“মাইক্রোসফট ওয়ার্ড সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – Word Processing ( এমএস ওয়ার্ড)
১। SAVE ও SAVE AS এর পার্থক্য কী ?
অথবা ,SAVE ও SAVE AS এর মাঝে ১ টি পার্থক্য লেখ?
উত্তর:কোনো ডুকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মতো সেভ করতে চাইলে Save ব্যবহার করা হয়। আর পূর্বের কোনো ডকুমেন্ট এ নতুন কোনো অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save as ব্যবহার করা হয়।
২। Merge Cells বলতে কী বুঝায়?
Merge Cells এর কাজ কী?
উত্তর:একাধিক সেল একেত্তিত করাকে Merge Call বলা হয়।
৩। ইংরেজি শব্দের প্রতিশব্দ কিভাবে বের করতে হয় লেখ?
উত্তর:Tools menu>Spelling and Grammar >spelling and ,Grammar Dial Box হতে Suggestion এ প্রতিশব্দ দেখা যাবে ।
৪ । MS -Word এ কীভাবে page set up /Margin set up করা যায় তা বর্ণনা কর?
উত্তর:File >page setup >page setup Dialog Box থেকে Left right ,top ,Bottom option প্রয়োজনীয় মার্জিন সিলেক্ট করে Ok ুিদতে হবে।
৫। MS-Word এ মেইল মার্জ বলতে কী বুঝায়?
অথবা ,মেইল মর্জ কাকে বলে।
অথবা ,মেইল মাজ কী
অথবা,মেইল মার্জ করা বলতে কী বুঝায়?
উত্তর:একই চিঠি মেইলিং লেবেল যদি বিভন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়,তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একএ করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অর্থাৎ একটি চিঠি বিভিন্ন ঠিকনায় পাঠানোই হলো মেইল মার্জ।
৬। MS-World এ ম্যাক্রো ব্যবহার সুবিধা উল্লেখ কর?
উত্তর:MS-World এ ম্যাক্রো ব্যবহারের সুবিধাসমূহ হলো:
ক.এক কাজ বার বার করার প্রয়োজন হয় না।
খ.কম সময়ে অনেক বেশি কাজ সম্পন্ন করা যায়।
গ.নির্ভুল কাজ সম্পাদন করা যায়।
৭।Column Break করার জন্য কী বোর্ড থেকে প্রদত্ত কমান্ড কী?
উত্তর:ALT+I,B,C,ENTER
৮। Macro কী?
উত্তর:একটি কমান্ডের সমষ্টিকে Macro বলে।
৯। MS-World এ Mail Merge ব্যবহারের সুবিধা উল্লেখ কর।
উত্তর:Mail Merge ব্যবহারের ফলে একটি চিঠি অনেক ঠিকানায় প্রেরণের সুবিধা পাওয়া যায়।
১০। Ctrl+Z কমান্ডের কাজ লেখ।
উত্তর:Undo করার জন্য।
১১। কী –বোর্ড থেকে প্রদত্ত প্রিন্ট কমান্ডটি লেখ।
উত্তর:Ctrl +P
১২। File Menu Bar এ ব্যবহৃত চারটি Sub -Menu এর নাম লেখ।
উত্তর:Save,Save As ,print,Page setup,New file ,open file.
১৩।ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো উল্লেখ কর?
উত্তর:File>print>Print dialog box হতে প্রয়োজনীয় Option select করে Ok.
১৪। Paste এ শর্টকার্ট কমান্ড কী?
অথবা,Ms Word এ copy ও past এর keyboard command লেখ।
উত্তর:copy command :Ctrl+C
paste command :ctrl+V
১৫। Ms World এ Column কোন মেন্যুর অধীনে?
উত্তর: Format menu.
১৬Page set UP কাকে বলে ?
উত্তর:এমএস অফিস এর কোনো প্রোগ্রামে কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটা প্রিন্ট দিতে হলে ,কোন আকারের পৃষ্ঠা ব্যবহার হবে ,পৃষ্ঠার মার্জিন কতটুকু হবে এসব কিছু কে একত্তে পেজ সেট আপ বলা হয়।
১৭। Header কী?
উত্তর:প্রতিটি পৃষ্ঠার মার্জিনের উপরের অংশই হলো হেডার।
১৮। একটি English Font এবং একটি Bangla Font এর নাম লেখ?
