কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৬ (জুলাই-সেপ্টেম্বর)

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৬ (জুলাই-সেপ্টেম্বর)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৬

 জুলাই-সেপ্টেম্বর ২০১৬ সেশন

 [পরিক্ষার তারিখ ঃ ৩০/ ০৯/ ২০১৬]

 

  • অতি সংক্ষেপে উত্তর দাও ?

১। Application Software কী ?

উত্তর ঃ ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরনের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপলিকেশন সফটওয়্যার বলে ।

২। কয় Bit-G 1Byte

উত্তর ঃ 8 Bit-G 1Byte

৩। Slide animation প্রদর্শন করার কমান্ড কী ?

উত্তর ঃ Shift +F5

৪। WWW-Gi পূর্ণরূপ কী ?

উত্তর ঃ World Wide Web

৫। Operating System বলতে কী বুঝায় ?

উত্তর ঃ অপারেটিং সিস্টেম হলো কতকগুলো  program  এর সমষ্টি, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রন, পর্যবেক্ষন ও তত্ত্বাবধান করে।

৬। একটি Antivirus  সফটওয়্যার এবং দুটি  Input DeviceGi নাম লেখ ।

উত্তর ঃ Antivirus software : Norton Antivirus.

Input Device : Mouse, Keyboard.

৭। Mail মার্জ করা কাকে বলে ?

উত্তর ঃ একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।

৮। BIOS কী ?

উত্তর ঃ Basic Input Output System

৯। এম এস পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার ?

উত্তর ঃ MS Power point একটি Presentation software

১০। স্পেডশিট বলতে কী বুঝায় ?

উত্তর ঃ মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্পেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম।

  • সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর

১১। Legal কাগজের সাইজ হলো –

উত্তর ঃ 8.5”x14”

১২। SQL-Gi পূর্ণরূপ কী ?

উত্তর ঃ Structured Query Language

১৩। CPU হচ্ছে-

উত্তর ঃ Central Processing Unit

১৪। স্ক্যানার হচ্ছে একটি ……… ডিভাইস।

উত্তর ঃ Input Device

১৫। কী বোর্ডের ফাংশন ‘কী’…….. টি।

উত্তর ঃ ১২ টি

১৬।  Data sort —- প্রকার

উত্তর ঃ ২ প্রকার

১৭। ROM -এর পূর্ণরূপ –

উত্তর ঃ Read Only Memory

১৮। Undo  করার জন্য সংক্ষিপ্ত Command হলো –

উত্তর ঃ Ctrl+z

১৯। Computer এর প্রথম প্রোগ্রাম রচয়িতার নাম –

উত্তর ঃ লেডি অ্যাডা আগাস্টা

২০। MS Powerpoint একটি — Software

উত্তর ঃ Presentation

২১। RAM এর পূর্ণরূপ –

উত্তর ঃ Random Access Memory

২২। A4  সাইজ কাগজের পরিমান হচ্ছে –  

উত্তর ঃ 8.27” x 11.69”

২৩। Excel এর Row সংখ্যা —– টি।

উত্তর t2003 ভার্ষণে ঃ ৬৫৫৩৬

2007 ভার্ষণে ঃ ১০৮৫৭৫

২৪। Recycle Bin ফোল্ডারে —— ফাইল জমা থাকে।

উত্তর ঃ মুছে ফেলা ।

২৫। । স্ক্যানার এক প্রকার……… ডিভাইস।

উত্তর ঃ ইনপুট ডিভাইস

  • সত্য হলে এবং মিথ্যা হলে মি লেখ

২৬। Computer-Gi Virus একটি জীবানু ।

উত্তর ঃ মি

২৭। Folder-Gi ভেতর File ও folder উভয়ই থাকতে পারে।

উত্তর ঃ

২৮। Hard disk একটি Porcessing ডিভাইস ।

উত্তর ঃ মি

২৯। Windows 7 একটি Application Software.

উত্তর ঃ মি

৩০। Pen drive -কে ফ্লাশ মেমরি বলা হয়।

উত্তর ঃ

৩১। Cut করার কী-বোর্ড কমান্ড Ctrl +x.

