Computer Network and Internet কম্পিউটার নেটওয়ারর্ক ও ইন্টারনেট -২

  1. Network এর ringসংগঠন হচ্ছে বৃত্তাকার;
  2. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের- LAN, MAN, WAN;
  3. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালুহয় ১৯৯৪ সালে।
  4. LAN এবং LAN Topology- BUS, STAR, RING;
  5. Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
  6. কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কি বলা হয়? উত্তর: নেটওয়ার্ক।
  7. নেটওয়ার্ক হল- উত্তরঃ কম্পিউটারের অন্তঃযোগাযোগ।
  8. কম্পিউটারের নেটওয়ার্ক কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার।
  9. LAN দ্বারা বুঝায়- উত্তরঃ লোকাল এরিয়া নেটওয়ার্ক।
  10. খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটারসমূহ হয়ে থাকে কোনটি? উত্তরঃ লোকাল এরিয়া নেটওয়ার্ক।
  11. যে সকল নেটওয়ার্ক দূরবর্তী স্থানসমূহের জন্য করা হয় তাকে কী বলা হয়? উত্তরঃ WAN
  12. একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগকারী মাধ্যম কত প্রকারের হতে পারে? উত্তরঃ ৩ প্রকার।
  13. নেটওয়ার্ক সিস্টেম ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কী বলে? উত্তরঃ সার্ভার।
  14. নিচের কোনটি লোকল এরিয়া নেটওয়ার্কের সংগঠন নয়। উত্তরঃ ডেলটা সংগঠন।
  15. টপোলজি কী? উত্তরঃ নেটওয়ার্ক সংগঠন।
  16. নেটওয়ার্কভূক্ত কম্পিউটারসমূহের অবস্থান এবং সংযোগ বিন্যাসকে বলে- উত্তরঃ টপোলজি।
  17. লোকাল এরিয়া নেটওয়ার্কে কয়টি সংগঠন রয়েছে? উত্তরঃ ৬টি ।
  18. নিচের কোনটি লোকাল এরিয় নেটওয়ার্কের টপোলজি? উত্তরঃ বাস টপোলজি।
  19. নেটওয়ার্কের রিং সংগঠন হচ্ছে- উত্তরঃ বৃত্তাকার।
  20. মডেম একটি- উত্তরঃ তথ্য আদান-প্রদানের যন্ত্র।
  21. কোনটি ইন্টারনেট সংযোগকারী যন্ত্র নয়? উত্তরঃ প্ল¬টার।
  22. ইন্টারনেট সংযোগ নিতে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন নেই? উত্তরঃ ইউপিএস।
  23. ইন্টারনেটের জন্য কোনটির প্রয়োজন নেই? উত্তরঃ ডিজিটাল ক্যামেরা।
  24. ইন্টারনেট সংযোগ নিতে কোনটির প্রয়োজন হয় না? উত্তরঃ প্রিন্টার ।
  25. FTP- এর অর্থ কী? উত্তরঃ File Transfer Protocal.
  26. ইন্টারনেট ডকুমেন্ট? উত্তরঃ Web page, Gopher, FTP File.
  27. ইন্টারনেট ডকুমেন্ট এর ঠিকানাকে কী বলে? উত্তরঃ
  28. ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কী বলে? উত্তরঃ নেটিজেন।
  29. E-mail ঠিকানায় Com দ্বারা কী বুঝায়? উত্তরঃ
  30. ইন্টারনেট ভিত্তিক কোন ব্যবসায় সব ধরনের তথ্য অন্তর্ভুক্ত থাকে? উত্তরঃ
  31. কত সাল থেকে বাংলাদেশে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয়? উত্তরঃ ১৯৯০ সাল।
  32. কম্পিউটার নেটওয়ার্কের জগতে প্রথম পদক্ষেপ- উত্তরঃ ARPA net.
  33. বিশ্বের বড় বড় গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে তথ্য আদান-প্রদান জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়? উত্তরঃ ইন্টারনেট।
  34. তথ্য আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনের এ ব্যবস্থাটি ইন্টারনেট নামে অভিহিত হতে শুরুকরে- উত্তরঃ ১৯৯৪ সাল।
  35. ইন্টারনেটের শব্দটি প্রথম ব্যবহৃত হয়- উত্তরঃ ১৯৯৪
  36. ইন্টারনেটের প্রকৃত যাত্রা শুরুহয় কত সালে? উত্তরঃ ১৯৬৯ সাল।
  37. নিচের কোনটি ইন্টারনেট ওয়েব ব্রাউজিং ও ই-মেইল করার জন্য প্রয়োজনীয় সফ্‌টওয়ার নয়? উত্তরঃ Internet Express.
