Course Content
প্রথম অধ্যায়ঃ কম্পিউটার ও অপারেটিং সিস্টেম
• কম্পিউটার • কম্পিউটারের কর্ম প্রক্রিয়া • কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রজন্ম • কম্পিউটারের শ্রেণীবিভাগ • কম্পিউটার হার্ডওয়ার • কম্পিউটার সফটওয়ার • বিভিন্ন ধরনের স্মৃতি • অপারেটিং সিস্টেম • কম্পিউটার সিকিওরিটি, ভাইরাস-এন্টিভাইরাস • উইনডো পরিচিতি, কাম্পউটার চালু করা বন্ধ করা, ফোল্ডার তৈরি, কাট-কপি-পেস্ট, উইনডো পরিচিতি, সময় পরিবর্তন, থিম পরিবর্তন, আইকোন পরিবর্তন • কয়েকজন উদ্ভাবকের সংক্ষিপ্ত পরিচিতি
0/13
দ্বিতীয় অধ্যায়ঃ ওয়ার্ড প্রসেসিং
• ওয়ার্ড কি, ব্যবহার, বিভিন্ন মেনুবার ও টুল এর কাজ, ব্যবহারিক অংশ • Ms-word ওপেন করা • এমএস ওয়ার্ড সেভ করা • পেজ সেটআপ করা • মার্জিন দেয়া • কাট কপি পেস্ট • ফাইন্ড রিপ্লেস গো টু • ফন্ট চেঞ্জ করা • হেডার এবং ফুটার দেওয়া • লাইন স্পেসিং দেয়া • বুলেট এবং নাম্বারিং • পিকচার ইনসার্ট, ক্লিপ আর্ট, সেপ ,সিম্বল, ইকুয়েশন • বাংলা ও ইংরেজী টাইপিং • বিজয় কিবোর্ড পরিচিতি
0/27
তৃতীয় অধ্যায়ঃ স্পেডশিট এনালাইসিস প্রোগ্রাম
• এক্সেল কি, ব্যবহার, বিভিন্ন মেনুবার ও টুল এর কাজ, ব্যবহারিক অংশ • এমএস এক্সেল • ওয়ার্কবুক, ওয়ার্কশীট, কলাম, রো • এম এস এক্সেল ওপেন, সেভ • রো ইনসার্ট করা, কলাম ইনসার্ট করা, হাইট বারানো- কমানো, উইড বাড়ানো বা কমানো • পেজ সেটআপ • ক্যালকুলেশনঃ যোগ, বিয়োগ, গুন, ভাগ, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, ইত্যাদি • ডাটা সাজানো • সেলারি শীট তৈরি করা • বিদ্যুৎ বিলের হিসাব বের করা • রেজাল্ট শীট বা টেবুলেশন শীট এর হিসাব বের করা • ডায়াগ্রাম তৈরি করাঃ কলাম, বার, পাই, লাইন
চতুর্থ অধ্যায়ঃ প্রেজেন্টেশন ডিজাইন ও ডেলিভারি
• পাওয়ার পয়েন্ট কি, ব্যবহার, বিভিন্ন মেনুবার ও টুল এর কাজ, ব্যবহারিক অংশ • Ms-powerpoint ওপেন করা, সেভ করা • স্লাইড ডিজাইন • ফন্ট সাইজ অ্যারেঞ্জমেন্ট • স্লাইড ট্রানজিশন • অবজেক্ট এনিমেশন • পাঁচটি স্লাইড নিয়ে বাংলাদেশ বিষয়ে একটি পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করো
পঞ্চম অধ্যায়ঃ ডাটাবেজ ম্যানেজমেন্ট
• ডাটাবেজ কি, বিট, বাইট, ফিল্ড, রেকর্ড, ফাইল • ডাটাবেজে বিভিন্ন ধরনের কিঃ প্রাইমারি কি, কম্পোজিট কি, ফরেন কি • ms-access ওপেন, সেভ, টেবিল তৈরি, ডাটা ইনপুট • কুয়েরি ডিজাইন • ফর্ম ডিজাইন • রিপোর্ট ডিজাইন • ডাটাবেজের মধ্যে রিলেশন তৈরি করা • ডেটা টাইপ
ষষ্ঠ অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি
• সংখ্যা পদ্ধতি কি • দশমিক সংখ্যা পদ্ধতি • অক্টাল সংখ্যা পদ্ধতি • বাইনারি সংখ্যা পদ্ধতি • হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
সপ্তম অধ্যায়ঃ ইমেল ও ইন্টারনেট
ইন্টারনেট কি, ইমেল কি, একাউন্ট তৈরি করা, ব্যবহার, গুগলে কোন কিছু সার্চ করার নিয়ম, বিভিন্ন জব সাইটে একাউন্ট খোলা, জবে এপ্লাই করা
অষ্টম অধ্যায়ঃ গুগল জি-সুট
গুগল ডক কি, গুগল সিট কি, গুগল স্লাইড কি, গুগল ড্রাইভ, গুগল ফটো, ব্যবহার, ব্যবহারিক অংশ
নবম অধ্যায়ঃ ইংরেজি
ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, শূন্যস্থান পূরণ
দশম অধ্যায়ঃ ফ্রিল্যান্সিং সম্পর্কে সাধারণ ধারনা
• আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং কি • অনলাইন থেকে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় • ফ্রিল্যান্সিং করতে কি কি দক্ষতার প্রয়োজন হয় • ফ্রিল্যান্সিং করতে কোন কোন ডিভাইস প্রয়োজন হয়
কম্পিউটার অফিস এপ্লিকেশন বই – Computer Office Application Book
About Lesson

