গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১১ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি-মার্চ)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১১
জানুয়ারি-মার্চ – ২০১১ সেশন
বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া ( বিষয় কোড :- ৮১)
১।To be healthy,we must eat……………
(i)good food
(ii)rich food
(iii)balanced diet
Ans. (iii)balanced diet
২।The Girl came to me………….
(i)dance
(ii)dancing
(iii)to dance
Ans. (ii)dancing
৩।Swimming……………a good exercise
(i)is
(ii)am
(iii)are
Ans. (i)is
৪।You………..do it easily.
(i)could
(ii)can
(iii)might
Ans. (ii)can
৫।Move…………..you will die.
(i)and
(ii)but
(iii)or
Ans. (iii)or
৬।Where do you come from?
Ans.I come from Rajshahi.
৭।How old are you?
Ans.Iam 18 years old
৮।What is your father?
Ans.My father is a teacher.
৯।Do you know how to swim?
Ans.Yes,I know how to swim.
১০।When do you get up from bed?
Ans.I get up from bed early in the morning.
১১।কোন টুলটি Artwork কে ড্রাগ বা স্ক্রলিং করে ডান/বাম বা উপর নিচ করার কাজে ব্যবহার করা হয়?
(ক)Zoom tool
(খ)Eye tool
(গ)Hand tool
(ঘ)Transform
উত্তরঃ(গ)Hand tool
১২।অ্যানিমেশন কেন দিতে হয়?
(ক)লেখা বা চিত্রকে স্থির রাখার জন্য
(খ)লেখা বা চিত্রকে ৯০ ডিগ্রি অ্যায্গেলে রাখার জন্য
(গ)লেখা বা চিত্রকে প্রাণ সঞ্চালন করার জন্য
(ঘ)লেখা বা চিত্রকে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য
উত্তরঃ(গ)লেখা বা চিত্রকে প্রাণ সঞ্চালন করার জন্য
১৩।সাউন্ড এডিটিং এর ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক)Window-Panels-Sound
(খ)File-Open-Sound
(গ)Format-Sound-Edit
(ঘ)View-Edit-Sound
উত্তরঃ(ক)Window-Panels-Sound
১৪।কোনটি ওয়েব ভিত্তিক অ্যানিমেশন সফটওয়্যার?
(ক)Macromedia Dream Weaver
(খ)Macromedia Flash
(গ)Macromedia Freehand
(ঘ)PhotoShop
উত্তরঃ(খ)Macromedia Flash
১৫।<Blink>……..<Blink> ফাংশনটি ব্যবহার করা হয়–
(ক)ট্যাগের লেখা মুছে ফেলার জন্য
(খ)টেক্সট ব্লিঙ্ক করার জন্য
(গ)রো কলাম দেয়ার জন্য
(ঘ)খালি ঘর আঁকার জন্য
উত্তরঃ(খ)টেক্সট ব্লিঙ্ক করার জন্য
১৬।<U>…….</U> ফাংশনটি ব্যবহার করে–
(ক)লেখায় আন্ডারলাইন দিতে পারি
(খ)লেখায় সুপারস্ক্রিপ্ট করতে পারি
(গ)লেখা সাব স্ক্রিপ্ট করতে পারি
(ঘ)লেখা বড়/ছোট করতে পারি
উত্তরঃ(ক)লেখায় আন্ডারলাইন দিতে পারি
১৭।<Address>…..</Adress> ফাংশনটি ব্যবহার করা হয়–
(ক)পেজের উপরে ঠিকানা লেখার জন্য
(খ)পেজের নিচে ঠিকানা লেখার জন্য
(গ)পেজ কপি করার জন্য
(ঘ)পেজকে ভাগ করার জন্য
উত্তরঃ(ক)পেজের উপরে ঠিকানা লেখার জন্য
১৮।মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়–
(ক)১৯৯০ সালে
(খ)১৯৯১ সালে
(গ)১৯৯২ সালে
(ঘ)১৯৯৩ সালে
উত্তরঃ(ঘ)১৯৯৩ সালে
১৯।HTTP এর পূর্ণরূপ কোনটি?
(ক)Higher Text Technology Problem
(খ)Hyper Text Transfer Protocol
(গ)Hot Text Transfer Problem
(ঘ)Haker Text Transfer Permission
উত্তরঃ(খ)Hyper Text Transfer Protocol
২০।Lock এর শর্টকার্ট & Key কী?
(ক)Shift+L
(খ)Ctrl+C
(গ)Alt+L
(ঘ)Tab+L
উত্তরঃ(গ)Alt+L
২১।টুল বক্স থেকে টুল নির্বাচন করা যায় কয়ভাবে?
