প্রণালী

প্রণালী  ( strait)

হরমুজ প্রণালী: এটি পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে Iমান উপসাগরের সাথে। এটি ইরানকে সংযুক্ত আরব আমিরাত থেকে পৃথক করেছে।
দার্দানেলিস প্রণালী: এটি ইজিয়ান সাগরকে সংযুক্ত করেছে মর্মর সাগরের সাথে। এটি এশিয়া হতে ইউেরাপকে পৃথক করেছে।
লুজন প্রণালী: এটি ফিলিপাইন সাগরকে সংযুক্ত করেছে দক্ষিণ চীন সাগরের সাথে। এটি তাইIয়ান হতে ফিলিপাইনকে পৃথক করেছে।
বসবরাস প্রণালী: এটি কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে মর্মর সাগরের সাথে। এটি এশিয়া হতে ইউেরাপকে পৃথক করেছে।
বাবেল মানদেব প্রণালী: এটি এডেন সাগরকে সংযুক্ত করেছে লোহিত সাগরের সাথে। এটি এশিয়া হতে আফ্রিকাকে পৃথক করেছে।
পক প্রণালী: এটি বঙ্গোপসাগরকে সংযুক্ত করেছে মান্নার উপসাগরের সাথে। এটি ভারত হতে শ্রীলংকাকে পৃথক করেছে।
ফরমোজা প্রণালী: এটি পূর্ব চীন সাগরকে সংযুক্ত করেছে টংকিং উপসাগরের সাথে। এটি চীন হতে তাইIয়ানকে পৃথক করেছে।
ডোবার প্রণালী: এটি ইংলিশ চ্যানেলকে সংযুক্ত করেছে উত্তর সাগরের সাথে। এটি যুক্তরাজ্য হতে ফ্রান্সকে পৃথক করেছে।
জিব্রাল্টার প্রণালী: এটি ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে। এটি স্পেন হতে মরক্কোকে পৃথক করেছে।
ফরমোজা প্রণালী: এটি পূর্ব চীন সাগরকে সংযুক্ত করেছে টংকিং উপসাগরের সাথে। এটি চীন হতে তাইIয়ানকে পৃথক করেছে।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top