বাংলাদেশ পরিচিতি

বাংলাদেশ পরিচিতি

• বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪৭১২ কি.মি. (সূত্র: মাধ্যমিক ভূগোল) অথবা ৫১৩৮ কি.মি. (সূত্র: বিজিবি).
• বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য ৭১৬ কি.মি. (সূত্র: মাধ্যমিক ভূগোল) অথবা ৭১১ কি.মি. (সূত্র: বিজিবি).
• বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩০টি এবং মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩টি। ভারত এবং মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।
• বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ।
• বাংলাদেশের ভিতরে ভারতের ১১১টি ছিটমহল আছে এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল আছে ৫১টি।
• বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং বা বিজয় (উচ্চতা: ১২৩১ মিটার)।
• বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হলো গারো পাহাড়।
• কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত (দৈর্ঘ্য: ১২০ কি.মি.)।
• বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন (আয়তন ৮ বর্গ কি.মি.) যা বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন।
• বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী (আয়তন ২৬৮ বর্গ কি.মি.)।
• বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় ৭০০টি (সূত্র: মাধ্যমিক ভূগোল); ৩১০টি (সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান পকেটবুক)।
• বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম এবং গভীরতম নদী হচ্ছে মেঘনা।
• যমুনা নদীতে সবচেয়ে বেশি চর আছে।
• কর্ণফুলি হলো বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী।
• বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ এবং বাংলাদেশে এবং ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হাড়িয়াভাঙ্গা (সুন্দরবন)।
• হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উত্পত্তি।
• আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে মেঘনা নদীর উত্পত্তি।
• তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে ব্রক্ষপুত্র নদের উত্পত্তি।
• বাংলাদেশের বৃহত্তম বিল ‘চলনবিল’।
• বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল এবং উষ্ণতম স্থান নাটোরের লালপুর।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!