কম্পিউটার আফিস এপ্লিকেশন পরীক্ষার সাজেশন

কম্পিউটার আফিস এপ্লিকেশন পরীক্ষার সাজেশন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা

 

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। LED কী?

উত্তর: LED এর পূর্ণরূপ Light-emitting-diode.

২।অ্যাবাকাস কী?

উত্তর: অ্যাবাকাস কাঠের তৈরি একটি গণনাকারী  যন্ত্র। চীন এটিকে প্রথম তৈরি করে ।প্রাচীন কালে গণনা করার জন্য এ যন্ত্রটি ব্যবহৃত হতো।

৩। সিস্টেম ইউনিট-এর প্রধান ২টি ইউনিট এর নাম লেখ?

উত্তর: মাদার বোর্ড ও প্রসেসর

৪।পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়?

উত্তর: পাসওয়ার্ড হলো এক ধরনের তালা,যা ব্যবহারকারীর তথ্য,উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তায় ব্যবহৃত হয়।

5|OMR কী?

উত্তর: Optical Mark Reader- এর সংক্ষিপ্ত  রূপ হলো OMR |এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইজ। বিশেষ শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।

৬। MCOS এর পূণ রূপ কী?

উত্তর: Complementary Metal Oride Semiconductor.

৭। প্রিন্টার এর কাজ কী?

উত্তর: প্রিন্টার একাট আউটপুট ডিভাইস । কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।

৮।অ্যান্টিভাইরাস সফ্‌টওয়ারের কাজ কী?

উত্তর: অ্যান্টিভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম,যা কম্পিউটারকে ভাইরাসমুক্ত করে।কম্পিউটারের ভাইরাস-বিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারকালে সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ হতে রক্ষা করে।মোট কথা , কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়।

৯। CDROM এর পূণ রূপ কী?

উত্তর: Compact Disk Read Only Memory.

১০।একটি ই-মেইল অ্যাড্রসের সাধারণ গঠন লেখ।

উত্তর: একটি ই-মেইল অ্যাড্রসের সাধারণ ২ টি অংশ থাকে, ক) ব্যবহারকারীর নাম খ) কোম্পনী নাম, যেমন

Username@domainname.com

১১। Database কী?

উত্তর: শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে  কোনো সম্পর্কিত  বিষয়ের ওপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ।

১২। কম্পিউটারের virus কী?

উত্তর: ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়ার।

13|নতুন File খোলার জন্য keybord command কী?

উত্তর: Ctrl+N

১৪। বাইট কী?

উত্তর:আট বিটে এক বাইট হয়। এরূপ ৮বিটের কোড দিয়ে যে -কোনো বর্ণ,অঙ্ক বা বিষয় চিহ্নকে প্রকাশ করা হয়।তাই বর্ণ, অঙ্ক বা বিষয় চিহ্নকে মেমরিতে এক বাইট জাইগা দখল করে।

১৫। LED এর পূণ রূপ কী?

উত্তর: Liquid Crystal Display

16|SQL কী কাজে ব্যবহৃত হয়।

উত্তর: SQL এর পূণ রূপ Structured Query Language । এর মাধ্যমে ডাটাবেস থেকে প্রয়োজনীয়  তথ্য খুঁজে বের করে নিয়ে আসা যায়।

17|Web Browser কী?

উত্তর: ব্যবহারকারী তার কম্পিউটার ওয়েবসাইট দেখার জন্য যে প্রোগ্রামটি ব্যবহার করে, সেটি হচ্ছে ব্রাউজার।

১৮। MS Excel- এ SUM এর ফরমেট  কী?

উত্তর: MS Excel- এর আনেকগুলো Value যোগ করার জন্য SUM ফাংশন ব্যবহা করা হয়। =SUM(Location:location)

১৯। ২টি সার্চ ইঞ্জিনের নাম লেখ।

উত্তর: ২টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের হল-(i)Google  (ii)Yahoo.

২০। 1 টেরাবাইট সমান কয় গিগাবাইট?

উত্তর: 1024GB|

২১। Slide Animation   প্রদর্শন করার কমান্ড কী?

উত্তর: Shift +F5

২২। দুটি   Application Software   -এর নাম লেখ?

উত্তর: Spreadsheet software , Database software.

23|BIOS -এর পূর্ণরুপ কী?

উত্তর: Basic Input Output System.

২৪।   IRC  কী?

উত্তর: IRC  -এর পূর্ণরুপ হচ্ছে-  Internet Relay Chat   ।এটি  একটি ইন্টারনেট চ্যাটিং স্থান, যা ফিনল্যান্ডে প্রথম শুরু হয়।

25|Pen Drive কে I/O ডিভাইস বলা হয় কেন?