উত্তর ঃ

৩২। Google একটি সার্চ ইঞ্জিন নয়।

উত্তর ঃ মি

৩৩। মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Sign in-G ক্লিক করতে হয় ।

উত্তর ঃ মি

৩৪। A-Z নিউমেরিক Key

উত্তর ঃ মি

৩৫। Ram একটি স্থায়ী মেমরি । দু’

উত্তর ঃ মি

৩৬। ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশ বিশেষ ।

উত্তর ঃ

৩৭। Data sort দু’প্রকার ।

উত্তর ঃ                           

৩৮। Mother board কম্পিউটারের প্রক্রিয়াকরন অংশ ।

উত্তর ঃ মি

৩৯। MS Powerpoint দিয়ে Presentation তৈরি করা হয় ।

উত্তর ঃ

৪০। Save এর কী-বোর্ড কমান্ড Ctri + P

উত্তর ঃ মি

  • সঠিক উত্তরটি লেখ ঃ

৪১।  Undo-Gi কী বোর্ড কমান্ড কোনটি ?

(ক) Ctrl +C                              (খ) Ctrl +P

(গ) Ctrl +V                              (ঘ) Ctrl +Z

উত্তর ঃ (ঘ) Ctrl +Z

৪২। Data base প্রোগ্রাম-

(ক) Word perfect                   (খ) MS-Excel

(গ) MS-Word              (ঘ) MS-Access

উত্তর ঃ (ঘ) MS-Access

৪৩। বিজয় চালু করতে চাপতে হয়-

(ক) Ctrl+ Shift+ B                    (খ) Ctrl+ Alt+ B

(গ) Ctrl+ Alt+ A                       (ঘ) Ctrl+B

উত্তর ঃ (খ) Ctrl+ Alt+ B

৪৪। এক কিলোবাইট সমান কত ?

(ক) ১০২৪ বাইট          (খ) ১০১৪ বাইট

(গ) ১১২৪ বাইট                       (ঘ) ১০১১ বাইট

উত্তর ঃ (ক) ১০২৪ বাইট

৪৫। LAN শব্দের পূর্ণরূপ কোনটি ?

(ক) Local Area Network                                 (খ) Lokal Area Network

(গ) Local Assemeble Network                        (ঘ) Legal Assemeble Network উত্তর ঃ (ক) Local Area Network

৪৬। ICT এর পূর্ণরূপ কোনটি ?

(ক) Information Communication and Technology

(খ) Information and Communication Technology

(গ) Information Computer Technology

(ঘ) International Commercial Trading

উত্তর ঃ (খ) Information and Communication Technology

৪৭। File Close এর কী বোর্ড কমান্ড কোনটি ?

(ক) Ctrl + O    (খ) Ctrl + W

(গ) Alt + O                              (ঘ) Ctrl + F4 উত্তর ঃ (ঘ) Ctrl + F4

৪৮। নিচের কোনটি সহায়ক মেমরি ?

(ক) Hard Disk                         (খ) Floppy disk

(গ) CD-ROM                           (ঘ) Cache

উত্তর ঃ (ঘ) Cache

৪৯। Print এর শর্টকাট কমান্ড কোনটি ?

(ক) Ctrl + Y                 (খ) Ctrl + X

(গ) Ctrl + P                  (ঘ) Ctrl + Z

উত্তর ঃ (গ) Ctrl + P

৫০। একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেকটার ব্যবহার করা হয় ?

(ক) ৪০টি                     (খ) ৩৩টি

(গ) ২১টি                     (ঘ) ৬৪টি

উত্তর ঃ (ঘ) ৬৪টি

  • Translate into English

৫১। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ।

উত্তর ঃ Dhaka stands on the Buriganga.

৫২। আমি দেশকে ভালোবাসি।

উত্তর ঃ I love my country.

৫৩। তোমার মাতার নাম কী ?

উত্তর ঃ What is your mother’s name ?

৫৪। আমি একজন দক্ষ কারিগর হব ।

উত্তর ঃ Ishall/will be a skilled technician.

  • Answer the following questions in English

৫৫। How old are you ?

উত্তর ঃ I am 18 years old.

৫৬। What is the capital of Bangladesh ?

উত্তর ঃ The capital of Bangladesh Dhaka.

৫৭। Where are you working ?

উত্তর tI am warking in a factory.

  • Fill in the blanks with correct word

৫৮। Bangladesh became independent in………

(i)1947 (ii) 1991

(iii)1971           (iv) 1972

উত্তর ঃ (iii)1971

৫৯। ……. a letter to your father

(i)Make     (ii)Read     (iii) Write

উত্তর ঃ (iii) Write

৬০। He is …….. honest man.

(i)an     (ii)a     (iii) the

উত্তর ঃ (i)an

 

 

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top