শরৎচন্দ্রের সাহিত্যকর্ম মনে রাখার সহজ উপায়
গল্প:
মন্দির – ১ম গল্প
বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ ও পরেশ আর এক মেয়ে সতী, মন্দিরের জমি নিয়ে মামলার ফলে তারা আজ কপর্দকশূন্য।
১। ছবি, ২। বিলাসী, ৩। পরেশ, ৪। সতী,
৫।মহেশ,৬। মন্দির, ৭। মামলার ফল, ৮।
বিন্দুর ছেলে,৯। মেজদিদি
অথবা,
বিন্দুর ছেলে মহেশ কাশিনাথ মন্দিরে গিয়ে অভাগী অনুরাধার স্বামী রামের সুমতি চাইল হরে কৃষ্ণ বলে।
১. বিন্দুর ছেলে
২. মহেশ
৩. কাশিনাথ
৪. মন্দির
৫. অভাগীর স্বর্গ
৬. অনুরাধা
৭. স্বামী
৮. রামের সুমতি
৯. হরিলক্ষ্মী
১০. ছবি
১১. বিলাসী
উপন্যাস:
অরক্ষনীয় গৃহের
ছবি দেখে কাশীনাথ
শ্রীকান্তকে বললেন “চরিত্রহীন
দেবদাস পশুর সমান”
১। চ – চরিত্রহীন ২। দেব- দেবদাস,
৩। দে-দেনাপাওনা ৪। দাস –বিপ্রদাশ
৫। প-পরিনীতা ৬। শু- পন্ডিত মশাই
৭। র- পথের দাবী ৮। স-পল্লী সমাজ ৯।
মা- রামের সুমতি ১০। ন –চন্দ্রনাথ
অথবা,
“গৃহদাহ পল্লীসমাজে বড়দিদি মেজদিদিকে নিয়ে বসবাস করে । সেখানে চরিত্রহীন চন্দ্রনাথও ছিল। দেবদাস ও বিপ্রদাসের মধ্যে কিছু দেনাপাওনা ছিল।
শেষের পরিচয় ঘটল শ্রীকান্ত ও শুভদার দাবী তুলে তারা শেষপ্রশ্ন করল। নববিধানে নিষ্কৃতি মিলল।
দত্তা বৈকুন্ঠের উইল করিয়া বিরাজ
বৌকে পরিণীতা হিসেবে গ্রহণ করবে।”
১)গৃহদাহ ২) পল্লীসমাজ ৩)মেজদিদি ৪)চরিত্রহীন ৫) চন্দ্রনাথ ৬) দেবদাস ৭)বিপ্রদাস ৮) দেনাপাওনা ৯) শেষের পরিচয় ১০) শ্রীকান্ত ১১) শুভদা ১২) পথের দাবী
১৩) শেষপ্রশ্ন ১৪) নববিধানে ১৫)দত্তা ১৬)বৈকুন্ঠের উইল ১৭) বিরাজ বৌ ১৮) পরিণীতা
অথবা,
পল্লী সমাজের বিরাজ বৌরা পরিণীত হবার সাথে সাথে দেনা-পাওনার জন্য চরিত্রহীন হয়। এর ফলে যে অবৈধ সন্তান জন্মগ্রহণ করে তা বড়দিদি, মেজদিদি, শুভদা ও বিপ্রদা মিলে নববিধান করে দত্তক নিয়ে এদের শেষের পরিচয় হতে নিষ্কৃতি চাইলেন। অবশ্য শ্রীকান্ত এসব অবৈধ সন্তানদের পথের দাবী মনে করে চন্দ্রনাথ মন্দিরে দেবদাসের কাছে নিয়ে গেলে তিনি শেষ প্রশ্ন হিসেবে গৃহদাহ ও বৈকুন্ঠের উইলের কথা উল্লেখ করলেন।
১. পল্লী সমাজ
২. বিরাজ বৌ
৩. পরিনীতা
৪. দেনা-পাওনা
৫. চরিত্রহীন
৬. বড়দিদি
৭. মেজদিদি
৮. শুভদা
৯. বিপ্রদাস
১০. নববিধান
১১. দত্তা
১২. শেষের পরিচয়
১৩. নিষ্কৃতি
১৪. শ্রীকান্ত
১৫. পথের দাবী
১৬. চন্দ্রনাথ
১৭. দেবদাস
১৮. শেষপ্রশ্ন
১৯. গৃহদাহ
২০. বৈকুন্ঠের উইল
ষোড়শী