গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০০৮ (জুলাই-ডিসেম্বর) প্রশ্ন ও উত্তর

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০০৮ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০০৮

জুলাই-ডিসেম্বর ২০০৮ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া

 

১।Quark Express কোন ধরনের গ্রাফিক্স?

(ক)Vector Graphics

(খ)Text Editing Graphics

(গ)Raster Graphics

(ঘ)Vector Raster Graphics

উত্তর🙁)Text Editing Graphics

২।Content Tool এর অপর নাম কী?

(ক)Editing Text Tool

(খ)Formatting Text Tool

(গ)Alignment Text Tool

(ঘ)Character Text Tool

উত্তর🙁)Editing Text Tool

৩।Quark Express Formatting Pallete কয় ধরনের Alignment Box আছে?

(ক)3

(খ)4

(গ)5

(ঘ)6

উত্তর:6

৪।Go To Page এর কাজ কী?

(ক)নির্দিষ্ট টেক্সট বক্স এ যাওয়া

(খ)নির্দিষ্ট কলামে যাওয়া

(গ)নির্দিষ্ট প্যারাগ্রাফে যাওয়া

(ঘ)নির্দিষ্ট পেইজে যাওয়া

উত্তর🙁)নির্দিষ্ট পেইজে যাওয়া

৫।Un group কী?

(ক)কোন টেক্সট এর পিকচারকে গ্রুপ করা

(খ)কোন পিকচারকে গ্র্রূপ মুক্ত করা

(গ)কোন টেক্সটকে গ্র্রুপ মুক্ত করা

(ঘ)কোন অবজেক্টকে গ্র্রুপ মুক্ত করা

উত্তর🙁)কোন অবজেক্টকে গ্র্রুপ মুক্ত করা

৬।Horizontal Centered Alignment এর শর্টকার্ট Key কী?

(ক)Shift+Ctrl+C

(খ)Shift+Alt+C

(গ)Ctrl+Shift+C

(ঘ)Ctrl+Alt+C

উত্তর🙁)Shift+Ctrl+C

৭।কোন Information বা গ্রাফিক্স কে বলে

(ক)Document

(খ)File

(গ)Object

(ঘ)Content

উত্তর🙁)Object

৮।নিচের কোন ফাইল এক্সটেনশনটি পিকচার ফরম্যাট নয়?

(ক)Bitmap

(খ)MPEG

(গ)TIFF

(ঘ)JPEG

উত্তর🙁)Bitmap

৯।গ্রাফিক্স ইফেক্টেস সৃষ্টি করতে পারে

(ক)Upper Caps

(খ)Lower Caps

(গ)Intial Caps

(ঘ)Drop Caps

উত্তর🙁)Drop Caps

১০।Horizontal Scaling কী?

(ক)অক্ষরগুলোকে উলম্বভাবে প্রসারিত করা

(খ)বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

(গ)শব্দগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

(ঘ)অক্ষরগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

উত্তর🙁)বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

১১।Drop Caps ব্যবহার করে ডকুমেন্ট সৃষ্টি করতে পারে

(ক)Text Effect

(খ)Printing Effect

(গ)Sound Effect

(ঘ)Graphic Effect

উত্তর🙁)Text Effect

১২।Quark Express Kearing and Tracking Option আছে

(ক)৩টি

(খ)৪টি

(গ)২টি

(ঘ)৫টি

উত্তর🙁)৪টি

১৩।Adobe Photoshop কোন ধরনের প্রোগ্রাম?

(ক)Database Software

(খ)Accounting Software

(গ)Graphics Software

(ঘ)System Software

উত্তর🙁)Graphics Software

১৪।বৃত্ত তৈরি করার জন্য কোন টুলটি ব্যবহার করা হয়?

(ক)Star Tool

(খ)Spiral Tool

(গ)Ellipse Too;

(ঘ)Polygon Tool

উত্তর🙁)Ellipse Tool

১৫।Stroke কী জন্য ব্যবহার করা হয়?

(ক)বর্ডার দেয়া

(খ)ফিল করা

(গ)বর্ডার না দেয়া

(ঘ)কালার পরিবর্তন করা

উত্তর🙁)কালার পরিবর্তন করা

১৬।ইলাস্ট্রেটর প্রোগ্রামের তথ্য অন্য প্রোগ্রামে পাঠানোর পদ্ধতিকে বলে

(ক)Import

(খ)Export

(গ)Replace

(ঘ)Send To

উত্তর🙁)Export

১৭।নিচের কোনটি মেশ টুলের কাজ?

