চালর্স ব্যবেজ – Charles Babbage

সংক্ষিপ্ত পরিচয়:চালর্স ব্যবেজ ২৬ ডিসেম্বর ১৭৯১ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্ম গ্রহন করেন এবং ১৮ অক্টোবর ১৮৭১ সালে মেলবর্ণে মৃত্যু বরণ করেন। চালর্স ব্যবেজ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন।

অবদান:চালর্স ব্যাবেজ ১৮২৩ সালে ডিফারেন্স ইঞ্জিন  (Difference Engine)bv‡g একটি বিয়োগফল ভিত্তিক গণনা যন্ত্র আবিষ্কার করেন এবং ১৮৩৩ সালে অ্যানালেটিক্যাল ইঞ্জিন (Analytical Engine)bvgK আর্‌ও একটি যন্ত্র আবিষ্কার করেন যার দ্বারা গানিতিক কাজ করা যেত । তাঁর অ্যানালেটিক্যাল ইঞ্জিন এর মধ্যে আধুনিক কম্পিউটারের মূল নীতি রয়েছে।এজন্য চালর্স ব্যবেজকে কম্পিউটারের জনক বলা হয়।

ডিফারেন্স ইঞ্জিন
অ্যানালেটিকাল ইঞ্জিন

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top