গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৫ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি-জুন)

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৫ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি-জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৫

এপ্রিল-জুন/জানুয়ারি-জুন ২০১৫ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া

 

১।নিচের কোনটি Graphics Software?

(ক)Adobe Photoshop

(খ)Adobe Illustrator

(গ)Quark Xpress

(ঘ)সব কয়টি

উত্তরঃ(ঘ)সব কয়টি

২।Resoultion এর একক কোনটি?

(ক)Inch

(খ)DPI

(গ)Pixel

(ঘ)Cm

উত্তরঃ(গ)Pixel

৩।আলাদা Scanning করা Picture একটি Image এ Fit করতে কোন Option টি লাগবে?

(ক)Free Transform

(খ)Photo Merge

(গ)Fill

(ঘ)Color

উত্তরঃ(ক)Free Transform

৪।Free Transform এর Shortcut কোনটি?

(ক)Ctrl+T

(খ)Ctrl+S

(গ)Alt+T

(ঘ)Ctrl+F

উত্তরঃ(ক)Ctrl+T

৫।সাদা কালো ছবি Color করতে কোন Option এ কাজ করতে হয়?

(ক)Brightness

(খ)Hue/Saturation

(গ)Auto color

(ঘ)Color

উত্তরঃ(গ)Auto color

৬।অনেকগুলো Layer একই Image এ আনয়নের Command-

(ক)Flatten Image

(খ)Merge Layer

(গ)New Layer

(ঘ)Layer Style

উত্তরঃ(খ)Merge Layer

৭।Group এর Short cut Command কোনটি?

(ক)Alt+G

(খ)Alt+L

(গ)Ctrl+G

(ঘ)Alt+Ctrl+G

উত্তরঃ(ক)Alt+G

৮।Unlock All এর Short Cut Command কোনটি?

(ক)Alt+Ctrl+2

(খ)Alt+Ctrl+L

(গ)Ctrl+2

(ঘ)Alt+L

উত্তরঃ(খ)Alt+Ctrl+L

৯।Macromedia Flash কোন ধরনের প্রোগ্রাম?

(ক)Animation

(খ)Video

(গ)Interactivity

(ঘ)সবগুলো

উত্তরঃ(ঘ)সবগুলো

১০।Photoshop এ অ্যাংকর পয়েন্ট কয় প্রকার?

(ক)৩ প্রকার

(খ)৪ প্রকার

(গ)৫ প্রকার

(ঘ)৭ প্রকার

উত্তরঃ(ক)৩ প্রকার

১১।Polygon দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়।

উত্তরঃ”স”

১২।Text বা Imaage কে প্রাণ সঞ্চালন করার জন্য Animation দেয়া হয়।

উত্তরঃ”স”

১৩।Shift + F5 হলে Inverse এর Short cut.

উত্তরঃ”মি”

১৪।Line ও Cruve এই দু”ধরনের Bezier path থাকে।

উত্তরঃ”মি”

১৫।Brush size বড় করা হয় Ctrl++ এর সাহায্যে।

উত্তরঃ”স”

১৬।ম্যাক্রোমিডিয়া ফ্লাশ একটি অ্যানিমেটেড প্রোগ্রাম।

উত্তরঃ”স”

১৭।Photoshop এ New file এর Short cut হল Ctrl+n ।

উত্তরঃ”স”

১৮।Step Forward এর ‍Shortcut হল Ctrl+N ।

উত্তরঃ”মি”

১৯।Ctrl কী করে Image কে ড্রাগ করলে Copy হবে।

উত্তরঃ”স”

২০।Scratch Area তে বিদ্যামান অবজেক্টগুলো প্রিন্ট করা যায়।

উত্তরঃ”স”

২১।মাল্টিমিডিয়া বলতে কী বোঝায়?