(ক)একাধিক রঙের সংমিশ্রণে ইফেক্ট তৈরি

(খ) ইমেজ ছোট করা

(গ)ইমেজের বর্ডার দেয়া

(ঘ)রঙিন ইমেজকে সাদা কালো করা

উত্তর🙁)একাধিক রঙের সংমিশ্রণে ইফেক্ট তৈরি

১৮।Gray Scale দিয়ে কোন দুটি রঙের সংমিশ্রণকে বোঝায়?

(ক)Red & Green

(খ)Yellow & Red

(গ)Blue & Red

(ঘ)Black & White

উত্তর🙁)Black & White

১৯।Radiul এবং Liner নিচের কোনটি অন্তর্গত?

(ক)Brush

(খ)Gradient

(গ)Navigator

(ঘ)Color

উত্তর🙁)Brush

২০।Filter এর কাজ কী?

(ক)অবজেক্ট মুছে ফেলা

(খ)নতুন অবজেক্ট নেয়া

(গ)অবজেক্টে বিভিন্ন ইফেক্ট দেয়া

(ঘ)অবজেক্ট এক্সপোর্ট করা

উত্তর🙁)অবজেক্টে বিভিন্ন ইফেক্ট দেয়া

২১।একাধিক অবজেক্ট এর মধ্যবর্তী অংশে বিভিন্ন রকমের শেপ তৈরি করা সম্ভব কোনটির মাধ্যমে?

(ক)Blend

(খ)Type

(গ)Rotate

(ঘ)Reflect

উত্তর🙁)Blend

২২।Outline তৈরির জন্য কী বোর্ড কমান্ড কোনটি?

(ক)Alt+Shift+U

(খ)Ctrl+Shift+O

(গ)Alt+Shift+O

(ঘ)Ctrl+Shift+U

উত্তর🙁)Ctrl+Shift+O

২৩।Key বোর্ড থেকে V চাপলে কোন টুলটি সিলেক্ট হবে?

(ক)Scale

(খ)Selection Tool

(গ)Magic Wand

(ঘ)Blend

উত্তর🙁)Selection Tool

২৪।Illustrator ডকুমেন্টে টুলবার না থাকলে কীভাবে আনতে হয়?

(ক)Edit-Show Tools

(খ)Window-Show Tools

(গ)View-Show Tools

(ঘ)Insert-Show Tools

উত্তর🙁)View-Show tools

২৫। Illustrator যকুমেন্টে টুলবার না থাকলে কীভাবে আনতে হয়?

(ক)6” x 12”

(খ)8.5”X 11”

(গ)8.5” x 10”

(ঘ)6” X 10”

উত্তর🙁)8.5X 11

২৬।কোন টুলটি আর্ট ওয়ার্কে ড্রাগ বা স্ক্রলিং করে ডান/বাম বা ওপর/নিচ করার কাজে ব্যবহার হয়?

(ক)Zoom Tool

(খ)Eye Tool

(গ)Hand Tool

(ঘ)Transform

উত্তর🙁)Hand Tool

২৭।Photoshop কাজ শেষে প্রোগ্রাম থেকে বের হওয়র কমান্ড

(ক)File-Exit

(খ)Ctrl+Q

(গ)ক ও খ উভয়ই

(ঘ)কোনটিই নয়

উত্তর: উভয়ই

২৮।টুল বক্স থেকে টুল নির্বাচন করা যায়  কয়ভাবে?

(ক)একভাবে

(খ)দু’ভাবে

(গ)তিনভাবে

(ঘ)চারভাবে

উত্তর🙁)দুভাবে

২৯।কালার প্যালেট থেকে কী নির্বাচন করা যায়?

(ক)রং

(খ)ব্রাশ

(গ)ইরেজার

(ঘ)পেন্সিল

উত্তর🙁)রং

৩০।Photoshop কমান্ড অপশন সম্বলিত কয়টি মেনু আছে?

(ক)৬টি

(খ)৭টি

(গ)৮টি

(ঘ)৯টি

উত্তর🙁)৯টি

৩১।Stroke কমান্ড ফরগ্রাউন্ড কালার হিসেবে কোন রং ব্যবহার করা হয়?

(ক)সাদা

(খ)কালো

(গ)লাল

(ঘ)সবুজ

উত্তর🙁)কালো

৩২।ফটোশপে কাজের সুবিধার্থে ভিন্ন ইমেজ বা কাজকে ভিন্ন ভিন্ন লেবেলে রাখা হয়।  ভিন্ন ভিন্ন লেবেলকে বলা হয়

(ক)নোটস

(খ)এনোটেশন

(গ)স্লাইস

(ঘ)লেয়ার

উত্তর🙁)লেয়ার

৩৩।ইমেজের অংশবিশেষকে করা হয়

(ক)Flip

(খ)Save

(গ)View

(ঘ)Preview

উত্তর🙁)Flip

৩৪।Zoom Out এর কাজ কী?

