কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা-২০২০ প্রশ্ন ও উত্তর (জানুয়ারী-জুন)

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা-২০২০ প্রশ্ন ও উত্তর (জানুয়ারী-জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০২০

জানুয়ারী-জুন, এপ্রিল-জুন ও জুলাই সেপ্টেম্বর ২০২০

সেশন বিষয় :- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ( বিষয় কোড :- ৭৬)

 

অতি সংক্ষেপে উত্তর দাও :

১। দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখ ?

উত্তর:- উইন্ডোজ -7, উইন্ডোজ -10

২। 1 টেরাবাইট সমান কত গিগাবাইট ?

উত্তর:- 1024 গিগাবাইট।

৩। slide animation প্রদর্শন করার কমান্ড কী ?

উত্তর:- shift+F5.

৪। www এর পূর্ণরুপ কী ?

উত্তর:- world wide web.

৫। দুটি Application software – এর নাম লেখ ?

উত্তর:- Ms word, Ms Excel.

৬। Antivirus software এর নাম লেখ ?

উত্তর: সিস্টেমকে ক্ষতিকারক প্রোগ্রাম হতে রক্ষা করার সফ্টওয়ার।

৭। Mail merge বলতে কী বোঝায় ?

উত্তর:- একই মেইলকে ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠানোকে মেইল মার্জ বলে।

৮। BIOS এর পূর্ণরুপ কী ?

উত্তর:- Basic Input Output System.

৯। Ms PowerPoint  কোন ধরনের  Software ?

উত্তর:- একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম।

১০। ‍Spreadsheet বলতে কী বোঝায় ?

উত্তর:- মাইক্রোসফ্ট স্পিডশিট হলো : স্পিডশিট  এ্যানালাঞ্চ প্রোগ্রম।

১১। Legal সাইজ কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?

উত্তর:- দৈর্ঘ্য-14 ও প্রস্থ -8.5।

১২। DVD এর পূর্নরুপ কী ?

উত্তর:-  Digital Video Disk.

১৩। CPU কী ?

উত্তর:- Central Processing Unit.

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর :

১৪। OCR হচ্ছে একটি ………………. ডিভাইজ।

উত্তর:- ইনপুট

১৫। কীবোর্ডে মোট ………………টি ফাংশন কী থাকে।

উত্তর:- 12

১৬। Data sorting……………. প্রকার।

উত্তর:- 2

১৭। RAM এর পূর্ণরুপ হলো …………………।

উত্তর:- Random Access Memory.

১৮। Undo করার কীবোর্ড কমান্ড হলো ……………।

উত্তর:- ctrl+z

১৯। ……………. কে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।

উত্তর:- চালর্স ব্যাবেজ

২০। E-mail ও Calc হলো …………. সফ্টওয়্যার।

উত্তর:- অ্যাপলিকেশন

২১। E-mail এর পূর্ণরুপ হলো …………..।

উত্তর:- Electronic mail

২২। ডকুমেন্ট পিন্ট করার কীবোর্ড কমান্ড হলো………………।

উত্তর:- ctrl+P

২৩। MS-Excel 2007 এ মোট Column …………….. টি।

উত্তর:- 16384

২৪। Recycle Bin ফোল্ডরে …………….ফাইল জমা থাকে।

উত্তর:- ডিলিট করা

২৫। Scanner এর প্রকার………….ডিভাইজ।

উত্তর:- ইনপুট

২৬। LED-এর পূর্ণরুপ হলো………………..।

উত্তর:- Light emmitting diod

বাক্যটি সত্যহলে স এবং মিথ্যা হলে ,মি লেখ:

২৭। Bit Defender একটি ভাইরাসের নাম।

উত্তর:- স

২৮। Folder-এ File ও Folder উভয়ই থাকতে পারে।

উত্তর:- স

২৯। Hard Disk (H D) একটি Output Device.

উত্তর:- মি

৩০। Linux একপ্রকার Package software.

উত্তর:- মি

৩১। পেন ড্রাইভকে Flash মেমোরিও বলা হয়।

উত্তর:- স

৩২। Cut করার কীবোর্ড কমান্ড হলো Ctrl+X।

উত্তর:- স

৩৩। ই-মেইল BCC হলো Blind Carbon Copy।

উত্তর:-স

৩৪। A-Z পর্যন্ত Key কে Numeric key বলে।

উত্তর:-মি

৩৫। ROM হলো কম্পিউটারের স্থায়ী মেমোরি।

উত্তর:- স

৩৬। Worksheet হলো Workbook এর অংশবিশেষ।

উত্তর:- স

৩৭। Keyboard এ মোট ২ টি এন্টার কী থাক।

উত্তর:-স

৩৮। Motherboard কম্পিউটারের CPU-এর অংশ।

উত্তর:-মি

সঠিক উত্তরটি লেখ:

৩৯। Copy -এর কীবোর্ড কমান্ড হলো-

উত্তর:- Ctrl+C

৪০। কোনটি Word processing program ?

উত্তর:- Press

৪১। কোনটি বাংলা ফন্টের নাম ?

উত্তর:- নিকস

৪২। হিউম্যানওয়্যার কোনটি ?

উত্তর:- ব্যবহারকারী

৪৩। Open করা File বন্ধ করার Keyboard কমান্ড কোনটি ?

উত্তর:- কোনোটিই নয়

৪৪। কোনটি Financial ফাংশন ?

উত্তর:-  D D B

৪৫। নীচের কোনটি সহায়ক মেমোরি ?

উত্তর:- RAM

৪৬। Database table – এ একটি Field-এর নাম লেখতে সর্বোচ্চ কয়টি  Character ব্যবহৃত হয় ?

উত্তর:- ৬৪ টি

৪৭। ডাটাভেজ ফাইলের Extension কোনটি ?

উত্তর:-  “.mdb” or  “.accdb”

৪৮। নীচের কোনটি সার্চ ইঞ্জিন সফ্টওয়্যার ?

উত্তর:- পিপীলিকা

৪৯। বাইনারি সংখ্যা কোনটি ?

উত্তর:-  ০,১

৫০। Basic animation principle কয়টি ?

উত্তর:- ১২ টি

  1. How old are you ?

উত্তর:-  I am 16 years old.

  1. What is your profession ?

উত্তর:-  I am a student.

  1. What is the name of your institute ?

উত্তর:-  The name of my Institute is Bharai High School

৫৪। আমি একজন দক্ষ টেকনিশিয়ান হতে চাই ?

উত্তর:- উত্তর:-  I want to be a skilled technicial.

৫৫। সে কারিগরি প্রশিক্ষন নিবে ।

উত্তর:-  He Will Take technical traning.

৫৬। অকুপেশনাল সেফটি এন্ড হেলথ কী ?

উত্তর:-  What is occupational safety and health.

৫৭। সে বিদেশে যেতে চায়। উত্তর:-

উত্তর:-  He Wants to go abrood.

  1. There is a no smoking sign ………. the wall.

উত্তর:-  on

  1. Did you ……….home yesterday ?

উত্তর:-  at

  1. Hammer is made ………..iron.

উত্তর:-  of

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!