কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৬ (জানুয়ারি-মার্চ)

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৬ (জানুয়ারি-মার্চ)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

 বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (তিন মাস) মেয়াদি (জানুয়ারি-মার্চ)  পরীক্ষা-২০১৬

 পরীক্ষার তারিখঃ০১/০৪/২০১৬

 

—–>অতি সংক্ষেপে উত্তর দাও ঃ

১। নতুন File খোলার জন্য কী Command ব্যবহার করা হয়?

উত্তর ঃ Ctrl + N

২। লুকানো column খুঁজে বের করতে কী ব্যবহার করা হয়?

উত্তর ঃ Select all column→ Home→ Format→ Visibility→ Hides,Unhide→ Unhide Columns.

Or, Column বা  Column-গুলোর বামে ও ডানের Column Select করতে হবে।

  • Format মেনুর Column অপশনের Unhide ক্লিক করতে হবে।

3|Excel Program চালু করলে কয়টি শিট চালু হয়?

উত্তর ঃ ৩টি

৪। কতকগুলো Interconnected field মিলে কী তৈরি হয়?

উত্তর ঃ Record

৫। দুটি ব্রাউজারের নাম লেখ।

উত্তর ঃ (1)Mozilla Firefox

(2)Opera

6|Email অ্যাড্রেস এর সাধারণ গঠন লেখ।

উত্তর ঃ <Userid>@<Domain>.com.

৭। Database Program এ From তৈরি করা হয় কেন?

উত্তর ঃ সুন্দর ও আর্কষণীয়ভাবে ডিজাইনের মাধ্যমে এক বা একাধিক টেবিল ডাটা Supply বা Collection করার জন্য From তৈরি করা হয়।

৮। Excel Program এ কোন নির্দিষ্ট অংশ প্রকাশের জন্য ব্যবহার হয়?

উত্তর ঃ Select Cell Range.

৯। Bijoy Keyboard এর Bangla To English বা English To Bangla করার শর্টকাট ‘কী’ কোনটি?

উত্তর ঃ Ctrl+Alt+B

১০। ভাইরাস কী?

উত্তর ঃ কম্পিউটার পরিভাষায় ভাইরাস শব্দের পূর্নরূপ- Vital Information Resoureces Under Seize, যার অর্থ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা যায়।

১১। MS Office Program এ Data Save করলে ___ তা জমা হয়।

উত্তর ঃ My Document এ

১২। Database এ প্রথম তৈরি করতে nq___|

উত্তর ঃ Table

১৩। Undo করা nq___ করার জন্য।

উত্তর ঃ বাতিল কাজ পুনরায় আনয়ন

১৪। একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠাবার জন্য ব্যবহার করা nq___|

উত্তর ঃ Mail Merge

১৫। পেজ এর মার্জিন ঠিক Ki‡Z___ Option Select করতে হয়।

উত্তর ঃ Page Setup

১৬। স্ক্যানার একটি ___ ডিভাইস।

উত্তর ঃ ইনপুট

17|(a+b)2+2ab2+ab এই Format টি wjL‡Z___ এর সাহায্যে নিতে হয়।

উত্তর ঃ Superscript

১৮। Excel Program এ File Save করলে File Name এর mv‡____ যুক্ত হয়।

উত্তর t.Xls

১৯। Text allignment ___ প্রকার।

উত্তর ঃ ৪(চার)

২০। Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে PvB‡j___ করতে হয়।

উত্তর ঃ Split cells

 

—–>বাক্যটি সত্য হলে‘স’ মিথ্যা হলে‘মি’ লেখ ঃ

 

২১। Windows এর Under এ MS Office Program পরিচালিত হয়।

উত্তর ঃ‘স’

২২। মনিটর হল মেমরি ডিভাইস।

উত্তর ঃ ‘মি’

২৩। Move করার জন্য MS Word এ Command হল Cut Paste|

উত্তর ঃ ‘স’

২৪। সিরিজ Data Excel Program (a1:a15) যোগের জন্য এ = নিয়ম অনসিরণ করা হয়।

উত্তর ঃ‘স’

 

২৫। Level Box ও Text Box এর কাজে কোন পার্থক্য নাই।

উত্তর ঃ ‘মি’

২৬। MS Word এ Ling Spacing এর জন্য Paragraph Option ব্যবহার করা হয়।

উত্তর ঃ ‘স’

২৭। দুটি TableG একটি Field একই থাকলে Relationship করা যায়।

উত্তর ঃ ‘স’

২৮। Report এর কাজ হল File কে প্রদর্শন করা

উত্তর ঃ‘মি’

২৯। Close করলে Program বন্ধ হয়, আর Exit করলে Fill বন্ধ হয়।

উত্তর ঃ ‘স’

৩০। Image MS Word বা MS Excel এ Add করা যায়।

উত্তর ঃ ‘স’

 

—–>সঠিক উত্তরটি টিক(√)চিহৃ দাও।

৩১। Windows হলো একপ্রকার-

(ক) Program

(খ) Operating System Program (√)

(গ) Appication Program

(ঘ) কোনটিই নয়

৩২। MICR একটি

(ক) ইনপুট (√)                   (খ)আউটপুট

(গ) ইনপুট ও আউটপুট       (ঘ) মেমরি ডিভাইস

৩৩। মাউস একপ্রকার-

(ক) Input Device        (খ) Output Device

(গ) Memory Device   (ঘ) Pointer (√)

৩৪। Word এ Copy Past করতে শর্টকাট কী-

(ক) Ctrl+C                      (খ) Ctrl+V

(গ) উভয়টি (√)                 (ঘ) কোনটিই নয়

৩৫। Open Command কোন Menu তে থাকে?

(ক) Edit Menu           (খ) View Menu

(গ) File Menu (√)     (ঘ) কোনটিই নয়

৩৬। দুই Cell†hv‡Mi নিয়ম (Excel Program)-

(ক) = A1+A2 (√)       (খ) A1+A2

(গ) A1:A2               (ঘ) সবকটি

৩৭। Excel Program এ সাধারণত সারি উচ্চতা থাকে-

(ক) 18.75                (খ) 15.75

(গ) 8.75                   (ঘ) 12.75 (√)

৩৮। Microsoft Access হলো-

(ক) স্প্রেডশিট Program          (খ) Language Program

(গ) Database Program (√)  (ঘ) ক ও খ উভয়টি

৩৯। এমএস ওয়ার্ড হল-

(ক) ডাটা প্রসেসর              (খ) মেইল মার্জিং প্যাকেজ

(গ) ওয়ার্ড প্রসেসর (√)       (ঘ) স্প্রেডশিট

৪০। Relatonship কয় প্রকার?

(ক) ৩ প্রকার                (খ) ২ প্রকার

(গ) কোন প্রকারভেদ নেই  (ঘ) কোনটিই নয় (√)

 

—–>Translate into English:

৪১। পৃথীবী সূর্যের চারদিকে ঘোরে।

উত্তর ঃ The earth moves round the sun.

৪২। আমার বাবা একজন দক্ষ কারিগর।

উত্তর ঃ My father is a skilled/expert  technician.

৪৩। ছাত্রদের প্রতিদিন ক্লাস করা উচিত।

উত্তর ঃ Students shoud attend the class everyday.

৪৪। বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ।

উত্তর ঃ Bangladesh is a country of middle income.

 

—–>Choose and fill in the gaps with the correct word/words:

৪৫। To be healthy ,we must eat___.

(1) good food    (2) rich food   (3) balance diet

উত্তর ঃ (3) balance diet

৪৬। Move___ you will die.

(1) and               (2) but              (3) or

উত্তর ঃ (3) or

৪৭। That is ___ interesting book

(1) a                    (2) an               (3) the

উত্তর ঃ (2) an

Answer the following questions in short:

৪৮। Who is your best friend?

উত্তর ঃ Raju is my best friend.

৪৯। Where do you come from?

উত্তর ঃ I come from Kustia.

৫০। What do you do after training?

উত্তর ঃ I will find a suitable job after training.

 

 

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top