(ক)Desktop Color Setup

(খ)Desktop Color Supply

(গ)Desktop Color Select

(ঘ)Desktop Color Seperation

উত্তর🙁)Desktop Color Seperation

৩৫।DCS এর পূর্ণনাম কী?

(ক)Desktop Color Setur

(খ)Desktop Color Supply

(গ)Desktop Color Select

(ঘ)Desktop Color Seperation

উত্তর🙁)Desktop Color Seperation

৩৬।পেইন্ট ব্রাশ টুল ব্যবহার করা হয় কোন কাজের জন্য?

(ক)সেভ করার জন্য

(খ)ড্রংয়িং করার জন্য

(গ)ইমেজ সুন্দর করার জন্য

(ঘ)দু’টি ইমেজকে যুক্ত করার জন্য

উত্তর🙁)ইমেজ সুন্দর করার জন্য

৩৭।Type Mask Tool দিয়ে কী কাজ করা যায়?

(ক)হরিজন্টাল লেখা যায়

(খ)সিলেকশন বর্ডার তৈরি করা যায়

(গ)ভার্টিক্যাল লেখা যায়

(ঘ)ভার্টিক্যাল টাইল মাস্ক তৈরি করা যায়

উত্তর🙁)ভার্টিক্যাল টাইল মাস্ক তৈরি করা যায়

৩৮।ইমেজকে ক্রমশ গ্রে স্কেলে পরিবর্তন করা যায় কোন টুল দিয়ে?

(ক)Dodgle Tool

(খ)Burn Tool

(গ)Sponge Tool

(ঘ)Path Tool

উত্তর🙁)Sponge Tool

৩৯।Blur Tool ব্যবহারের ফলে কী হয়?

(ক)অপশন বার প্রদর্শিত হবে

(খ)মেনু বার প্রদর্শিত হবে

(গ)ব্রাশ বার প্রদর্শিত হবে

(ঘ) আউটপুট বার প্রদর্শিত হবে

উত্তর🙁)অপশন বার প্রদর্শিত হবে

৪০।কোন কমান্ড দিয়ে গ্রেস্কেল ইমেজকে সাদাকালোতে রূপান্তর করা যায়?

(ক)Posterize

(খ)Variations

(গ)Threshold

(ঘ)Equalize

উত্তর🙁)Posterize

৪১।ফটোশপ অ্যাংকর পয়েন্ট কয় প্রকার?

(ক)৩ প্রকার

(খ)৪ প্রকার

(গ)৫ প্রকার

(ঘ)৭ প্রকার

উত্তর🙁) প্রকার

৪২।মাইক্রোমিডিয়া ফ্লাশ কী?

(ক)এক ধরেনের হার্ডওয়্যার

(খ)সিস্টেম সফটওয়্যার

(গ)ফার্মওয়্যার

(ঘ)অ্যাপ্লিকেশন সফটওয়্যার

উত্তর🙁)অ্যাপ্লিকেশন সফটওয়্যার

৪৩।সাউন্ড এডিটিং এর ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক)Window-Panels-sound

(খ)File-Open-Sound

(গ)Format-Sound-Edit

(ঘ)View-Edit-Sound

উত্তর🙁)Window-Panels-sound

৪৪।কোনিটি ওয়েবভিত্তিক অ্যানিমেশন সফটওয়্যারে?

(ক)Macromedia Dream Weaver

(খ)Macronmedia Flash

(গ)Macromedia Free Hand

(ঘ)Photo Shop

উত্তর🙁)Macronmedia Flash

৪৫।কোনটি Audio File এর এক্সটেনশন নয়?

(ক)MIDI

(খ)AU

(গ)MP4

(ঘ)MPEG

উত্তর🙁)MIDI

৪৬।ফ্লাশে ড্রয়িং করা কোন শেপের রংকে কালার ফিল রং হিসেবে নির্বাচন করার জন্য কোন টুলৈ ব্যবহার করা হয়?

(ক)Dropper

(খ)Eraser

(গ)Paint Bucket

(ঘ)Int Bottle

উত্তর:

৪৭।কোনটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার?

(ক)Internet Explorer

(খ)Web page

(গ)Internet

(ঘ)www.

উত্তর🙁)Internet Explorer

৪৮।কোন Internet Connection টেলিফোন লাইন প্রয়োজন?

(ক)Zoom

(খ)Dial –Up

(গ)Broadband

(ঘ)GPRS

উত্তর🙁)Dial Up

৪৯।E-Mail কী?

(ক)Electric mail

(খ)Emergence Mail

(গ)Economic Mail

(ঘ)Electronic Mail

উত্তর🙁)Electronic Mail

৫০।URL কী?

(ক)Unified Radio Link

(খ)Undefined Radio Link

(গ)Uniform Resource Locator

(ঘ)Unordered Resource List

উত্তর: Uniform Resource Locator

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!