মু‌ক্তিযুদ্ধ ও স্বাধীনতা – মুজিবনগর সরকারের বিশেষ দায়িত্বে নিযুক্ত ব্যাক্তিবর্গ

মু‌ক্তিযুদ্ধ ও স্বাধীনতা – মুজিবনগর সরকারের বিশেষ দায়িত্বে নিযুক্ত ব্যাক্তিবর্গ

– মু‌ক্তিবা‌হিনী বা সশস্ত্র বা‌হিনীর প্রধান ছিলেন ~ জেনা‌রেল মোহাম্মদ আতাউল গ‌ণি ওসমানী।

-জেনা‌রেল ওসমানী বাংলা‌দে‌শের সেনাপ্রধান নিযুক্ত হন ~ ১৭ এ‌প্রিল ১৯৭১।

-বাংলা‌দেশের মু‌ক্তিযু‌দ্ধে একজন ইতা‌লির নাগ‌রিক মৃত্যুবরণ ক‌রেন, তার নাম ~ ফাদার মা‌রিও ভে‌রেনা‌জি।

-তথ্য ও বেতার : আব্দুল মন্নান
-পুনর্বাসন : অধ্যাপক ইউসুফ আলী ভলান্টিয়ার কোর : ব্যারিস্টার আমিরুল ইসলাম
– বাণিজ্য : মতিউর রহমান।
-যুদ্ধকালীন সম‌য়ে শেখ মু‌জিবুর রহমান‌কে ব‌ন্দি ক‌রে রাখা হওয়‌ছিল ~ পা‌কিস্তা‌নের করা‌চি শহ‌রের মিয়ানওয়া‌লি কারাগা‌রে।
– বাংলা‌দে‌শের প্র‌তি প্রথম আনুগত্য প্রকাশ ক‌রেন পা‌কিস্তা‌নের হাইক‌মিশন অ‌ফিস প্রধান ~ এম হো‌সেন  আলী।
– রণাঙ্গন‌কে ১১টি সেক্ট‌রে ভাগ ক‌রেন ~ ক‌র্ণেল এম এ জি ওসমানী।
-মু‌ক্তিযু‌দ্ধের ব্য‌তিক্রমধর্মী সেক্টর ~ ১০ নম্বর সেক্টর।
– বাংলা‌দে‌শে যে সেক্ট‌রে নিয়‌মিত কমান্ডার ছিল না ~ ১০ নম্বর সেক্ট‌রে।
– যুদ্ধকালীন ফোর্স ছিল ~ তিন‌টি।
– এম এ জি ওসমানী‌কে বাংলা‌দেশ সেনাবা‌হিনীর প্রধান ঘোষণা করা হয় ~ তে‌লিয়াপাড়া হেড‌কোয়ার্টা‌র, সি‌লেট (১২ এ‌প্রিল ১৯৭১)
– যুক্তরা‌জ্যে বাংলা‌দেশ সরকা‌রের জন্য Steering Committee খো‌লেন ~ বিচারপ‌তি আবু সাঈদ চৌধুরী।
– যুদ্ধকালীন যে তা‌রি‌খে বু‌দ্ধিজীবী‌দের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘ‌টিত হয় ~ ১৪ ডি‌সেম্বর ১৯৭১
– পা‌কিস্তান সেনাবা‌হিনীর হা‌তে শহীদ দার্শনিকের নাম ~ গো‌বিন্দ চন্দ্র দেব।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top