উত্তরঃমাল্টি শব্দের অর্থ বহু আর মিডিয়া শব্দের অর্থ মাধ্যম। অর্থাৎ মাল্টিমিডিয়া শব্দের অর্থ বহু মাধ্যম । অডিও, ভিডিও,সাউন্ড ,গ্রাফিক্স, ইত্যাদীর সমন্বয়ে মাল্টিমিডিয়া তৈরি হয়।

২২।Mask বলতে কী বোঝায়?

উত্তরঃMask বলতে বোঝায় ছবির মুখোশকে।

২৩।Color Separation বলতে কী বোঝায়?

উত্তরঃColor এর সঠিক নির্দেশনা বা ঠিক কম কালার তৈরি করা

২৪।পিক্সেল কী?

উত্তরঃDot Per Inch কে Pixel বলে। কোন গ্রাফিক্সে পিক্সেল যত বেশি হবে ছবি তত সুন্দর হবে।

২৫।একটি Animated Program এর নাম লেখ।

উত্তরঃAdobe Flash একটি Animated প্রোগ্রাম।

২৬।Burn tool কেন ব্যবহার করা হয়?

উত্তরঃএকটি Image এর নির্দিষ্ট অংশকে dark করতে Burn tools ব্যবহৃত হয়।

২৭।Eye dropper tools এর কাজ কী?

উত্তরঃEye dropper tools এর কাজ হচ্ছে ইমেজের নমুনা কালার প্রদর্শন করা।

২৮।Go to page এর কাজ কী?

উত্তরঃGo to page এর মাধ্যমে নির্দিষ্ট কোন পেইজে যাওয়াই হল Go to page এর কাজ।

২৯।Adobe photoshop কী?

উত্তরঃAdobe Photoshop হচ্ছে একটি Photo এডিটিং সফটওয়্যার।

৩০।Horizontal scatting কী?

উত্তরঃবাক্যগুলো সমান্তরালভাবে প্রসারিত করা।

৩১।HTML এর যাত্রা শুরু হয়………………সালে।

উত্তরঃ১৯৯১

৩২।New Laayer এর Shortcut……………..।

উত্তরঃCtrl+N

৩৩।……………….Tools এর সাহায্যে লেখা যায়।

উত্তরঃPen

৩৪।প্রিন্ট করার জন্য ………………..মোডে ফাইল সেভ করতে হয়।

উত্তরঃJPG

৩৫।HTTP এর পূর্ণরূপ হলো………..।

উত্তরঃHyper Text transfer protocol.

৩৬।প্রোগ্রামে মোট…………..টি টুল আছে।

উত্তরঃ13

৩৭।Quark Xpress এ Kearning and Tracking option আছে…………………..টি।

উত্তরঃ৪

৩৮।Flash এর মুভিতে ………………….ধরনের Symbol ব্যবহার করা হয়।

উত্তরঃ৩

৩৯।<Address>…………<Address>Function টি ব্যবহার করা হয়………….কাজে।

উত্তরঃপেজের উপরে ঠিকানা লেখার জন্য।

৪০।Mesh Tool এর Short Cut ………..।

উত্তরঃAlt+M

৪১।সূর্য পশ্চিম দিকে উঠে।

Ans:The Sun rises in the east.

৪২।ঢাকা বাংলাদেশের রাজধানী।

Ans:Dhaka is the capital of Bangladesh.

৪৩।সে প্রতিদিন স্কুলে যায়।

Ans:He goes to school everyday.

৪৪।সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

Ans:It has been raining since morning.

৪৫।To be healthy ,we must eat………..(good food/richfood/balanced diet)

Ans:Balanced diet

৪৬।Swimming ……………a good exercise.(is/am/are)

Ans:is

৪৭।I want to………….a letter (make/write/learn)

Ans:write

৪৮।How old are you?

Ans:I am 18 years old.

৪৯।Do you know how to swim?

Ans:yes/no. I know/I don’t know how to swim.

৫০।Who is your best friend?

Ans:Suman is my best friend.

 

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top