কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৭ (জানুয়ারি-জুন)

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৭ (জানুয়ারি-জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস ও ৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৭

  জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন ২০১৭ সেশন

 পরীক্ষার তারিখঃ১৬/০৬/২০১৭ইং

 

*** অতি সংক্ষেপে উত্তর দাও

১। Editing screen কী?

উত্তরঃ এডিটিং স্ক্রিন হলো স্ক্রীনে টেক্সট এডিট করার প্রক্রিয়া ।

২। Header কী?

উত্তরঃ প্রতিটি পৃষ্ঠার মার্জিনের উপরের অংশ ।

৩। Cell address কী?

উত্তরঃ সেল অ্যাড্রেস (Cell Address) ঃ ওয়ার্কশিট এর প্রতিটি ঘরকেই সেল (Cell) বলা হয় । সেলসমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা । অর্থাৎ রো ও কলাম দ্বারা কোনো  সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয় ।

4|Function কী?

উত্তরঃ কোনো বিশেষ হিসাব-নিকাশ সম্পাদনের জন্য, মান নির্ণয়ের জন্য স্প্রেডশিটগুলোতে পূর্বে থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে ।

৫। Slide sorter কেন ব্যবহৃত হয়?

উত্তরঃ  Slide sorter ব্যবহার করা হয় কারণ একাধিক ছবি বা চিত্র থাকলে সেগুলোকে অটোমেটিকভাবে একের পর এক প্রদর্শনের জন্য ।

৬। Animation কী?

উত্তরঃ অ্যানিমেশন হলো কোনো স্থির ছবি বা চিত্রকে সচল করা ।

৭। দুটি Database software- এর নাম লেখ ।

উত্তরঃ দুটি ডাটাবেস সফটওয়্যারের নাম হলো-

(i)   মাইক্রোসফট অ্যাক্সেস      (ii)    ফক্সপ্রো           (iii)  ডিবেস ।

৮। Word art কী?

উত্তরঃ Word art হলো এমএস ওয়ার্ডে ব্যবহৃত একটি  বিশেষ ইফেক্ট । এর মাধ্যমে ডকুমেন্টের টেক্সটকে ডেকোরেটিভ করে তোলা যায় ।

৯। Cell-এর  নামকরণ করতে হয় কেন?

উত্তরঃ সেল এর নামকরণ করতে হয় সেলকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য ।

১০। ICT- এর পূর্ণরূপ কী?

উত্তরঃ ICT এর পূর্ণরূপ হলো- Information and Communication Technology .

১১। Primary key বলতে কী বুঝায়?

উত্তরঃ প্রাইমারি-কী (Primary key) ঃ Primary key এমন একটি Key, যা এককভাবে শনাক্ত হবে । কোনো Table- এর কোনো Field-G Primary key set করলে Data Entry- এর সময় কোনো ফিল্ড ফাঁকা রেখে অন্য ফিল্ডে যাওয়া যাবে না এবং Field-G ডাবল কোনো কিছু লেখা যাবে না ।

১২। MS Excel -এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে কী বলে?

উত্তরঃ MS Excel -এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে বলা হয় সেল (Cell) ।

১৩। দুটি অ্যান্টিভাইরাস Software- এর নাম লেখ।

উত্তরঃ দুটি অ্যান্টি ভাইরাস Software এর নাম হলো ঃ

  • Norton (ii) AVG  (iii) Kaspersky  (iv) Avira etc .

