects দিতে চাইলে প্রথমে সে লেখা Select করতে হবে।
- Home অপশন সিলেক্ট অবস্থায় Font কমান্ড গ্রুপের নিচে ডান পার্শ্বে কর্ণারে ক্লিক করলে Font বক্স আসবে।
অথবা,কী-বোর্ড থেকে Ctrl+D প্রেস করলেও Font ডায়লগ বক্স আসবে। বক্সের নিচে Effects সমূহ দেখা যাবে।
1) Strikethrough- লেখার মাঝে দাগ হবে, ABCD
2) Double Strikethrough- লেখার মাঝে দুটি দাগ: ABCD
3) Superscript- লেখা কিছুটা উপরে উটবে, a2
4) Subscript- লেখা কিছুটা নিচে নামবে, H2
- প্রয়োজন মতো যে কোন একটি করতে হবে।
- Ok Click করলে Effects কার্যকর হবে।
Character Spacing:
Character Spacing বা পাশাপাশি অক্ষর ফাকা করার নিয়ম। লেখার যে অংশটুকু Spacing করতে হবে প্রথমে সে অংশটুকু Select করতে হবে।
- Home অপশন সিলেক্ট অবস্থায় Font কমান্ড গ্রুপের নিচে ডান পার্শ্বে কর্ণারে ক্লিক করলে Font বক্স আসবে।
অথবা, কী-বোর্ড থেকে Ctrl+D প্রেস করলেও Font ডায়ালগ বক্স
- Font ডায়ালগ বক্স থেকে Character Spacing Select করতে হবে।
- Spacing এর পাশে By বক্সে Click করে প্রয়োজন মত Spacing এর মান দিয়ে Ok করতে হবে।