(ক)একভাবে
(খ)দু’ভাবে
(গ)তিনভাবে
(ঘ)চারভাবে
উত্তরঃ(খ)দু’ভাবে
২২।Quark Express এ File Extension কী?
(ক).Qai
(খ).QPSd
(গ).QXPd
(ঘ).QXd
উত্তরঃ(ঘ).QXd
২৩।Quark Express Formating Palette এ কয় ধরনের Alignment Box আছে?
(ক)৩
(খ)৫
(গ)৪
(ঘ)৬
উত্তরঃ(ঘ)৬
২৪।Go To Page এর কাজ কী?
(ক)নির্দিষ্ট Text Box এ যেতে
(খ)নির্দিষ্ট Column এ যেতে
(গ)নির্দিষ্ট কোন Paragraph এ যেতে
(ঘ)নির্দিষ্ট কোন Page এ যেতে
উত্তরঃ(ঘ)নির্দিষ্ট কোন Page এ যেতে
২৫।Quark Express এ Kearning and Tracking অপশন আছে–
(ক)৫টি
(খ)২টি
(গ)৪টি
(ঘ)৩টি
উত্তরঃ(গ)৪টি
২৬।Horizontal Scalling কী?
(ক)অক্ষরগুলোকে উলম্বভাবে প্রসারিত করা
(খ)বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা
(গ)শব্দগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা
(ঘ)অক্ষরগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা
উত্তরঃ(খ)বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা
২৭।Ungroup কী?
(ক)কোনো টেক্সট এর পিকচারের গ্র্রুপ করা
(খ)কোন পিকচারকে গ্র্রুপ মুক্ত করা
(গ)কোনো টেক্সটকে গ্র্রুপ মুক্ত করা
(ঘ)কোনো অবজেক্টকে গ্র্রুপ মুক্ত করা
উত্তরঃ(ঘ)কোনো অবজেক্টকে গ্র্রুপ মুক্ত করা
২৮।HTML এর যাত্রা শুরু হয়–
(ক)১৯৮৯ সালে
(খ)১৯৯০ সালে
(গ)১৯৯১ সালে
(ঘ)১৯৯২ সালে
উত্তরঃ(গ)১৯৯১ সালে
২৯। Invert এর কাজ কী?
(ক)নেগেটিভ করা
(খ)কালার কমানো/বাড়ানো
(গ)লেয়ার তৈরি করা
(ঘ)লেয়ার ফেলে দেয়া
উত্তরঃ(ক)নেগেটিভ করা
৩০।WWW এর পূর্ণরূপ কোনটি?
(ক)Weabal Word Work
(খ)Worldcom Wild Web
(গ)World Wide Web
(ঘ)Web for World Work
উত্তরঃ(গ)World Wide Web
৩১।Macromediaa Flash কোন ধরনের প্রোগ্রাম?
(ক)ওয়ার্ড প্রসেসিং
(খ)ডাটাবেস প্রোগ্রাম
(গ)অ্যাকাউন্টিং প্রোগ্রাম
(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম
উত্তরঃ(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম
৩২।ফ্লাশ এর মুভিতে কয় ধরনের Symbol ব্যবহার করা হয়?
(ক)২ ধরনের
(খ)৩ ধরনের
(গ)৪ ধরনের
(ঘ)৫ ধরনের
উত্তরঃ(খ)৩ ধরনের
৩৩।Revert কী জন্য ব্যবহার করা হয়?
(ক)সেভ করা কাজ দেখার জন্য
(খ)দুটি কাজ একসাথে দেখার জন্য
(গ)সর্বশেষ সেভ করা কাজ দেখার জন্য
(ঘ)কালার পরিবর্তন করার জন্য
উত্তরঃ(খ)দুটি কাজ একসাথে দেখার জন্য
৩৪।কোন সিলেকশনে Define Pattern হয় না?
(ক)ইলিপাস মারকিউ টুল
(খ)রেকট্যাঙ্গেল মারকিউ টুল
(গ)ল্যাসো টুল
(ঘ)ইলিপস টুল এবং ল্যাসো টুল
উত্তরঃ(খ)রেকট্যাঙ্গেল মারকিউ টুল
৩৫।Adobe Photoshop এ রতুন ফাইল খুলতে ক্লিক করতে হবে–
(ক)File Open
(খ)File New
(গ)File Fill
(ঘ)File Close
উত্তরঃ(ক)File Open
৩৬।Regualtion এর একক কোনটি?
(ক) ইঞ্চি
(খ)ডিপিআই
(গ)পিক্সেল
(ঘ)সেন্টিমিটার
উত্তরঃ(গ)পিক্সেল
৩৭।Brightness বলতে কী বুঝায়?
