About Lesson
Indentation (ইনডেন্টেশন)
ডান বা বাম মার্জিন কতটুকু জায়গা ছেড়ে প্যারাগ্রাফ হবে, তা প্যারাগ্রাফ উইন্ডোর Indentation এর বাম বা ডান এ নির্ধারণ করা হয়। Left & Right ক্লিক করে সংখ্যা লিখে নির্ধারন করা হয়।
ইনডেন্টেশন বাড়ানো বা কমানো:
- Increase Indent: এটি তালিকার আইটেম বা প্যারাগ্রাফকে ডান দিকে সরায়।
- Decrease Indent: এটি আইটেম বা প্যারাগ্রাফকে বাম দিকে ফিরিয়ে আনে।
ইনডেন্টেশন ব্যবহার করার ধাপ
১. Increase Indent ব্যবহার করা
- একটি প্যারাগ্রাফ বা তালিকার আইটেম নির্বাচন করুন।
- Home ট্যাবে Paragraph গ্রুপে যান।
- Increase Indent আইকনে ক্লিক করুন।
- নির্বাচিত প্যারাগ্রাফটি ডান দিকে সরে যাবে।
২. Decrease Indent ব্যবহার করা
- একটি প্যারাগ্রাফ বা তালিকার আইটেম নির্বাচন করুন।
- Home ট্যাবে Paragraph গ্রুপে যান।
- Decrease Indent আইকনে ক্লিক করুন।
- নির্বাচিত প্যারাগ্রাফটি বাম দিকে ফিরিয়ে আসবে।
Custom Indentation
- Paragraph Settings-এ যান।
- Indentation সেকশনে Left বা Right মান সেট করুন।
- প্যারাগ্রাফটি নির্দিষ্ট পরিমাণে বাম বা ডান দিকে সরবে।