***   সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর

১৪। PC- এর পূর্ণরূপ হলো …..। উত্তরঃ Personal computer

১৫। A4 সাইজের কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ….. ও ….. ইঞ্চি। উত্তরঃ ১১.৬৯ ও ৮.২৭

১৬। সাধারণ চিঠিপত্র লেখার জন্য ….. প্রোগ্রাম ব্যবহৃত হয়।

উত্তরঃ এম এস ওয়ার্ড

১৭। MS Excel কে ….. সফটওয়্যার বলে। উত্তরঃ স্প্রেডশিট

১৮। Paragraph- এর মাধ্যমে ….. পরিবর্তন করা যায়।

উত্তরঃ Line spacing

১৯। MS Excel – এর কলাম সংখ্যা …..টি। উত্তরঃ 16,384

২০। প্রত্যেক সুত্রের শুরুতে …..চিহ্ন দিতে হয়। উত্তরঃ সমান (=)

২১। MS Access একটি ….. সফটওয়্যার। উত্তরঃ ডাটাবেস

২২। Printer install না থাকলে …..করা যায় না । উত্তরঃ প্রিন্ট

২৩। Internet-এর অর্থ …..। উত্তরঃ বিস্তৃত জাল

২৪। E-mail- এর পূর্ণরূপ হলো …..। উত্তরঃ Electronic mail

২৫। Google একটি ….. । উত্তরঃ সার্চ ইঞ্জিন

২৬। MS Access-এ …..ধরনের ডাটা টাইপ করা যায়। উত্তরঃ দশ

*** সত্য হলে এবং মিথ্যা হলে মি লেখ

২৭। Unicode বাংলা সফটওয়্যারের নাম। উত্তরঃ ‘মি’

২৮। 1024 GB = 1 TB । উত্তরঃ ‘স’

২৯। Module-এর  কাজ নতুন Program তৈরি করা। উত্তরঃ ‘মি’

৩০। Report design উইন্ডোতে ব্যান্ড সংখ্যা ৩টি। উত্তরঃ ‘স’

৩১। বিজয় বাংলা প্রোগ্রাম চালু করতে Alt+Ctrl+B ‘কী’গুলো চাপতে হয়। উত্তরঃ ‘স’

৩২।যে-কোনো ডাটাকে দুভাবে Sort করা যায় । উত্তরঃ ‘স’

৩৩। Web page তৈরিতে Query ব্যবহৃত হয়। উত্তরঃ ‘মি’

৩৪। MS Access-এ  Grammar চেক করা যায় না । উত্তরঃ ‘মি’

৩৫। পিপিলিকা একটি বাংলা সার্চ ইঞ্জিন। উত্তরঃ ‘স’

৩৬। ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা। উত্তরঃ ‘স’

৩৭। MS access একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। উত্তরঃ ‘মি’

৩৮। Nikosh BAN একটি বাংলা Font-এর নাম। উত্তরঃ ‘স’

*** সঠিক উত্তরটি লিখ

৩৯। কোনটি অপারেটিং সিস্টেম?

ক.  Lunix                   L.CaIC

গ.  Avast                   N.Base

উঃ  Lunix

৪০। UCB- এর পূর্ণরূপ হলো-

ক.   Universal Single Bus                   খ. Universal Serial Bus

গ.  Uni-Signal Bus                             ঘ. Universe Single Bus

উঃ  Universal Serial Bus

৪১। WWW- এর পূর্ণরূপ কী?

ক.  Word wide web                খ. World word web

গ.  World wide web                ঘ. World web  wide

উঃ  World wide web

৪২। 1GB = কত কিলোবাইট (KB)?

ক.  1000 KB                খ.  1056 KB

গ.    1200 KB               ঘ.      1024 KB

উঃ  1024 KB

৪৩। প্রথম মাইক্রোপ্রসেসর 4004 আবিষ্কৃত হয়-

ক. ১৯৭১ সালে             খ. ১৯৭২ সালে

গ.  ১৯৭৩ সালে             ঘ.  ১৯৭৪ সালে

উঃ  ১৯৭১ সালে

৪৪। প্রিন্ট-এর ‘কী’-বোর্ড কমান্ড কোনটি?

ক.  Alt+P        খ. Win+P

গ.  Ctrl+P           ঘ.  Alt+Ctrl+P

উঃ  Ctrl+P

৪৫। =ABS (1.258) মান কত?

ক. =1.23        খ.   =1.258

গ.    =1            ঘ.  =1.2

উঃ =1.258

৪৬। Excel-এ একাধিক সেলকে একত্রিত করাকে বলে-

ক. Merge                             খ.  Add

গ. Join                                 ঘ.    Union

উঃ  Merge

৪৭। ছবি, টেক্সট ও গ্রাফের জন্য কোন Object ব্যবহৃত হয়?

ক.  Text                            খ.  Number

গ.  Hyperlink                     ঘ.     OLE

উঃ OLE

৪৮। ‘কী’-বোর্ডে কন্ট্রোল ‘কী’-এর সংখ্যা কত?

ক. ২ টি                            খ. ৩ টি

গ. ৪ টি                             ঘ. ৫ টি

উঃ ২ টি

৪৯।  কোনটি Logical function ?

ক. =Max()                            খ. =Sum()

গ.  =If()                               ঘ.   =ABS()

উঃ =If()

৫০। Page break-এর  ‘কী’-বোর্ড কমান্ড কী?

ক.  Ctrl+Delete                          খ. Ctrl+End

গ.  Ctrl+Enter                            ঘ.  Ctrl+Home

উঃ  Ctrl+Enter

*** Answer the following questions in Englisht

৫১। What is your grandfather’s name?

উত্তরঃ Mohammad Jamsed Shikder.

৫২। Where were you born?

উত্তরঃ I was born in Dhaka.

*** Translate into Englisht

৫৩। সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।

উত্তরঃ The sun rises in the east and sets in the west.

৫৪। আমরা দেশকে ভালবাসি।

উত্তরঃ We love our country.

৫৫। আমার বাবা একজন গরিব কৃষক।

উত্তরঃ My father is a poor farmer.

৫৬। রহিম রোজ স্কুলে যায় এবং করিম ঘুমায়।

উত্তরঃ Rahim goes to school regularly but Karim sleeps.

৫৭। মুষলধারে বৃষ্টি পড়ছে।

উত্তরঃ It is raining cats and dogs.

*** Fill in the blanks using appropriate words:

৫৮। They ….. playing football.(is/am/are) উত্তরঃ are

৫৯। My mother is ….. honest woman.(a/an/the) উত্তরঃ an

৬০। Put ….. the lamp.(off/out) উত্তরঃ out

 

 

 

 

 

 

 

 

 

 

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

7 Comments

  1. Md: Sahin alamJune 14, 2018

    Karigory certificate thite parben .

  2. Md: Sahin alamJune 14, 2018

    l need a certificate .

  3. myhipomAugust 22, 2018

    Thanks, it’s quite informative

  4. thelaunchconferenceAugust 30, 2018

    This is actually helpful, thanks.

  5. Hh raju islam shakibJune 29, 2019

    Comment:২০১৯ সালের অফিস ম্যানেজমেন্টের প্রশ্ন দিতে পারেন

  6. Tahura Sultana JuiJuly 27, 2022

    ৪৫ নম্বরের উত্তরটা তো ভুল দিয়েছেন আপনারা।
    =ABS(1.258) এর মান 1.23 হবে না তো। সুত্র অনুযায়ী এক্সেলে =ABS(1.258) এর মান 1.258 হবে। অর্থাৎ যে সংখ্যাটা ব্রাকেটের ভিতর দেওয়া থাকবে সেটাই হবে উত্তর। আর যদি ব্রাকেটের ভিতর মাইনাস সাইন হতো তাহলে শুধু সাইনটা উঠে যেতো আর সংখ্যা যেটা দেওয়া আছে সেটাই উত্তর হতো। এখানে যেহেতু সংখ্যাটা পজিটিভ সেহেতু উত্তর কিছুতেই 1.23 হবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন।

    1. InfotakeBDSeptember 15, 2022

      thank you, I have made necessary change.

Leave a Reply

Scroll to top