উত্তর: Pen Drive কম্পিউটারের    একটি  সহায়ক  মেমরি  হিসাবে  ব্যবহার  করা  হয়।এর  সাহায্যে ডাটা  যেমন  ইনপুট  করা যায় তেমনি  আউটপুটকৃত  ডাটা  স্টোর  করা  যায়,বিধায় Pen Drive একই সাথে ইনপুট ও আউটপুটের  কাজ করে।এ কারণে  Pen Drive কে I/O ডিভাইস বলা হয়।

২৬।  কম্পিউটার নেটওয়ার্ক   কাকে  বলে?

উত্তর: আন্তঃসংযোগবিশিষ্ট  দুই  বা ততোধিক কম্পিউটাকে যখন একটি ডাটা  কমিউনিকেশন ব্যবস্থায় নিয়ে আসা হয়,তখন তাকে কম্পিউটার নেটওয়াক  বলে।

২৭। TCP/IP -এর পূর্ণরুপ কী?

উত্তর: TCP/IP-এর পূর্ণরুপ হচ্ছে- Transmission Control Protocol/ Internet Protocol   .

২৮। Legal কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ  কত  ইঞ্চি?

উত্তর:  Legal কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ  যথাক্রমে ১৪  ইঞ্চি  ও  ৮.৫ ইঞ্চি  ।

২৯। প্রথম  ইলেকট্রনিক  কম্পিউটারের  নাম কী?

উত্তর: প্রথম  ইলেকট্রনিক  কম্পিউটারের  নাম  ENIAC.

৩০।  ডিজিটাল  কম্পিউটারের  মূলভিত্তি  কী?

উত্তর: ডিজিটাল  কম্পিউটারের  মূলভিত্তি   হলো এটি  বাইনারি  সংখ্যা  দ্বারা  সব ধরনের  কাজ  সম্পন্ন করে।

৩১।আইপিএস (IPS) কী?

উত্তর: আইপিএস (IPS) -এর পূর্ণরুপ হচ্ছে- ইনস্ট্যান্ট  পাওয়ার  সাপ্লাই।

৩২। ফর্মূলা  কী?

উত্তর: ফর্মূলা  হলো একপ্রকার  সমীকরণ ,যা ওয়ার্কশিটে  সন্নিবেশিত  ডাটাকে  গাণিতিক, যুক্তিমূলক ও টেক্সট জাতীয় অপারেশরন সম্পন্ন করতে পারে।

৩৩। ডাটাবেজের  বিভিন্ন  উপাদান গুলো কী কী?

উত্তর: ডাটাবেজের  বিভিন্ন  উপাদানসমূহ হলো-ক) ডাটা  খ)রেকর্ড  গ)ফিল্ড ইত্যাদি।

৩৪ ।  রিসাইকেল বিন কী?

উত্তর: রিসাইকেল বিন হলো  ডিলিটকৃত ডাটা  সংরক্ষিত  রাখার  ফোল্ডার।এখান থেকে ডিলিটকৃত ডাটা  পুনরায় ফিরিয়ে আনা যায়।

৩৫।ফোল্ডার তৈরি করা হয় কীভাবে?

উত্তর: Mouse এর  Right বাটনে  Click >  New option এ Click > Folder এ Click > Folder এর একটি নাম দিয়ে  ফাকা জায়গায় Click  করতে হবে।

36|Slide  Design কী?

উত্তর: স্লাইডের বিভিন্ন  প্রিবিল্ট(পূর্বের তৈারকৃত) ডিজাইনের  লিস্ট থেকে  স্লাইডের জন্য  ডিজাইন   , কালার  ও  অ্যানিমেশন, ইফেক্ট  সিলেক্ট  করাকে Slide  Design বলে।

৩৭।কুয়েরি কেন ব্যবহার করা হয়?

উত্তর: বিপুল পরিমাণ তথ্য  সম্বলিত  ডাটাবেজ থেকে প্রয়োজনীয় যে-কোনো  তথ্য কিংবা  রেকর্ডসমূহ খুব সহজে এবং অত্যন্ত দ্রুত খুঁজে বের করার জন্য কুয়োরি ব্যবহার করা হয়।

৩৮।দুটি Spreadsheet software –এর  নাম লেখ।

উত্তর: এমএস এক্সেল,ওরাকল,কোয়াট্রো প্রো।

৩৯।  Primary  Key কী?

উত্তর: Primary Key এমন একটি Key  ,যা এককভাবে শনাক্ত করা যায়। কোনো  Table -এর কোনো  Field -এ Primary  Key set করে ফিল্ডটিকে  ¯^Zš¿ করা হয় অর্থাৎ এই ফিল্ড এর মান একক হয়।

৪০। 1GB  বলতে কী বোঝ?

উত্তর: 1GB  বলতে বুঝায় ,এক গিগাবাইট। গিগাবাইট হলো ডিজিটাল তথ্য স্টোরেজের জন্য একাধিক  একক বাইট।এটি স্টোরেজ ডিভাইসসমূহের ধারণক্ষমতার একক। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রিফিক্স গিগার অর্থ ১০ সুতরাং , ১গিগাবাইট হয় ১০০০০০০০০০বাইট। গিগাবাইট এককের প্রতীক হলো GB বা Gbyte|

৪১। Linux কী?

উত্তর: Linux হলো ওপেন সোর্স  সফটওয়্যার  অপারেটিং  সিস্টেম।

42|B5 থেকে B10  পর্যন্ত সেলগুলো  হতে সর্বোচ্চ সংখ্যাটি  নির্ধারনের MS-Excel ফাংশনটি লেখ?

উত্তর: ফাংশনটি হলো =MAX(B5:B10)|

৪৩। Mark-1 কী?

উত্তর: Mark-1 হচ্ছে পৃথিবীর প্রথম কম্পিউটার বা গণনাকারী যন্ত্র।এটি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান জাদুঘরে রয়েছে।

৪৪। MS Word-এর  Ribbon- ব্যবহৃত চারটি Sub-Menu-এর নাম লিখ।

উত্তর: New,Open,Save,Close  .

৪৫। Replication -এর কাজ কী?

উত্তর: Table  -এর ছায়া টেবিল তৈরির জন্য ব্যবহৃত হয়।

৪৬। SQL কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর: SQL -এর পূর্ণরুপ হচ্ছে- Structured Query Language ।এর মাধ্যমে ডাটাবেজ থেকে বিভিন্ন  তথ্য বের করে নিয়ে আসা যায়।

47|VOIP-এর পূর্ণরুপ কী?

উত্তর: Voice Over Internet Protocol.

৪৮।স্ক্যানার কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর:স্ক্যানারের মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারে অবজেক্ট আকারে ইটপুট করাে হয়।

৪৯। Worksheet ও Workbook   কী?

উত্তর:ওয়ার্কশিটঃ সুবিশাল শিটের যে অংশে কাজ করা হয়,তাকে ওয়ার্কশিট বলে।

ওয়ার্কবুকঃ  -এ স্প্রেডশিট বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তা বিশ্লেষণ বা পরিগণনা করা যায়।কাজ করার পর ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো নামে ডিস্ক সংরক্ষণ করা যায়। সংরক্ষিতস্প্রেডশিটকে ফাইল বা ওয়ার্কবুক বলে।

৫০। Excel-এ Ò= Ó চিহ্ন কখন ব্যবহৃত হয়?

উত্তর: Excel- এ Ò= Ó চিহ্ন ফর্মুল লিখার সময় ব্যবহৃত হয়।

৫১।গ্রাফ বা চার্ট কী?

উত্তর:গাণিতিক তথ্যসমূহের চিত্রসময় উপস্থাপন গ্রাফ বা চার্ট বলে।

52|Speeker notes কী?

উত্তর:Speeker notes হলো পাওয়ার পয়েন্ট স্লাইডে একটি হিডেন এরিয়া। এাট উপস্থাপনের জন্য একটি  রেফারেন্সে হিসাবে

কাজ করে।

53|Yahoo messenger – এর কাজ কী?

উত্তর: Chatting, Text,  Audio, Video ইত্যাদি Message পাঠানো।

54|MS-excel তৈরি করা যায় এমন দু’ প্রকার Chart/ গ্রাফের নাম লেখ।

উত্তর: MS-excel তৈরি করা যায় এমন কয়েকটি Chart/ গ্রাফের  হলো (i)কলাম (ii) পাই (iii) বার (iv) লাইন ইত্যাদি।

৫৫। MS-Access প্রোগ্রামে যে-কোনো পার প্রকার ডাটা টাইপের নাম লেখ।

উত্তর: (i) টেক্সট  (ii) নিমেরিক্যাল, (iii) কারেন্সি (iv) ডেটা/টাইম (v) মেমো ইত্যাদি।

৫৬। ফাইলও রেকর্ডের মাঝে পার্থক্য কী?

উত্তর: ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধিনে যেসব  তথ্যাবলি সারি বা সারিসমূহ এন্ট্রি করা হয়, উক্ত প্রতিটি সারির তথ্যাবলির সমষ্টি হলো রেকর্ড। অপরদিকে , ফাইল হচ্ছে  এক বা একাধিক টেবিল বা তথ্যের আধার।

৫৭। কোন লেখাকে বড় করার কীবোর্ড কমান্ড কী?

উত্তর: ctrl+}

৫৮।পয়েন্টার প্রথম সেলে আনার নিয়ম কী?

উত্তর: দুটো টেবিলকে একত্রিত করাকে টেবিল মার্জ বলে।

৫৯। ENIAC-এর পূর্ণরুপ কী?

উত্তর:Electrical Numerical Integrator and Calculator.

৬০।‌চার্লস ব্যাবেজ কে কম্পিউটার এর জনক বলা হয় কেন ?

উত্তর: ডিফারেন্স ইঞ্জিন তৈরি করার মাধ্যম্ে‌ চার্লস ব্যাবেজ কম্পিউটার তৈরির সুস্পষ্ট ধারনা দেন তাই তাকে কম্পিউটার এর জনক বলা হয়।

61|slide animation প্রদর্শন করার কমান্ড কী?