Table (টেবিল)

টেবিল তথ্য উপস্থাপনার জন্য উপযুক্ত। এটি বিভিন্ন ধরনের ডেটা সুন্দরভাবে সংগঠিত করতে সাহায্য করে।

ধাপসমূহ:

১. Insert Table অপশন:

  • ড্রপডাউন মেনু থেকে Insert Table ক্লিক করুন।
  • একটি ডায়ালগ বক্স খুলবে।

২. রো এবং কলামের সংখ্যা নির্ধারণ করুন:

  • “Number of columns” এবং “Number of rows” ফিল্ডে সংখ্যাটি লিখুন।
  • উদাহরণস্বরূপ, ৫ কলাম এবং ১০ সারির জন্য প্রয়োজনীয় সংখ্যা প্রবেশ করান।

৩. ক্লিক করুন OK: টেবিলটি ডকুমেন্টে যুক্ত হবে।

টেবিল ফরম্যাটিং:

ক. টেবিলের ডিজাইন পরিবর্তন করা:

১. Design Tab নির্বাচন করুন: টেবিল সিলেক্ট করার পর রিবনে Table Design ট্যাবটি সক্রিয় হবে।
২. Table Styles:

  • এখানে বিভিন্ন রঙ এবং স্টাইলের টেবিল ফরম্যাট পাওয়া যায়।
  • পছন্দ অনুযায়ী স্টাইল নির্বাচন করুন।

৩. Borders এবং Shading:

  • বর্ডারের ধরন, রঙ, এবং শেডিং কাস্টমাইজ করা যায়।
  • উদাহরণস্বরূপ, একটি নির্দিষ্ট কলামে শুধু বর্ডার যোগ করতে চাইলে সেই অংশ সিলেক্ট করে পরিবর্তন করুন।

খ. Layout Tab থেকে ফরম্যাটিং:

১. সারি বা কলাম যোগ করা:

  • Insert Above/Below: বিদ্যমান সারির উপরে বা নিচে নতুন সারি যোগ করতে।
  • Insert Left/Right: নির্দিষ্ট কলামের ডানে বা বামে নতুন কলাম যোগ করতে।

২. সারি বা কলাম মুছে ফেলা:

  • Delete Rows/Columns: অবাঞ্ছিত সারি বা কলাম সরাতে।
  • Delete Table: পুরো টেবিল মুছে ফেলতে।

৩. সারি এবং কলামের আকার পরিবর্তন:

  • টেবিলের কোণ ধরে ড্র্যাগ করে আকার পরিবর্তন করা যায়।
  • Cell Size গ্রুপে সারি ও কলামের নির্দিষ্ট উচ্চতা এবং প্রস্থ সেট করুন।

 

গ. সেল মার্জ এবং স্প্লিট করা:

১. মার্জ সেলস:

  • একাধিক সেল সিলেক্ট করুন।
  • Layout Tab > Merge Cells ক্লিক করুন।

২. স্প্লিট সেলস:

  • একটি সেল সিলেক্ট করুন।
  • Layout Tab > Split Cells নির্বাচন করে সারি এবং কলামের সংখ্যা নির্ধারণ করুন।

 

ঘ. টেক্সট অ্যালাইনমেন্ট এবং ওরিয়েন্টেশন:

১. অ্যালাইনমেন্ট পরিবর্তন:

  • Layout Tab > Alignment গ্রুপ থেকে টেক্সটের অবস্থান (Top, Center, Bottom) নির্ধারণ করুন।

২. টেক্সট ওরিয়েন্টেশন পরিবর্তন:

  • সেল সিলেক্ট করুন এবং Text Direction ব্যবহার করে টেক্সট ঘোরান।
error: Content is protected !!