রিলেটিভ স্ট্রেনথ ইনডেক্স (RSI)

রিলেটিভ স্ট্রেনথ ইনডেক্স (RSI) একটি মোমেন্টাম ইন্ডিকেটর। ওয়েলেস উইল্ডার এই ইন্ডিকেটরটি আবিষ্কার করেছিলেন। RSI নির্দিষ্ট টাইম পেরিয়োডের আপ ও ডাউন ক্লোজিং প্রাইসের তুলনা করে মুভ করে।

 

RSI এর ব্যবহার

আপট্রেন্ড – যখন RSI ৫০ লেভেলের উপরে যায়।

ডাউনট্রেন্ড – যখন RSI ৫০ লেভেলের নিচে যায়।

RSI ৭০ লেভেলের উপরে – মার্কেট ওভারবট।

 

RSI ৭০ লেভেলের উপরে মুভ করা – আপট্রেন্ড ক্রমাগত শক্তিশালী হচ্ছে।

RSI ৭০ লেভেল থেকে নিচে নামছে – ডাউট্রেন্ডের আভাস অথবা ট্রেন্ড কারেকশন।

RSI ৩০ লেভেলের নিচে – মার্কেট ওভারসোল্ড।

 

RSI ৩০ লেভেলের নিচে মুভ করা – ডাউনট্রেন্ড ক্রমাগত শক্তিশালী হচ্ছে।

RSI ৩০ লেভেল থেকে উপরে – আপট্রেন্ডের আভাস অথবা ট্রেন্ড কারেকশন।

 

নিচের চার্টটিতে RSI এর ব্যবহার সম্পর্কে যা বলা হয়েছে তা বের করতে চেষ্টা করুন।

ওভারবট/ওভারসোল্ড সবসময় সঠিক সিগন্যাল দেয় না। আপনার RSI সঠিকভাবে পড়তে হলে সিগন্যালকে ফিল্টার করতে হবে। যদি ওভারবট/ওভারসোল্ড ট্রেড করতে চান তাহলে RSI এর ওভারবট/ওভারসোল্ড বের হওয়া পর্যন্ত অপেক্ষা করা ভাল হবে। অনেক ট্রেডাররা আবার ৫০ লেভেল বাই সেল ডিসিসনের জন্য ব্যবহার করে থাকে। আমরা ৩ ভাবে RSI দিয়ে ট্রেড সিগন্যাল পেতে পারি:

  • ওভারবট/ওভারসোল্ড
  • RSI ট্রেন্ডলাইন
  • ডাইভারজেন্স

ওভারবট/ওভারসোল্ড

উপরের চার্টে দেখতে পাচ্ছেন যে ওভারবট/ওভারসোল্ড জোন থেকে বের হওয়া মানেই ভাল সিগন্যাল না। দেখুন যে কিভাবে RSI ওভারবট জোন থেকে বের হয়ে ওভারসোল্ড জোনে গিয়েছে আর প্রাইস ও তার সাথে বেড়েছে। RSI ওভারসোল্ড জোন থেকে নিচে নামছে কিন্তু প্রাইস বেশি নিচে নামেনি। চার্টের মাঝপথে আপনি ফ্ল্যাট মার্কেট দেখতে পাচ্ছেন আর সেই সময় RSI আপনাকে ফলস সিগন্যাল দিচ্ছে।

 

RSI ট্রেন্ডলাইন: অনেক ট্রেডাররা RSI তে ট্রেন্ডলাইন ড্র করে থাকেন। তারা দেখেন যদি RSI ট্রেন্ডলাইন না ব্রেক তরে তাহলে ট্রেন্ড বিস্তার করতে পারে।

উপরের চার্টে প্রথম যে ট্রেন্ডলাইটা দেখছেন সেটাতে ট্রেন্ডলাইন ব্রেক করেছে কিন্তু প্রাইস নিচে নামেনি। পরের ২ টা ট্রেন্ডলাইনে লক্ষ্য করলে দেখবেন যে সেগুলো ভালভাবে সাপোর্ট ও রেজিস্টেন্স হিসেবে কাজ করছে।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!