উত্তর: Shift+F5

৬২। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম  বলতে কী বুঝায়?

উত্তর: হেক্সাডেসিমেল  সংখ্যার ভিত্তি হলো ১৬। এতে ১৬টি অংক আছে ,যেমন-0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E, F.

৬৩।ফরেন কী বলতে কী বুঝায়?

উত্তর: একটি টেবিলের প্রামারি কী যখন অন্য টেবিলের কোন কী এর সাথে রিলেশন তৈারি করে তখন অন্য টেবিলের  সেই কী কে ফরেন কী বলে।

৬৪।   Marks-Field এর Data  type কী?

উত্তর: Number.

৬৫। Row/Column  Auto Fit  কেন করা হয়?

উত্তর: Row/Column এর Height  এবং Width ্ট্যান্ডার্ড সাইজ  রাখার জন্য ব্যবহার করা হয়।

৬৬। Equation editor কী?

উত্তর: গাণিতিক Function কম্পোজ করার কমান্ড।

৬৭। Windows XP কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর: Computer পরিচালনার  জন্য এই System softwore -টি ব্যবহৃত হয়।

68|File Menu Bar-এ ব্যবহৃত চারটি Sub-Menu এর নাম লেখ।

উত্তর: Save ,Save as,Print Page Setup  .

৬৯। Programs কমান্ড এ মাউস পয়েন্টার  রাখলে কী দেখা যায়?

উত্তর: List  Box দেখা যায়  .

৭০। Dialog Box  কী?

উত্তর: Text এবং Message  সম্বলিত   Box যেখানে প্রয়োজনীয় নির্দেশনা  ( যেমন- Ok, Cancel,Save  ইত্যাদি তথ্য) থাকে।

71|DVD-এর Capacity কত?

উত্তর: Storage Capacity -র উপর ভিত্তি করে DVD বিভিন্ন ধরনের হতে পারে।যেমন-

(i)Single sided DVD disk:4.7GB

(ii)Single Sided/Dual layer DVDdisk:8.5GB

(iii)Double  sided DVD disk:9.4GB

(iv) Double Sided /Dule layer DVD disk:17GB.

৭২। দুটি ই-মেইল  সফটওয়ার এর নাম লেখ?

উত্তর: Yahoomail,Gmail.

৭৩।কী-বোর্ডে কতগুলো Key  থাকে?

উত্তর:১০৪টি কখনও  কখনও  এর চেয়েও বেশি।

74|MS -এ  Ctrl +D কমান্ড টি প্রয়োগ করলে কী আসে?

উত্তর: Font ডায়ালগ  বক্স প্রদর্শিত হয়।

৭৫।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত?

উত্তর:১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।

সত্য/মিথ্যা

৭৬। MS Excel একটি Relational Database Managment System. মি

৭৭। Folder -এর File ও Folder  উভয়ই থাকতে পারে।স

৭৮। Windows-10 একটি Application Software. মি

৭৯। MS Excel program -এ  Formula Bar থাকে।স

80|Pen Drive   কে  Optical Drive বলা হয়।মি

৮১।হার্ডডিস্ক একটি Processing Device .মি

৮২। Power Point- এর Slide- গুলোকে Print করা যায় না।মি

৮৩। Access File-কে Print করার আগে Report করতে হয়।স

৮৪। Binary একটি  নম্বর  পদ্ধতি।স

৮৫। RAM কম্পিউটারের একটি পেরিফেরাল যন্ত্র।মি

86|Linux একটি Database সফটওয়ার।মি

87|1000GB সমান 1TB|মি

৮৮।ডট ম্যাট্রিক্স প্রিন্টার একটি আউটপুট ডিভাইস।স

89|Internet হলো International network ।স

90|MS Access দিয়ে নতুন Database ফাইল তৈার করা যায়।স

৯১। ই-মেইল পাঠাতে প্রথমে Sign out করতে হয়।মি

৯২।ওয়ার্কবুক ওয়ার্কশিটের অংশ বিশেষ।স

৯৩। A-Z হলো নিউমেরিক কী।মি

94|Hard Disk Drive একটি  Secondary storage ।স

95|Power Point-এ Slide show হয় F4 সুইচে।মি

৯৬।সাধারণত WORD এ  Font size থাকে 12 ।মি

৯৭। Excel  -এ অটোমেটিক বিয়োগ হয় Auto sum দিয়ে।মি

৯৮।চিঠিপত্র লেখার কাজে Power point ব্যবহার করা হয়।মি

99|Webite তৈরিতে HTML ব্যবহৃত হয়।স

100|Bit defender একটি ভাইরাসের নাম। মি

১০১। Cut করার কী-বোর্ড কমান্ড হলো Ctrl+X ।স

১০২।ই-মেইল BCC হলো Blind Carbon Copy ।স

103|A-Z পর্যন্ত Key- কে Numeric key বলে।মি

১০৪। Keyboard  এ   মোট ২টি এন্টার-কী থাকে।স

১০৫। Motherboard কম্পিউটারের CPU-  এরঅংশ। মি

106|Windows-7 একটি Application software ।মি

১০৭।সাধারণ Word program পৃষ্ঠার ওপরে-নিচে ১.২৫ ইঞ্চি এবং ডানে-বামে ১ ইঞ্চি মার্জিন থাকে। মি

