সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয় – মানসিক দক্ষতা

সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়

 

– A ও B হলো দুই বোন। B হলো C এর মা। D হলো C এর ছেলে। যদি E, A এর ছেলে হয় তাহলে কোন সম্পর্কটি সঠিক?
উত্তর: E ও C হলো ভাই বোন।

– আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল?
উত্তর: ১১ জন।

– আমার বাবার বোনের বাবার ছেলের ছেলের মেয়ে আমার কি হয়?
উত্তর: বোন

– আমার মা তোমার ভাইয়ের বোন। তোমার সাথে আমার সম্পর্ক কি?
উত্তর: মামা

– একজন পুরুষকে খোচা দিয়ে বলল, তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা। মহিলার সাথে ঐ পুরুষটির সম্পর্ক কি?
উত্তর: স্ত্রী।

– একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?
উত্তর: স্বামী

– ক খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা, চ, ঘ এর পুত্র। চ এর সংগে ক এর সম্পর্ক কি?
উত্তর: ক এর মামা চ

– মিলির সামনে রয়েছে খুব চমৎকার চেহারার একটি মেয়ের ফটোগ্রাফ। মিলি বলছে আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আর এ ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে। ঐ ফটোগ্রাফটি কার?
উত্তর: তার মেয়ের।

– যখন ক-খ মানে হয় ক, খ এর বোন। ক+খ মানে হয় ক, খ এর ভাই, খxখ মানে ক, খ এর মা এবং ক÷খ মানে ক, খ এর বাবা। তবে কোন শর্তটি গ ঘ এর মামা সম্পর্ক নির্দেশ করবে।
উত্তর: গ+ঙ x ঘ

– রুনা আছিয়ার মেয়ে। রুনার দাদী মেয়ের মেয়ের একজন মামা রয়েছে। আছিয়ার সাথে এই মামার সম্পর্ক কি?
উত্তর: স্বামী।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top