About Lesson
Print (প্রিন্ট):
কম্পিউটারের কোন কাজ কাগজের মাধ্যমে বের করার নাম প্রিন্ট করা । তবে প্রিন্ট করতে হলে একটি প্রিন্টার থাকতে হবে এবং প্রিন্টারটি কম্পিউটার ইস্নটল করা থাকতে হবে ।এসব থাকা অবস্থায় ফাইলের কোন পৃষ্ঠা প্রিন্ট করতে হলে প্রিন্টারটি অন করে-
- ফাইলের যে-কোন স্থানে কার্সর রেখে File / Office Button থেকে Print- এ করতে হবে ।
- প্রথমে প্রিন্টারের নাম সিলেক্ট করতে হবে
- ফাইলের সকল পৃষ্ঠা প্রিন্ট করতে Settings এর Print All Pages করতে হবে
- ফাইলের যে পৃষ্ঠায় কার্সর রয়েছে সেই পৃষ্ঠা প্রিন্ট করতে চাইলে Settings এর Current Page সিলেক্ট করতে হবে
- ফাইল নির্দিষ্ট কোন পৃষ্ঠা প্রিন্ট করতে চাইলে Settings এর Pages: এ নম্বর লিখে দিতে হবে
- পেজ Orientation – Portrait or Landscape সিলেক্ট করতে হবে
- পেপার সাইজ A4 বা Latter বা Legal সিলেক্ট করতে হবে
- এরপর Print এ ক্লিক করলে প্রিন্ট হবে