১০৮।একাট computer এ একই সাথে একাধিক Application softer open  করা যায় না। স

109|Scanner একটি out put device ।মি

১১০। কতগুলো সম্পর্কযুক্ত Record -এর সমষ্টিই হলো Table । স

১১১। OR একটি Loএরcal র্ফমূলা।স

১১২।সুপরিকম্পিউটার সবচেয়ে বৃহৎ কম্পিউটার। স

113|1000 মেগাবাইট সমান 1  গিগাবাইট।মি

১১৪।একাধিক ফাইল  Close করার জন্য exit ব্যবহৃত হয়।মি

115|Ms Word এ কোনো কিছু মুছে গেলে undo করতে হয়।স

116|Text box এর কাজ   হল Text কে Color  করা।মি

১১৭।অভ্র একাট language program ।স

১১৮। অকটাল পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ। মি

১১৯। ১৯৭১ সালে সর্বপ্রথম আমেরিকার ইনটেল কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে। স

১২০।স্ক্যানার এক ধরনের  ইনপুট ডিভাইস।স

১২১।উইন্ডোজ চালু করার জন্য Task Bar  এক্লিক করতে হয়।মি

১২২। কম্পিউটারের ভাইরাস একটি জীবানু।মি

123|Google একটি Operating system .wg

124|MSN একটি সার্চ ইঞ্জিন ।মি

125|Default ইংরেজি Font হলো Arial ।স

সঠিক উত্তর লিখঃ

১২৬। নিচের কোনটি CPU-এর অংশ নয়?

(ক) Mouse√ (খ) ALU (গ) CU

127|ROM একটি-

(ক)সেকেন্ডারি মেমরি (খ) স্থায়ী মেমরি√ (গ) অস্থায়ী মেমরি

১২৮। DOS একটি-

(ক) Application Software(খ) Operating System√ (গ) Printing Software

129|Calculator কোথায় থাকে?

(ক) Software  Taskbar and Start Menu†Z√ (খ) Format Menu†Z (গ) Taskbar তে

130|Recycle bin  Insert Menu  Taskbar  Desktop থাকে-

(ক) Insert Menu তে (খ) Taskbar–G (গ) Desktop- এ √

১৩১। Read Only Memory নিচের কোনটি ROM -এ বৈশিষ্ট্য?

(ক) Read Only Memory (খ) শুধুমাত্র ডাটা পড়া যায়√ (গ)বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়

১৩২।গাটার হলো-

(ক)পৃষ্ঠার উপরের অংশের Title (খ) পৃষ্ঠার নিচের অংশের Title√ (গ)পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা

১৩৩। (111001)2 – এ Hexa-Decimal -এ প্রকাশ-

(ক) E1 (খ) 39√ (গ) 3B

134|MS-Word-2010 -এ File extension কোনটি?

(ক) .DOC(খ) .DOCX √ (গ) .DOX

১৩৪। Pen Drive এক প্রকার-

(ক) ফ্লাশ মেমরি√ (খ)অস্থায়ী মেমরি (গ) ইনপুট ডিভাইস

১৩৫। Data sorting কয় প্রকার?

(ক)২প্রকার √ (খ)৩ প্রকার (গ)৪ প্রকার

১৩৬।২৮(১০)-এর বাইনারি মান হলো-

(ক)11100√ (খ)১০০০০ (গ)১০০১১

১৩৭। MS-Office program -এ কোনো File save  করলে তা কোথায় Save হয়?

(ক) Desktop- এ  (খ) My document -এ √ (গ) document – এ

১৩৮।কোনটি Loএরcal function?

(ক) =Max()(খ) =Sum() (গ) =If()√

১৩৯।কম্পিউটার কয় প্রকার?

(ক)২প্রকার (খ)৩ প্রকার√ (গ)৪প্রকার

১৪০।নিচের কোনটি ই-মেইল সার্ভিস?

(ক)Google  (খ) Hotmail√  (গ) Avast

১৪১। FDD-এর পূর্ণরূপ হলো-  (ক)Fixed disk drive (খ) Floppy disk drive√ (গ)Fault disk drive

১৪২।সাধারণত কোনো প্রোগ্রাম বন্ধ করার Keyboard command কোনটি?

(ক) Alt+F2 (খ) Alt+F4√ (গ) Alt+F6

১৪৩। Primary key কোথায় ব্যবহৃত হয়?

(ক) MS Word(খ) MS Access√ (গ) Google

১৪৪। নিচের কোনটি Internet Connectivity -এর নাম নয়?

(ক) Dial up (খ) Board band (গ) gmail√

১৪৫।কোনটি Antivirus  প্রোগ্রাম?

