সতীদাহ প্রথা রহিতকরণে তাuর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। রাজা রামমোহন রায়ের ছদ্মনাম ছিল শিবপ্রসাদ রায়।
রামমোহন রায় কর্তৃক ব্রাþ সমাজ প্রতিষ্ঠিত হয় ১৮২৮ সালে।
তাuর রচিত বাংলা ব্যাকরণের নাম ‘গেŠড়ীয় ব্যাকরণ’। এটি ইংরেজী ভাষায় লেখা হয়েছিল ১৮২৬ সালে। পরে ১৮৩৩ সালে এর বাংলা অনুবাদ হয়।
তিনি ফারসি ভাষার পত্রিকা ‘মিরাতুল আখবার’ সম্পাদনা করেন।
রামমোহনের রচিত গ্রন্থগুলো হল– বেদান্ত গ্রন্থ (১৮১৫), বেদান্ত সার (১৮১৫), ভট্টাচার্যের সচিত বিচার (১৮১৭), গোস্বামীর সহিত বিচার (১৮১৮), উপনিষদের অনুবাদ (১৮১৫-১৯), সহমরণ বিষয়ক ‘প্রবর্তক নিবর্তক সম্বাদ (১৮১৮-১৯)’ এবং পথ্য প্রদান (১৯২৩)।