ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া

ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া

প্রয়োজনীয় কাগজপত্র:
১। নির্ধারিত ফরমে আবেদন।
২। জিডি কপি ও ট্রাফিক ক্লিয়ারেন্স।
৩। নির্ধারিত ফী (হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/-টাকা) বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
৪। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

1 Comment

  1. MD.RabbiMarch 13, 2020

    আমি একটা সমস‍্যার ভিতর আছি এখন এইটার বিষয় নিয়া কি করা যাই । আমার ড্রাইভি়ং লাইসেন্স করা জন‍্য যা কাগজ পএ ধরকার সব কিছু হইয়া গেছে কিন্তু আমি ফিঙ্গার দিতে পারছি না। ফিঙ্গার দিতে গেলে বলে আমার নাকি ফিঙ্গার হবে না। আমার ২০ বছর আর মাএ ৬ মাস বাকি আছে তার জন‍্য নাকি হবে না। এখন ড্রাইভিং লাইসেন্স কি সমাধান করা যাবে সেটা যদি আপনারা একটু বলতেন। আমার ড্রাইভিং লাইসেন্স করা জন‍্য অন‍্য কোনো বেভস্তা নিতে তাহলে আমি ওই ব‍্যভস্তা নিবো। আপনাদের কাছে আমার অনুরধ কি করা যায় এই বিষয় টা নিয়া আমাকে please একটু জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।

Leave a Reply

Scroll to top