(ক) Bit defender√ (খ) Ulead (গ) MS Paint

146|MS-Excel -এর একাধিক সেল একত্র করাকে কী বলে?

(ক) Ad (খ) Join(গ) Merge√

১৪৭। Keyboard -এ  control key  -এর সংখ্যা কত?

(ক) 2wU√ (খ) ৩টি (গ) ৪টি

১৪৮। কোনটি বাংলা ফন্টের নাম?

(ক) বিজয় (খ) অভ্র (গ) সুতন্নি√

১৪৯।হিউম্যানওয়্যার কোনটি?

(ক)কম্পিউটার (খ) সফটওয়্যার (গ)ফার্মওয়্যার (ঘ)কোনোটিই নয়√

১৫০। Open  File  Keyboard   করা বন্ধ করার কমান্ড কোনটি?

(ক) Ctrl+O√ (খ) Alt+P (গ)কোনোটিই নয়

151|copyএর কী-বোর্ড কমান্ড কী?

(ক) Ctrl+C √(খ) Alt+P  (গ) Alt+F6

১৫২।কোনটি processing program ?

(ক) MS Word √(খ) MS Access (গ) Google

১৫৩।কোনটি বাইনারি সংখ্যা ?

(ক)০,১ √(খ)1,1(গ)0,2

154|Basic animation principle কয়টি?

(ক১২টি √(খ)32wU(গ)4wU)

১৫৫।নিচের কোনাট CPU-এর অংশ নয়?

(ক)ALU(খ) Mous √ (গ) CMOS

১৫৬। কোনটা Spreadsheet program ?

(ক) MS Word(খ) MS Excel√(গ) Google

১৫৭। Calculater softer টি থাকে-

(ক)Insert menu (খ) Taskber√ (গ)My document-G

১৫৮।চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহৃত হয়-

(ক)Del(খ) Esc √ (গ) Space

১৫৯। Slide objest বলা হয়-

(ক) Slide এর একাধিক অংশকে(খ) Slide এর বিশিষ্ট অংশকে (গ) Slide এর প্রতিটি আংশকে√

১৬০। কেনটি Antivirus নয়?

(ক)Avast(খ) Linux√ (গ) norton

১৬১। LAN এর পূর্ণরূপ হলো-

(ক)Local Area Network√  (খ) Local Assemble Network (গ) Lokal Area Network

১৬২।কোনটি ব্রাওজার সফটয়্যার?

(ক)Google  (খ) SQL (গ) Mozila√

১৬৩। রহিমের জন্মতারিখ ২৪ অক্টোবার,২০০১ রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে-

(ক)Tex tyep  (খ) OLE type (গ) Data type√

১৬৪।কোন সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয়?

(ক)১৯৯৪ (খ)১৯৯০ √ (গ)১৯৯৫

১৬৫। ওয়ার্ড প্রসেসিং সফট্‌ওয়্যারে ট্যাব কী’  একবার চাপলে কতটুকু জায়গা সরে?

(ক)এক ইঞ্চি (খ) আধা ইঞ্চি √ (গ) দেড় ইঞ্চি

১৬৬। বাংলা যুক্তাক্ষার টাইপ করার জন্য কোন ইংরেজি বোতাম লিঙ্ক হিসাবে ব্যবহার হয়?

(ক)G√  (খ) O (গ) A

১৬৭। একটি ওয়ার্কবুকে সাধারণত কয়টি ওয়ার্কশিট থাকে?

(ক২টি (খ)3wU√ (গ)৪টি

168|Replace এর কী-বোর্ড কমান্ড কী?

(ক) Ctrl+H √(খ) Alt+P  (গ) Alt+F6

168|MS Access এর ক্ষেত্রে Relation হচ্ছে-

(ক)Record  (খ) Data(গ) Table√

১৬৮। 2H20=H2+O2 সুত্র লেখার জন্য ব্যবহৃত হয়-

(ক) Format>Font>Superscrit

(খ) Format>Font >Subscript√

(গ) Format>Font>Engrav

169|=ABS(1.258)-এর মান কত?

K)1.23  (খ) 1.24 (গ) 1.258√

১৭০। LAN এর পূর্ণরূপ কী?

(ক) Information communication and Technology

(খ) Information and communication Technology √

(গ) Information communication Technology

 

১৭১। USB এর পূর্ণরূপ হলো-

(ক)Universal Serial Bus √  (খ) Universal Single Bus

(গ) Uni- Serial Bus

১৭২। Macro কী?

(ক)প্রোগ্রামের ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের

wb‡`©kbv√(খ)dvg©Iqvi(গ)mdUIq¨vi

১৭৩। নিচের কোনটি Absolut address?

(ক)B20  (খ) SB20 (গ) $B$20√

১৭৪। MS Excel এ কোনটি Financial Function?

(ক)dbb √ (খ) info (গ) cos.

১৭৫। কোনটি Desktop icon?

