মু‌ক্তিযুদ্ধ ও স্বাধীনতা – মু‌ক্তিযু‌দ্ধে বৃহৎ শ‌ক্তিব‌র্গের ভূ‌মিকা

মু‌ক্তিযুদ্ধ ও স্বাধীনতা –  মু‌ক্তিযু‌দ্ধে বৃহৎ শ‌ক্তিব‌র্গের ভূ‌মিকা

– যৌথবা‌হিনী গঠন হ‌য়ে‌ছিল –> মু‌ক্তি বা‌হিনী ও ভারতীয় সশস্ত্র বা‌হিনীর সমন্ব‌য়ে।
– জা‌তিসং‌ঘের সদস্যপদ না পে‌তে বাংলা‌দে‌শের বিপ‌ক্ষে যে রাষ্ট্র ভে‌টো দি‌য়ে‌ছিল –> চীন।
-মু‌ক্তিযু‌দ্ধে বাংলা‌দে‌শের  বন্ধু প্রতীম রাষ্ট্র ছিল –>ভারত ও সো‌ভি‌য়েত ইউ‌নিয়ন
-মু‌ক্তিযু‌দ্ধে চলাকালীন চীন ও যুক্তরাষ্ট্রর অবস্থান ছিল –> বাংলা‌দে‌শের স্বাধীনতার বিপ‌ক্ষে।
– সপ্তম নৌবহর ব‌ঙ্গোপসাগ‌রের উ‌দ্দে‌শ্যে যাত্রা শুরু ক‌রে‌ছিল –> ভি‌য়েতনা‌মের টং‌কিং উপসাগর থে‌কে।
– অস্ত্র, সেনা ও সমর্থন দি‌য়ে বাংলা‌দেশ‌কে সাহায্য ক‌রে‌ছিল –> ভারত।
– যৌথ বা‌হিনীর সেনাধ্যক্ষ ছিল –> জেনা‌রেল জগ‌জিৎ সিং অ‌রোরা।
– মু‌ক্তিযু‌দ্ধের বিপ‌ক্ষে যুক্তরাষ্ট্র যে নৌবহর প্রেরণ ক‌রে‌ছিল –> সপ্তম নৌবহর।
– হ্যা‌রিশন ও র‌বিশংক‌রের উ‌দ্যো‌গে কনসার্ট ফর বাংলা‌দেশ হ‌য়ে‌ছিল –> নিউইয়‌র্কের ম্যা‌ডিসন স্কয়া‌রে।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top