উত্তর:বহুল প্রচলিত English Font হলো Times New Roman এবং Bangla font হলো Sutonnymj.
১৯। ফাইল সেভ করলে কী ঘটে ?
উত্তর:ফাইল সেভ করলে একটি নির্দিষ্ট নামে কোনো একটি ডকুমেন্টকে সংসক্ষণ করা যায় ।
২০। Bijoy Keyboard এর Bangla to English বা English to Bangla করার শর্টকার্ট ,কী, কোনটি ?
উত্তর:Ctrl+Alt+B
২১। Footnote কী?
ডকুমেন্ট Footnote ব্যবহার করা হয় কেন ?
উত্তর:প্রতিটি পৃষ্ঠার নিচে টীকা লেখা হলো ফুটনোট ।
২২। Ms Word এ Text alignment কয় প্রকার লেখ?
উত্তর:৪ প্রকার যথা – Left ,Right ,Center , Justify .
২৩। Print preview এর কাজ কী?
উত্তর:কোনে ডকুমেন্ট print করার পূর্বে তা দেখার জন্য Print Preview ব্যবহৃত হয়।
২৪। বিজয় ৫২ কে তৈরি করেছেন?
উত্তর: মোস্তফা জব্বার।
২৫। MS word এর menu bar এ ব্যবহৃত menu গুলোর নাম লেখ?
উত্তর:File,Edit, View ,Insert ,Format ,Tools ,Table, Window ,Help.
২৬। Document close করার কী বোর্ড কমান্ড লেখ?
উত্তর:Ctrl+W
২৭। MS Word এ Ctrl+Dকমান্ডটি প্রয়োগ করলে কী আসে?
উত্তর:Font ডায়ালগ বক্স প্রদর্শিত হয়।
২৮।কোনো প্যারাকে Left Right এবং Center করার কী বোর্ড কমান্ড লেখ?
উত্তর:ব্লক করার পর Ctrl +L,Ctrl+R ,Ctrl+E এ ছাড়া Justify এর জন্য Ctrl+Z ব্যবহার করা হয়।
২৯। ক্ষ,লেখতে কী বোর্ড থেকে ইংরেজি কোন কোন কী, চাপতে হবে?
উত্তর:ক+জি+ষ(J, G, Shift +N)
৩০। MS Word এ Page set up করার ধাপ উল্লেখ কর
উত্তর:(i)Page setup dialog Box open
(ii)margin change (iii)paper size change
(iv)paper source change (v)page layout করণ।
৩১।এম এস ওয়ার্ড কী ধরণের সফটওয়্যার ?
উত্তর:এম এস ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সপটওয়্যার ।
৩২। Row/ Column Auto Fit কেন করা হয়?
উত্তর:Row/ Column এর Height এবং Width স্ট্যন্ডর্ড সাইজ রাখার জন্য Auto Fit ব্যবহার করা হয।
৩৩। Word art কী?
উত্তর:World art হলো এমএস ওয়ার্ডে ব্যবহৃত একটি বিশেষ ইফেক্ট। এর মাধ্যমে ডকুমেন্টের টেক্সটকে ডেকোরেটিভ করে তোল যায়।
৩৪। নতুন file খোলার জন্য কী Command ব্যবহার করা হয়।
উত্তর:Ctrl+N.
৩৫। লুকানো Column খুঁজে বের বরতে কী ব্যবহার করা হয ?
উত্তর: Select all column >Home >format >Visibility> Hides,Unhide>Columns .
OR , Column বা Column গুলোর বামে ও ডানের Column select করতে হবে।
Format মেনুর Column অপশনের Unhide ক্লিক করতে হবে।
৩৭। title case এ একটি বাক্য লেখ?
উত্তর:A quick brown fox jumps over the lazy dog. এ ক্ষেত্রে অর্থাৎ title case এ প্রতিটি Word এর প্রথম অক্ষর capital হবে।
৩৮।কোনো লেখাকে বড় করার কী বোর্ড কমান্ড কী?
উত্তর:Ctrl +}
৩৯। File ও Record এর মাঝে ১ টি পার্থক্য লেখ?
উত্তর: ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধীনে যে সব তথ্যাবলি সারি বা সারিসমূহে এন্টি তরা গয় উক্ত প্রতিটি সারির তথ্যাবলি সমষ্টি হলো রেকর্ড । অপরদিকে ফাইল হচ্ছে এক বা একাদিক টেবিল বা তথ্যের আধার ।
৪০। table merge করা বলতে কী বুঝায়?