(ক)DOS (খ) Mouse (গ) Recycle bin√

শূন্যস্থানঃ

১৭৬।মনিটর একাট……….ডিভাইস। উত্তরঃ আউটপুট

177|Database হচ্ছে ………সমামেশ।উত্তরঃ তথ্য বা উপাত্তের

178|Footer দিয়ে পৃষ্ঠার……..লেখা যায়।উত্তরঃ নম্বর, তথ্য

১৭৯। MS Access এ ………ধরনের ডাটা InputKiv যায়।উত্তরঃ দশ

১৮০।সহজে গণনা করা যায়……….পোগ্রামের মাধ্যমে।উত্তরঃ MS Excel

১৮১। কলাম-রো Freeze করা যায়………. program -এর মাধ্যমে।  উত্তরঃ Freeze Panes.

182|F5 Press করা হয় Computer ………… করার জন্য। উত্তরঃরিফ্রেস

183|Alt+F4 Press করে কম্পিউটারকে………..করা যায়।উত্তরঃ বন্ধ

184|CD ROM-এর আরেক নাম ………. Drive.উত্তরঃ Floppy

১৮৫।ইংরেজি Binary Digit -কে সংক্ষেপে ………বলে।উত্তরঃ বিট

186|MS-Excel মূলত একটি……..।উত্তরঃ Spreadsheet Software

১৮৭। ‘OR’একটি ……..ফর্মুলা।উত্তরঃ Logical

১৮৮।নতুন ই-মেইল করতে……. বাটনে ক্লিক করতে হয়। উত্তরঃSign up

১৮৯।……….একটি বাংলা ফন্টের নাম। উত্তরঃ SutonnyMJ

১৯০। MAN -এর অর্থ………। উত্তরঃ Metropolitan Area Network

191|A3 কাগজের দৈর্ঘ্য……ইঞ্চি ও প্রস্থ……. ইঞ্চি। উত্তরঃ১৬.৫৪ , ১১.৬৯

192|JPG হলো……….ফাইলের এক্সটেনশন। উত্তরঃইমেজ

১৯৩।অভ্র একটি….। উত্তরঃ বাংলা টাইপিং সফটওয়্যার

194|OCR হচ্ছে একটি ……….ডিভাইস। উত্তরঃ ইনপুট

195|Undo করার কী-বোর্ড কমান্ড …….। উত্তরঃ Ctrl+Z

196|Calc হলো ………..সফটওয়্যার। উত্তরঃ Spreadsheet

১৯৭। Monitor একটি …….ডিভাইস। উত্তরঃ আউটপুট

198|PCI-এর পূর্ণরুপ হচ্ছে…………।উত্তরঃ  Peripheral  Component  Interconnect

199|Tonner হলো……….জাতীয় কালির আধার। উত্তরঃ কালো

200|Text field -এ সর্বোচ্চ ……… টি Character লেখা যায়। উত্তরঃ২৫৫

201|CD-Rom-এর নাম………। উত্তরঃ Storage ডিভাইস

২০২।সাধারণত চিঠিপত্র ও দলিল-দস্তাবেজ লেখার জন্য…….প্রোগ্রাম ব্যবহৃত হয়।

উত্তরঃMS Word.

২০৩।  Pen drive সংযুক্ত করার জন্য……… Port  ব্যবহৃত হয়।উত্তরঃ USB

২০৪। Page break করার কী-বোর্ড কমান্ড………।.  উত্তরঃ Ctrl+Enter

২০৪। Data paste করার কী-বোর্ড কমান্ড……….  |উত্তরঃ Ctrl+V

২০৫। ওয়ার্কশিটের কোনো সেল নির্দেশ করা ……ও……দিয়ে। উত্তরঃ কলাম,রো

206|Text alignment……… । উত্তরঃ ৪ ধরনের।

207|Undo করার কী-বোর্ড কমান্ড……….  |উত্তরঃ Ctrl+Z

২০৮। Data Sort …….. উত্তরঃ২ প্রকার।

২০৯। Redo- কী বোর্ড কমান্ড……….  |উত্তরঃ Ctrl+Y

২১০।মনিটরের স্ক্রিনকে …..বলে। উত্তরঃ ডিসপ্লে

২১১। কম্পিউটার সংগঠনের প্রধান অংশ ……..টি। উত্তরঃ৩

২১২। মাল্টিমিডিয়া শব্দের অর্থ………। উত্তরঃবহু মাধ্যম।

২১৩। উইন্ডোজ স্ক্রিন………করা যায়। উত্তরঃ ছোট বড়

২১৪। কোনো কোনো মাউসের মাঝখানেও…..বাট্‌ন থাকে । উত্তরঃকমান্ড

২১৫। VIRUS-এর পূর্ণরূপ ………..। উত্তরঃ Vital Information Resources Under Seize

২১৬।ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক-এর সংক্ষিপ্ত রুপ হলো…….উত্তরঃ ইন্টারনেট

