গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১১ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি জুন)

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১১ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১১

এপ্রিল-জুন/জানুয়ারি জুন – ২০১১ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া ( বিষয় কোড :- ৮১)

 

১।Group বলতে কোনটিকে বোঝায়?

(ক)কোন টেক্সটকে গ্র্রুপযুক্ত করা

(খ)একাধিক অবজেক্টকে গ্র্রুপযুক্ত করা

(গ)কোনো পিকচারকে গ্র্রুপযুক্ত করা

(ঘ)কোনো টেক্সট এর পিকচারকে গ্র্রুপযুক্ত করা

উত্তরঃ()একাধিক অবজেক্টকে গ্র্রুপযুক্ত করা

২।Resoulation কী?

(ক)Screen এর আড়াআড়ি Dot সংখ্যা

(খ)Screen এর খাড়াখাড়ি Dot সংখ্যা

(গ)Screen এর কোনাকুনি Dot সংখ্যা

(ঘ)Screen এর আড়াআড়ি Dot X খাড়াখাড়ি Dot সংখ্যা

উত্তরঃ()Screen এর আড়াআড়ি Dot X খাড়াখাড়ি Dot সংখ্যা

৩।Adobe Photoshop কী ধরনের প্রোগ্রাম?

(ক)Graphics Software

(খ)System Software

(গ)Database Software

(ঘ)Accounting Software

উত্তরঃ()Graphics Software

৪।Mesh Tool এর কাজ কোনটি?

(ক) ইমেজ ছোট করা

(খ)একাধিক রঙের মিশ্রণে ইফেক্ট তৈরি করা

(গ)রঙিন ইমেজেকে সাদা করা

(ঘ)ইমেজের বর্ডার দেয়া

উত্তরঃ()একাধিক রঙের মিশ্রণে ইফেক্ট তৈরি করা

৫।Color Palette হতে কোনটি নিবার্চন করা যায়?

(ক)রং

(খ)ব্রাশ

(গ)পেন্সিল

(ঘ)ইরেজার

উত্তরঃ()রং

৬।Zoom out বলতে কী বোঝায়?

(ক)ইমেজ বড় করা

(খ)ইমেজ ছোট করা

(গ)ইমেজের বিছু অংশ বাদ দেয়া

(ঘ)ইমেজ কপি করা

উত্তরঃ()ইমেজ বড় করা

৭।Blur tool ব্যবহারের ফলে কী হয়?

(ক)আউটপুট বার প্রদর্শিত হয়

(খ)মেনু বার প্রদর্শিত হয়

(গ)অপশন বার প্রদর্শিত হয়

(ঘ)ব্রাশ বার প্রদর্শিত হয়

উত্তরঃ()অপশন বার প্রদর্শিত হয়

৮।ম্যাক্রোমিডিয়া ফ্লাশ কী?

(ক)ফার্মওয়্যার

(খ)হার্ডওয়্যার

(গ)সিস্টেম সফটওয়্যার

(ঘ)অ্যাপ্লিকেশন সফটওয়্যার

উত্তরঃ()অ্যাপ্লিকেশন সফটওয়্যার

৯।কোনটি Audio file এর Extension নয়?

(ক)MP4

(খ)AU

(গ)MPEG

(ঘ)MIDI

উত্তরঃ()MIDI

১০।Photoshop কমান্ড সম্বলিত মেনু কয়টি আছে?

(ক)৬টি

(খ)৭টি

(গ)৮টি

(ঘ)৯টি

উত্তরঃ()৯টি

১১।গ্রাফিক্স ইফেক্ট সৃষ্টি করতে …………..CoPs ব্যবহৃত হয়।

উত্তরঃলেয়ার

১২।Quark Express Kearing Tracking Option এর সংখ্যা………..টি।

উত্তরঃ৪

১৩।Content tool এর অপর নাম হল……………..

উত্তরঃEditing Text Tool.

১৪।…………………কাজের জন্য Paint Brush tool ব্যবহার করা হয়।

উত্তরঃইমেজ সুন্দর করার জন্য।

১৫।Photoshop ব্যবহৃত ভিন্ন ভিন্ন লেভেলকে ………..বলা হয়।

উত্তরঃলেয়ার

১৬। Image এর অংশবিশেষকে ……….বলা হয়।

উত্তরঃFlip.

১৭।Zoom In দিয়ে ইমেজকে ………….করা হয়।

উত্তরঃবড়

১৮।DCS এর পূর্ণনাম হল………….

উত্তরঃDesktop Color Separation.

১৯।Type mark tool দিয়ে …………কাজ করা হয়।

উত্তরঃভার্টিক্যাল টাইপ মাস্ক

২০।Adobe Premier একটি……………সফটওয়্যার।

উত্তরঃমাল্টিমিডিয়া

২১।Photoshop অ্যাংকর পয়েন্ট হল প্রকার।

উত্তরঃ”মি”

২২।Micromedia dream weaver একট Web ভিত্তিক অ্যানিমেশনন সফটওয়্যার।

উত্তরঃ”স”

২৩।Stroke কমান্ড ফরগ্রাউন্ড কালার হিসেবে Red ব্যবহৃত হয়।

উত্তরঃ”মি”

২৪।Tool box হতে চারভাবে Tool নির্বাচন করা যায়।

উত্তরঃ”মি”

২৫।বৃত্ত তৈরি করার জন্য Star tool ব্যবহৃত হয়।

উত্তরঃ”মি”

২৬।Blue Red রঙের সংমিশ্রণ দিয়ে Gray Scale এর কাজ করা হয়।

উত্তরঃ”মি”

২৭।Outline তৈরির জন্য কীবোর্ড কমান্ড হলো Alt+shift+U

উত্তরঃ”মি”

২৮। Illustrator Default artboard এর মাপ হল X ১০

উত্তরঃমি.

২৯।Photoshop Program থেকে বের হওয়ার জন্য Ctrl+Q ব্যবহৃত হয়।

উত্তরঃ”স”

৩০।E-mail এর পূর্ণনাম হল Electric mail

উত্তরঃ”মি”

৩১।Quark Xpress কী ধরনের গ্রাফিক্স Program?

উত্তরঃText Editing Graphics.

৩২।Filter এর কাজ লেখ।

উত্তরঃঅবজেক্টে বিভিন্ন ইফেক্ট দেয়া।

৩৩।এক Program এর তথ্য Program পাঠানোর পদ্ধতিকে কী বলে?

উত্তরঃExport

৩৪।Radial Linear এর কাজ লেখ।

উত্তরঃBrush প্লেটে radiul এবং linear কাজ করে থাকে।

৩৫।URL এর পূর্ণনাম লেখ।

উত্তরঃUniform Resource Locator

৩৬।কোনো নির্দিষ্ট Page যেতে হলো কোন Command ব্যবহৃত হয়?

উত্তরঃGo To Page

৩৭।Horizontal centered alignment এর শর্টকার্ট কমান্ড লেখ।

উত্তরঃCtrl+Shift+C

৩৮।Picture format এর জন্য ব্যবহৃত File ফরম্যাটগুলোর নাম লেখ।

উত্তরঃJPG ।

৩৯।Video Editing বলতে কী বুঝায়?

উত্তরঃVideo তৈরি করার সময় অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া এবং গুরত্বপূর্ণ অংশ যুক্ত করাকে Video Editing বলে।

৪০।Graphics বা Information কে সাধারণত কী নামে অভিহিত করা হয়?

উত্তরঃGraphics/Animation বা Movie নামে অভিহিত করা হয়।

৪১। I Would like……….appear the final examination.

Ans.to

৪২।You have to do well to get……………merchandising Training Institute.

Ans.in

৪৩। I do feel……..you,honestly.

Ans.for

৪৪।Steel is made……..iron.

Ans.of

৪৫।She was lying……….my bed

Ans.on

৪৬।আমি মার্চেন্ডাইজিং ট্রেডের একজন ছাত্র।

Ans.I am a student of Merchandising Trade.

৪৭।সূয পূর্বদিকে উঠে।

Ans.The Sun rises in the east.

৪৮।আমার বাবা একজন গরিব লোক।

Ans.My father is a poor man.

৪৯।আমি একটি গার্মেন্টস এর চাকরি করি।

Ans.I worj in a garments factory.

৫০।আমি বাড়ি যাব।

Ans.I Shall go home

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top