ওশেনিয়া মহাদেশ

ওশেনিয়া মহাদেশ (Oceania Subcontinent)

o ওশেনিয়া মহাদেশের আয়তন ৪৮,৮৪,৬২০ বর্গ কি.মি।
o ওশেনিয়ার বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। আয়তন ৭৬,৮৬,৮৫০ বর্গ কিঃ।
o লেকআয়ার অস্ট্রেলিয়ার সর্বনিম্ন অঞ্চল।
o অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বিন্দু পুসাঁক জায়া।
o লেক ভিক্টোরিয়া ওশেনিয়ার বৃহত্তম হ্রদ।
[আয়তন, ৬,৪৭,০০০ বর্গ কি.মি:]
o প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশানিয়া বলে।
o অঞ্চল অনুসারে একে ৫টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।
১. অস্টেলিয়া।
২. নিউজিল্যান্ড।
৩. মাইক্রোনেশিয়া।
৪. মেলোনেশিয়া।
৫. পলিনেশিয়া।
o ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ- নাউরু। (২১ বর্গ কি.মি)
o অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী- মারে ডালিং। (দৈর্ঘ্য ৩৪৯০ কি.মি)
o নিউজিল্যান্ডের আদিবাসীরা মাওরি নামে পরিচিত।
o কিউই বলা হয় নিউজিল্যান্ডের অধিবাসীদের।
o ওশেনিয়া শব্দের অর্থ- এশিয়ার দক্ষিণাংশ।
o অস্ট্রেলিয়ার বৃহত্তম শৃঙ্গ- কোসিয়াস্কো।
o অস্ট্রেলিয়ার উষ্ণতম মাস- জানুয়ারী।
o অস্ট্রেলিয়ার শীতলতম মান- জুলাই।
o পৃথিবীর বৃহত্তম গভীর খাত মারিয়ানা ট্রেঞ্চ যার গভীরতা ১০৯২৪ মিটার।
o মার্শাল দ্বীপপুঞ্জ মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত।
o অস্ট্রেলিয়ার বৃহত্তম দ্বীপ- পাপুয়া নিউগিনি।
o স্বাধীনতার পূর্বে নিউগিনি অস্ট্রেলিয়ার অধীনে ছিল।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!