২১৭।নতুন প্রেজেন্টেশন তৈরির জন্য………অপশনটি ব্যবহৃত হয়।

উত্তরঃ  New presentation

২১৮।ম্যক্রো হলো ডাটাবেস এর শক্তিশালী……….. ।উত্তরঃ কমান্ড।

২১৯। Caps lock on থাকলে লেখা….. Case এর হয়। উত্তরঃ Upper

220| নাম্  সিস্টেম …….প্রকার। উত্তরঃ ৪ প্রকার

২২১। PC এর পূর্ণরূপ………। উত্তরঃ Personal Computer

222|Google Chrome একটি ……….। উত্তরঃ ব্রাউজার

২২৩। SQL এর পূর্ণরূপ………। উত্তরঃ Standard Query Language

২২৪। Scanner হল একটি………ডিভাইজ। উত্তরঃ ইনপুট

২২৫।একটি চিঠি বিভিন্নি ঠিকানায় প্রেরণের জন্য…….ব্যবহৃত হয়।

উত্তরঃ CC

226|He is ……………best boy in the class. Ans: the

227|Has she ……milk? Ans :drunk

228|We are ………the class. Ans:in

229|She lives ……. her uncle. Ans: with

230|Ha swims…….the pond. Ans:in

231|There is a “on smoking sign”…..the wall.Ans: on

232|Did you …… home yesterday? Ans: come

234|Hammer is made……..iron. Ans: of

235|Give ….bad habits. Ans:up

236|It has been raining …….Thursday last. Ans: since

237|They are …….rice. Ans: eating

238|There is ……university in front of my house.Ans:a

239|I am appearing…….the examination.Ans:at

240|Tow and tow……four. Ans:make

241|My mother …..home yesterday. Ans:Went

242|Look…….the moon. Ans:at

243|What  is your aim in life?

Ans:I am in life is to be an enএরneer.

244|What is your name of your Institute?

Ans:District Based Women Computer Training Project(60 District) ,Meherpur.

২৪৫। How many zillas are there in Bangladesh?

Ans: There are sixty four districts (zillas)in Bangladesh.

246|Why is 21st february memorable?

Ans:21st february is now International Mother Language Day.

248|What is your mother tougue?

My mother tougue is Bangla.

২৪৯। How old are you?

Ans:I am 18 years old

250|Do you know how to swim?

Ans: Yes, I know how to swim.

২৫১। Who is your best friend?
Ans: X is my best friend

২৫২।আমার মা  একজন গৃহিণী।

Ans.My mother is a housewife.

২৫৩। ঢাকা বাংলা দেশের রাজধানী ।

Ans.Dhaka is the capital of Bangladesh.

২৫৪। আমার বাবা একজন দক্ষ কারিগরি।

Ans.My father is a skilled technician.

২৫৫।পাখিরা আকাশে ওড়ে। Ans.The birds fly in the sky.

Ans.The birds fly in the sky.

২৫৬।তুমি যখন বলবে আমি তখন আসবো।

Ans.When you call me , I will come to you.

২৫৭। আমি একজন দক্ষ টেকনিশিয়ান  হতে চায়।

Ans.I want to be a skilled technician.

২৫৮।সে কারিগরি প্রশিক্ষণ নেবে।

Ans.He will take technical training.

২৫৯। সে বিদেশ যেতে চায়। Ans.He wants to go abroad.

২৬০।রাজু দৈনিক সংবাদপত্র পড়ছে।

Ans.Raju is reading a daily newspaper.

২৬১।সদা সত্য কথা বলবে।

Ans.Always speak the truth.

২৬২।স্টেশনে পেীছার পূর্বেই ট্রেন ছেড়ে দিল।

Ans.The train had left the station before I reached there.

২৬৩।আমার স্কুলের সামনে একটি বাগান আছে।

Ans.There is garden in front of my school.

২৬৪।এখন সকাল। Ans.Now it’s morning.

২৬৫।আমি বাংলাদেশের নাগরিক।

Ans.I am a citizen of Bangladesh.

২৬৬।আমি এইমাত্র এসেছি।

Ans.I have come just now.

২৬৭।সে কারিগরি প্রশিক্ষণ নেবে।

Ans.He will take technical training.

২৬৯।গতকাল তিনি দেশে ফিরলেন।

Ans.He came back to the country yesterday.

২৭০।আমার নানা একজন মুক্তিযুদ্ধ।

Ans. My Maternal grandfather is a freedom fighter.

২৭১।বাংলাদেশে প্রধান খাদ্য ভাত।

Ans.Rice is the staple food of Bangladesh.

২৭২।১৬ ডিসেম্বর বিজয় দিবস।

Ans.16th December is the victory day.

২৭৩।তুমি কী ঘুমাচ্ছিলে? Ans.Were you sleeping

২৭৪।গাছে কাক ডাকছে।

Ans.The crows are cawing from the trees.

২৭৫।সূর্য ওঠার আগেই বৃষ্টি থেমে গেল।

Ans.The rain had stopped before the sun rose.

২৬৭।আমি এক সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি।

Ans.I have come of an elite family.

২৬৮।এখন রাত ১০টা।

Ans.It is 10 pm.

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top