জাতীয় উন্নয়নে মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের প্রভাব


জাতীয় উন্নয়নে মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের প্রভাব

• মূল্যবোধ মানুষের সামগ্রিক প্রবৃদ্ধিকে উন্নত করে।
• মূল্যবোধ দৃষ্টিভঙ্গির সৃষ্টি ও টেকসই জীবনযাত্রার উন্নতিতে ভূমিকা রাখে।
• জাতীয় ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, সাংবিধানিক অধিকার, জাতীয় সংহতি সমাজের উন্নতি ও পরিবেশ সম্পর্কে সচেতন করে।
• সামাজিক বিবেক সম্পন্ন শ্রেণি তৈরিতে সহায়তা করে।
• শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখে।
• পারস্পারিক সম্পর্ক, আচরণ, পছন্দ ও স্ব-চেতনাকে আকার প্রদান করে। ইতিবাচক মূল্যবোধ ইতিবাচক কার্যফল প্রদান করে।
• পরিবার, সমাজ, জাতি এবং পৃথিবীর মধ্যে পারস্পারিক নির্ভরতার বোধ আত্মস্থ করতে সাহায্য করে।
• রাষ্ট্রের নাগরিক হিসেবে কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে।
• মূল্যবোধের চর্চা ও এর অবক্ষয় সম্পর্কে জানতে সাহায্যে করে।
• শিশু ও সমাজের মধ্যে ভারসাম্য তৈরি করে।
• শিক্ষার্থীদের সফল পেশাজীবন পছন্দ করতে সাহায্যে করে।
• মূল্যবোধ মানুষের সফলতার স্বপ্নের নোঙ্গর হিসেবে কাজ করে।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top