  38. ISP-Gi বিস্তারিত রূপ কোনটি? উত্তরঃ Internet Service Prvider
  39. টেলিফোন আবিস্কৃত হঃয় কত সালে? উত্তরঃ ১৭৮৬ সালে।
  40. WWW বলতে কী বুঝায়? উত্তরঃ World Wide Weater.
  41. কোন দেশের বিজ্ঞানিগণ www নামে ব্যবস্থাটিত প্রথম উদ্ভাবন করেন? উত্তরঃ সুইজারল্যান্ড।
  42. এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউারের সংযোগের মাধ্যম কয় ধরনের হতে পারে? উত্তরঃ চার
  43. নেটওয়ার্কের রিং সংগঠন হচ্ছে- উত্তরঃ বৃত্তাকার।
  44. কোন সংগঠনের নেটওয়ার্ক হচ্ছে বৃত্তাকার? উত্তরঃ রিং সংগঠন।
  45. কোন টপোরজিতে কোন হোস্ট কম্পিউটার থাকে না? উত্তরঃ রিং টপোলজি।
  46. নেটওয়ার্কের কোন ধরনের হোস্ট কম্পিউটার অপিহার্য? উত্তরঃ স্টার সংগঠন।
  47. একটি কেন্দ্রীয় নিয়ন্দ্রণকারী কমিপউটারের সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার সংগঠন কী বলে? উত্তরঃ স্টার সংগঠন।
  48. কোন সংগঠনে নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান প্রদান করতে পারে না। উত্তরঃ স্টার সংগঠন।
  49. তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেটে কিছু অভ্যান্তরীণ নিয়ম নীতি রয়েছে। এ নিয়ম নীতিগুলোকে বলা হয় উত্তরঃ প্রটোকল।
  50. UUCP প্রটোকলটিরা পূর্ণ নাম কী? উত্তরঃ UNIX to UNIX Copy Program.
  51. Nic কী? উত্তরঃ Network Interface card.
  52. কোনটি ইন্টারনেটের সেবা নয়? উত্তরঃ ছবি আঁকা।
  53. প্রটোকল কী? উত্তরঃ তথ্য আদান প্রদানের নিয়নমীতি।
  54. TCP/IP একটি- উত্তরঃ ইন্টারনেট প্রটোকল।
  55. কত সালে মার্ক এন্ড্রিসন মোজাইক নামের ব্রাউজার তৈরি করেন? উত্তরঃ ১৯৯৩ সাল।
  56. কে ১৯৯৩ সালে মোজাইম নামক একটি ব্রাউজার তৈরি করেন? উত্তরঃ মার্ক এন্ড্রিসন।
  57. প্রথম আবিষকৃত ব্রাউজারের নাম কী? উত্তরঃ মোজাইক।
  • অন্য তথ্যের সাথে সংযোগ স্থাপন করতে পারে এমন একটি তথ্য উপস্থাপনের পদ্ধতির নাম কী? উত্তরঃ Modem.
  • ইন্টারনেট লিংক থেকে লিংক গমন করাকে বলা হয়- উত্তরঃ নেভিগেশন।
  • Com কী? উত্তরঃ ‍Search Engine.
  • ই-মেইল পদ্ধতি হল- উত্তরঃ ইলেকট্রনিক ডাক যোগাযোগ।
  • ই-মেইল অর্থ হল- উত্তরঃ ইলেকট্রনিক মেইল।
  • E-Mail হচ্ছে- উত্তরঃ Electronic Mail.
  • আন্তর্জাতিক যোগাযোগ কম্পিউটার ব্যবহারে উলে¬খযোগ্য ক্ষেত্র হল- উত্তরঃ E-Mail.
  • ই-মেইল এর সাহায্যে পাঠানো যায়- উত্তরঃ সংবাদ।
  • ওয়েবের প্রতিটি ঠিকানা শুরুহয় কোনটি দিয়ে? উত্তরঃ
  • E-Mail ঠিকানা কত ভাগে বিভক্ত? উত্তরঃ ২ ভাগে।
  • E-Mail ঠিকানায় @এর আগে কঃী থাকে? উত্তরঃ ব্যবহারকারীর নাম।
  • E-Mail ঠিকানায় @ চিহ্নের পরের প্রথম শব্দটি হল- উত্তরঃ Host machine name.
  • ই-মেইল অ্যাড্রেসের সাথে নিচের কোনটি যুক্ত থাকলে বানিজ্যিক প্রতিষ্টানকে বুঝায়? উত্তরঃ
  • E-Mail ঠিকানায় ডোমেন নামের সর্বশেষ অংশটিকে কী বলে? উত্তরঃ
  • TLD কী? উত্তরঃ Top Level Domain.
  • কোনটি E-mail account তৈরির ওয়েব সাইট? উত্তরঃ yahoo
  • HTML একটি- উত্তরঃ টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা।
  • ওয়েব ব্রাউজার নয় কোনটি? উত্তরঃ Google
  • http এক ধরনের- উত্তরঃ প্রটোকল।
  • ওয়েব পেজ ফাইলের বর্ধিত নাম কোনটি? উত্তর: http

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top