মহানবী (সঃ) এর জন্ম ও বংশ পরিচয় মহাপ্লাবনের পরবর্তী কালের কথা। হযরত নূহ আঃ এর পুত্র- সাম, হাম, ইয়াফাস ও রাফেজের বংশধরগণ কালক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং সেমিটিক, হ্যামিটিক ও আর্য সভ্যতার বিকাশ ঘটায়। আরব জাতি সেমিটিক তথা সামের বংশধর ছিল। পরবর্তীতে সামের বংশ থেকে হযরত ইব্রাহীম আঃ, ইসমাঈল আঃ সহ অসংখ্য নবী-রাসূলের আগমন...