উত্তর:দুটো টেবিলকে এক করাকে টেবিল মার্জ করা বলে।
৪১। A4 সাইজের কাগজের দেঘ্র্য ও প্রস্থ কত ইঞ্চি?
উত্তর: A4 সাইজের কাগজের দৈঘ্র্য ও প্রস্থ যথাক্রমে ১১.৬৯”ও ৮.২৭” ।
৪২। Word Processing কাজে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়।?
উত্তর:এমএস ওয়ার্ড ব্যবহৃত হয়।
৪২। MS word এর Ribbon এ ব্যবহৃত চারটি sub menu এর নাম হচ্ছে ?
উত্তর:Ms Word এর Ribbonএ ব্যবহৃত চারটি sub menu হচ্ছে।
New, Open ,Save এবং Close.
৪৩। Mail merge কন ব্যবহৃত করা হয় ?
উত্তর: একই চিঠি মেইলিং লেবেল বা বিঙ্গপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয় তখন গধরষ সবৎমব ব্যবহার করা হয়।
৪৪। দুটি বাংলা ফন্টে নাম লেখ?
উত্তর:দুটি বাংলা ফন্টের নাম হলো:
(i)Nikosh (ii)NikoshBAN
সঠিক উত্তর:
১।এমএস ওয়ার্ড হলো?
ক.ডাটা প্রসেসর খ.মেইল মার্জিং প্যাকেজ
গ.ওয়ার্ড প্রসেসর ঘ. স্প্রেডশিট
উত্তর:ওয়ার্ড প্রসেসর ।
২।এমএস ওয়ার্ড হলো।
ক.স্প্রেডশিট প্যাকেজ খ.ডাটাবেস প্যাকেজ
গ.ব্রাউজিং প্যাকেজ ঘ.ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ
উত্তর:.ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ।
৩। Microsoft Word নিচের কোন ধরনের প্রোগ্রাম?
ক.Word processing program খ. Spreadsheet program
গ. Database program ঘ.Desktop program.
উত্তর:Word processing program .
৪। প্রিন্ট ডায়ালগ বক্স এর জন্য কী বোর্ড কমান্ড কোনটি?
ক.Ctrl+P খ.Ctrl+N
গ. Ctrl+Q ঘ.Ctrl+E
উত্তর:.Ctrl+P .
৫। MS Word এ টেস্ট অ্যালাইনমেন্ট কত প্রকার?
ক .২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: ৪
৬। MS Word এর file এর Extension Name হলো?
ক.exl খ. dbs গ. doc ঘ. ms
উত্তর:doc
৭। নতুন ডকুমেন্ট তৈরির কমান্ড কোনটি।
ক. Ctrl+M খ.Ctrl+Alt+ N
গ. Alt+N ঘ.Ctrl+N
উত্তর:Ctrl+N.
৮।ফইল সেভ করার কমান্ড কোনটি ?
ক.Ctrl+M খ. Ctrl +Alt+S
গ. Ctrl+ W ঘ.Ctrl +S
উত্তর: ঘ.Ctrl +S
৯।ডকুমেন্ট ব্লক করা অংশ কেটে অন্য প্রেস্ট করার কী বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl +V,Ctrl+X খ.Ctrl+V
গ. Ctrl +X,Ctrl+V ঘCtrl+X
উত্তর: Ctrl+X
১০। Undo কী বোর্ড কমান্ড কোনটি?
ক.Ctrl+Z,Ctril+Y খ. Ctrl+Y
গ.Ctrl+X,Ctrl+V ঘ.Ctrl+Z
উত্তর:.Ctrl+Z
English question answer from Microsoft word or word processing
1. The program used for word processing is called- package program;
2. Key board is joined with computer like type writer for Input data;
2. Shift key helps to write English capital letters form key board;
4. Caps Lock is the function of display English capital letter;
5. Auto correction is possible in English language software;
6. The line at the top of File, Edit, View in a document is called- Title bar;
7. “G” button is used for link in time of Bengali text;
8. The weekly Anandapatra published in 1987 by Mostafa Jabbar;
9. To delete a sentence, the command is- press delete button after selecting the sentence;
10. Different size of characters in word processing software is called as- Font;
11. Mail merge is- Prepare a document from two file;
12. Move cursor is done by arrow key;
13. Point is the unit of measure character;
14. To select a paper size, the command is- page set up from file;