(ক)ইমেজের কালারসহ আলো বাড়ানো/কমানো
(খ)পর্যাপ্ত পরিমানে ছায়া বাড়ানো
(গ)পর্যাপ্ত পরিমানে ছায়া কমানো
(ঘ)তিনিটি কালার ফেলে দেয়া
উত্তরঃ(ক)ইমেজের কালারসহ আলো বাড়ানো/কমানো
৩৮।Cyan 100% Yellow100% মিলে কোন রং তৈরি হয়?
(ক)Green
(খ)Red
(গ)Blue
(ঘ)Black
উত্তরঃ(খ)Red
৩৯।প্রিন্ট করার জন্য কোন মুড এ File Save করতে হয়?
(ক)EPS
(খ)TIFE
(গ)JPG
(ঘ)PDF
উত্তরঃ(গ)JPG
৪০।Platoon ইমেজ কী?
(ক)লেয়ার লিঙ্ক করা
(খ)ব্যাকগ্রাউন্ড লেয়ার মার্জ করা
(গ)লেয়ার মার্জ করা
(ঘ)ইমেজ ইফেক্ট দেয়া
উত্তরঃ(খ)ব্যাকগ্রাউন্ড লেয়ার মার্জ করা
৪১।Blur Tool ব্যবহারের ফলে কী হবে?
(ক)অপশন বার প্রদর্শিত হবে
(খ)মেনু বার প্রদর্শিত হবে
(গ)ব্রাশ বার প্রদর্শিত হবে
(ঘ) আউটপুট বার প্রদর্শিত হবে
উত্তরঃ(ক)অপশন বার প্রদর্শিত হবে
৪২।Radial এবং Linear নিচের কোনটির অন্তর্গত?
(ক)Brush
(খ)Gradient
(গ)Navigator
(ঘ)Color
উত্তরঃ(ক)Brush
৪৩। Adobe Illustrator কী?
(ক)প্রিন্ট/ইলেকট্রনিক মিডিয়ায় ব্যবহৃত ডিজাইনিং প্রোগ্রাম
(খ)ল্যাংগুয়েজ ডিজাইনিং প্রোগ্রাম
(গ)টেক্সট অ্যান্ড সফটওয়্যার প্রোগ্রাম
(ঘ)সফটওয়্যার প্রোগ্রাম
উত্তরঃ(গ)টেক্সট অ্যান্ড সফটওয়্যার প্রোগ্রাম
৪৪।File এর Resoulation নিয়ন্ত্রণকারী মোড হচ্ছে–
(ক)EPS
(খ)BMP
(গ)JPG
(ঘ)PDF
উত্তরঃ(গ)JPG
৪৫।ফ্লিপ হরিজন্টাল কী?
(ক)ছবি বড় করা
(খ)ছবি ছোট করা
(গ)বিপরীত দিকে ঘোরানো
(ঘ)উপরে নিচে বিপরীত দিকে ঘোরানো
উত্তরঃ(ঘ)উপরে নিচে বিপরীত দিকে ঘোরানো
৪৬।Mask বলতে কী বুঝায়?
(ক)গোটা ইমেজের অংশকে লুকানো
(খ)গোটা আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে
(গ)আর্টওয়ার্কে অবস্থিত ছবিকে
(ঘ)আর্টওয়ার্কের বাইরের অংশকে
উত্তরঃ(গ)আর্টওয়ার্কে অবস্থিত ছবিকে
৪৭। Image পাথ করতে হলে–
(ক)সিলেকশন করে Image লক করতে হবে
(খ)Image ছোট করতে হবে
(গ)কালার উঠিয়ে দিতে হবে
(ঘ)Image বড় করতে হবে
উত্তরঃ(গ)কালার উঠিয়ে দিতে হবে
৪৮। Illustrator ডকুমেন্টে টুলবার না থাকলে কীভাবে তা আনতে হয়?
(ক)Edit-Show Tools
(খ)Window>Show Tools
(গ)View>Tools
(ঘ)Insert>Show Tools
উত্তরঃ(গ)View>Tools
৪৯। Illustartor এ ডিফল্ট Artboard এর মাপ কত?
(ক)৬” X ১২”
(খ)৮.৫”X১১”
(গ)৮.৫”X১০”
(ঘ)৬”X১০”
উত্তরঃ(খ)৮.৫”X১১”
৫০।Create outline করতে হয় কেন?
(ক)টাইপকে সবুজ কালার দেয়ার জন্য
(খ)টাইপকে কালো কালার দেয়ার জন্য
(গ)টাইপকে ইমেজে রূপান্তর করার জন্য
(ঘ)টাইপকে ইমেজ থেকে আলাদা করার জন্য
উত্তরঃ(গ)টাইপকে ইমেজে রূপান্তর করার জন্য