About Lesson
File Close (ফাইল বন্ধ করার নিয়ম)
- File or Office button – এ ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আসবে।
- ড্রপ ডাউন মেনু থেকে Close অথবা, Exit Click করলে এম এস ওয়ার্ড প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে।
অথবা, ডকুমেন্টের ডানপার্শ্বের উপর কর্ণারে x ক্রোস চিহ্নে ক্লিক করলেও মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে।