মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬ মে সোমবার ঘোষনা করা হবে।
ফলাফল প্রকাশ করা হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।
এস এস সি ২০১৯ এর ফলাফল (SSC result 2019)জানার পদ্ধতিঃ
- ১ম – নিজ নিজ বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
- ২য় – মোবাইল মেসেজ অপশানের মাধ্যমে।
- ৩য় – নিজ নিজ স্কুলে যোগাযোগ করে।
- ৪র্থ – এন্ড্রয়েড মোবাইল থেকে এপের মাধ্যমে
বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেই নিজের Education board result জেনে নিতে পারবেন খুব সহজে।
যেভাবে আপনি আপনার রেজাল্ট খুজবেন:
-Examination: SSC/ Dakhil / Equivalent
-Year: 2019
-Board: your board name
-Roll: your roll
-Registration: Your registration number
-Fill up the number you see
-Submit
www.educationboardresults.gov.bd
এস এস সি পরীক্ষা ২০১৯ (SSC result 2019 with marksheet) এর ফলাফল মার্কসিট সহ
যেভাবে আপনি আপনার রেজাল্ট খুজবেন:
-Examination: SSC/ Dakhil / Equivalent
-Year: 2019
-Board: your board name
-Result type: individual or institution result
-If you fill the individual result then fill the roll and registration number, with registration number you will get the full mark sheet
-if you fill the institutional result then fill up the eiin number
-fill up the capcha
-Get result
https://eboardresults.com/app/stud/
মোবাইল মেসেজের মাধ্যমে এস এস সি পরীক্ষা ২০১৯ (SSC result 2019 from mobile message) এর ফলাফল জানার পদ্ধতিঃ
- প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
- তারপর প্রথমে SSC লিখুন।
- তারপর আপনার বোর্ডের ইংরেজী নামের প্রথম তিনটি অক্ষর টাইপ করুন। এক্ষেত্রে সংক্ষিপ্ত কোডগুলো হলো, ঢাকার ক্ষেত্রে DHA, চট্টগ্রাম এর ক্ষেত্রে CHA, কুমিল্লার ক্ষেত্রে CUM, রাজশাহীর ক্ষেত্রে RAJ, যশোরের জন্য JOS, বরিশালের জন্য BOR, সিলেটের জন্য SYL, দিনাজপুরের জন্য DIN, ময়মনসিংহের জন্য MYM ব্যবহার করবেন। যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা MAD, যারা ভোকেশনালে দিয়েছেন তারা TECH ব্যবহার করবেন।
- এরপর আপনি আপনার এস এস সি রোল নাম্বারটি স্পেস দিয়ে লিখবেন।
- রোল নাম্বার লেখা শেষে স্পেস দিয়ে আপনি 2019 লিখবেন যা আপনার এস এস সি পরীক্ষা দেয়ার সাল নির্দেশ করে।
- লেখা শেষে মেসেজটি আপনি 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। মেসেজ পাঠানোর কিছুক্ষন পরই একটি ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে আপনার ফলাফল জানিয়ে দেয়া হবে।
এন্ড্রয়েড মোবাইল থেকে এপের মাধ্যমে
আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে আপনার রেজাল্ট খুঁজে বের করতে পারেন, প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে education board result লিখে সার্চ দিন, অনেক অ্যাপ চলে আসবে, সেগুলো থেকে ভালো রেটিং দেখে যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করে,
যেভাবে আপনি আপনার রেজাল্ট খুজবেন:
-Examination: SSC/ Dakhil / Equivalent
-Year: 2019
-Board: your board name
-Roll: your roll
-Registration: Your registration number
-Fill up the number you see
-Submit
সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন