বিখ্যাত সীমারেখা – গুরুত্বপূর্ণ অক্ষরেখা

বিখ্যাত সীমারেখা – গুরুত্বপূর্ণ অক্ষরেখা

বিখ্যাত সীমারেখা

ম্যাজিনো লাইন: ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে ম্যাজিনো লাইন নির্মিত।
ব্লু লাইন: ইসরাইল-লেবানন সীমানা চিহ্নিতকরণ রেখা।
নর্দান লিমিট লাইন: পীত সাগরে উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সীমারেখা।
র‌্যাডক্লিফ লাইন: ভারত-পাকিস্থানের মধ্যে চিহ্নিত সীমারেখা।
পার্পল লাইন: ইসরাইল-সিরিয়া সীমান্তবর্তী লাইন।
হিন্ডারবার্গ লাইন: এটি জার্মান-পোলান্ড সীমান্তবর্তী লাইন।
সনোরা লাইন: মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে বিভক্তকারী সীমারেখা।
জিগফ্রিড লাইন: জার্মান কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে এটি নির্মিত।
গ্রীন লাইন: গ্রীস এবং তুর্কী সাইপ্রাসকে বিভক্তকারী সীমারেখা।
ডুরান্ড লাইন: পাকিস্থান এবং আফগানিস্থানের মধ্যে চিহ্নিত সীমারেখা।
মিলিটারী ডিমারকেশন লাইন: কোরিয়া যুদ্ধের সময় উত্তর এবং দক্ষিন কোরিয়ার চিহ্নিত সীমারেখা।
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল-স্পেন সীমানা চিহ্নিত রেখা।
ম্যাকমোহন লাইন: ভারত-চীনের মধ্যকার সীমানা।
Iডেরনিস লাইন: জার্মানি এবং পোলান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা।
ম্যানারহেইম লাইন: রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যকার সীমান্ত।
কার্জন লাইন: পোলান্ড এবং রাশিয়ার মধ্যকার সীমানা।
লাইন অব কন্ট্রোল: ভারত-পাকিস্থানের কাশ্মীর নিয়ন্ত্রন রেখা।

গুরুত্বপূর্ণ অক্ষরেখা:

৩৮০ অক্ষরেখা: উত্তর এবং দক্ষিন কোরিয়ার মধ্যে সীমানা নিরূপণকারী রেখা।
৪৯০ অক্ষরেখা: কানাডা এবং যুক্তরাষ্ট্রের সুবিশাল সীমান্ত এলাকা এই অক্ষরেখা বরাবর চিহ্নিত করা হয়েছে।
১৭০ অক্ষরেখা: ভিয়েতনাম যুদ্ধের অবসানের লক্ষ্যে সাবেক উত্তর এবং দক্ষিন ভিয়েতনামের মধ্যে এ সীমারেখা চিহ্নিত করা হয়।
২৪০ অক্ষরেখা: পাকিস্থান এবং ভারতের মধ্যকার সীমারেখা।
২২০ অক্ষরেখা: মিশর এবং সুদানের সীমারেখা।
২৫০ অক্ষরেখা: মেৌরিতানিয়া এবং মালির সীমারেখা।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!