গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৩ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি-জুন)

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৩ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি-জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৩

জানুয়ারি-জুন /এপ্রিল-জুন ২০১৩ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া

 

১।কোন অপশনের মাধ্যমে চার কালারের কাজকে তিন কালারের করা যায়?

(ক)Inverse

(খ)Curves

(গ)Hue/Satiations

(ঘ)Duplicate

উত্তরঃ(ক)Inverse

২।সাউন্ড এডিট এর ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক)Window-Paanels-Sound

(খ)File-Open-Sound

(গ)Format-Sound-Edit

(ঘ)View-Edit-Sound

উত্তরঃ(ক)Window-Paanels-Sound

৩।ফ্লাশ এর মুভিতে কয় ধরনের Symbol ব্যবহার করা হয়?

(ক)২ ধরনের

(খ)৩ ধরনের

(গ)৪ ধরনের

(ঘ)৫ ধরনের

উত্তরঃ(খ)৩ ধরনের

৪।HTML এর পূর্ণরূপ কোনটি?

(ক)Hyper Text Markup Language

(খ)High Technology Mial Level

(গ)Hyleble Text of Multi Letter

(ঘ)Higher Technology of Main Lnguage

উত্তরঃ(ক)Hyper Text Markup Language

৫।Macromedia Flash কোন ধরনের প্রোগ্রাম?

(ক)ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম

(খ)ডাটাবেস প্রোগ্রাম

(গ)অ্যাকাউন্টিং প্রোগ্রাম

(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম

উত্তরঃ(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম

৬।Adjust color balance এর কী বোর্ড কমান্ড কোনটি?

(ক)Ctrl-B

(খ)Shift-Ctrl-B

(গ)Alt-B

(ঘ)Shift+Alt-T

উত্তরঃ(গ)Alt-B

৭।Margin Guides এর কয়টি Field আছে?

(ক)৫ টি

(খ)৩ টি

(গ)৪ টি

(ঘ)২ টি

উত্তরঃ(ঘ)২ টি

৮।Get Text অপশন এর কাজ কী?

(ক)Text Import করার জন্য

(খ)File Import করার জন্য

(গ)Object Import করার জন্য

(ঘ)Picture Import করার জন্য

উত্তরঃ(ক)Text Import করার জন্য

৯।বৃত্ত তৈরির জন্য কোন টুলটি ব্যবহার করা হয়?

(ক)Star tool

(খ)Spirl tool

(গ)Ellipse tool

(ঘ)Plygon tool

উত্তরঃ(গ)Ellipse tool

১০।Document lock করলে-

(ক)Image নড়াচড়া করা যায় না

(খ)Image নড়াচড়া করা যায়

(গ)Image কপি করা যায়

(ঘ)Image মুছে ফেলা যায়

উত্তরঃ(ক)Image নড়াচড়া করা যায় না

১১।Tool box থেকে …………….প্রকার tool নির্বাচন করা যায়।

উত্তরঃচার

১২।গ্রাফিক্স ইফেক্টস সুষ্টি করতে পারে……………..।

উত্তরঃলেয়ার Crops ব্যবহার করে।

১৩।HTTP এর পূর্ণরূপ ………………………….।

উত্তরঃHyper Text Transfer Protocol

১৪।,মুভির প্রতিটি লাইন ………………দেখায়।

উত্তরঃটাইম লাইন

১৫।কোনো Object কে Import করার কমান্ড……………।

উত্তরঃFile>Import

১৬।লেখা বা চিত্রকে সচল করা হয়……………দিয়ে।

উত্তরঃঅ্যানিমেশন

১৭।Bitmap হচ্ছে বিশেষ এক ধরনের………………..।

উত্তরঃগ্রাফিক্স ডিজাইন

১৮।GIF এবং JPEG এর ফাইল আকারে…………….।

উত্তরঃছোট

১৯।GPRS এর পূর্ণরূপঃ………………………….।

উত্তরঃ।General Packet Radio Service .

২০। ১০০% Alpha অর্থ হলঃ……………………..।

উত্তরঃগাঢ় রং

২১।Print area তে অবস্থিত Image কে প্রিন্ট করা যায়।

উত্তরঃ”স”

২২।Quark Xpress Text Editing Graphics.

উত্তরঃ”স”

২৩।GPRS Internet Connection এ টেলিফোন লাইন প্রয়োজন।

উত্তরঃ”মি”

২৪।URL এর পূর্ণরূপ হচ্ছে  Uniform Resource Locator ।

উত্তরঃ”স”

২৫।Type mask tool দিয়ে হরিজন্টাল লেখা যায়।

উত্তরঃ”স”

২৬।Zoom Out এর কাজ ইমেজ ছোট করা।

উত্তরঃ”মি”

২৭।Go to page এর কাজ নির্দিষ্ট পেইজে যাওয়া।

উত্তরঃ”স”

২৮।প্যাটার্ন তৈরির পর তা সম্পাদন করা যায় না।

উত্তরঃ”স”

২৯।Type Mask tool এর মাধ্যমে Vertical type mask তৈরি করা যায়।

উত্তরঃ”স”

৩০।Photoshop অ্যাংকর পয়েন্ট পাঁচ প্রকার।

উত্তরঃ”মি”

৩১।Filter এর কাজ লেখঃ

উত্তরঃFilter এর কাজ হচ্ছে অবজেক্টে বিভিন্ন ইফেক্ট দেওয়া।

৩২।Video editing বলতে কী বোঝায়?

উত্তরঃভিডিও তৈরি করার সময় অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া এবং গুরত্বপূর্ণ অংশ যুক্ত করাকে Video Editing বলে।

৩৩।Canvas size কী?

উত্তরঃTotal work area কে canvas size বলে।

৩৪।লেয়ারকে Flatten করলে কী হয়?

উত্তরঃলেয়ারকে Flatten করলে অনেকগুলো লেয়ার একটি একক লেয়ারে রূপান্তরিত হয়।

৩৫।Brushes প্যালেটে কী কী ব্রাশ বিদ্যমান?

উত্তরঃব্রাশ প্লেটে Radiul এবং Linear ব্রাশ অন্তর্গত থাকে।

৩৬।কীভাবে Text আকর্ষনীয় করা যায়?

উত্তরঃভার্চুয়াল effect ব্যবহারের মাধ্যমে text কে আকর্ষনীয় করা যায়।

৩৭।Crop কী কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃCrop কমান্ড ব্যবহার করে কোন ছবি বা অবজেক্ট এর অংশবিশেষ কেটে নেয়া যায়।

৩৮।Pixel কী?

উত্তরঃDot per inch কে Pixel বলে। কোন গ্রাফিক্সের পিক্সেল যত বেশি হবে ছবি তত  সুন্দর হবে।Pixel হলো একটি চিহ্ন।

৩৯।Adobe Illustrator ডকুমেন্ট Save করার প্রয়োজন কী?

উত্তরঃডকুমেন্ট যেন হারিয়ে বা নষ্ট হয়ে না যায়, সে জন্য Adobe Illustrator ডকুমেন্ট Save করা প্রয়োজন।

৪০।Group Object কী?

উত্তরঃঅনেকগুলেঅ অবজেক্টকে সিলেক্ট করে গ্র্রুপ করাকে Group Object বলে।Group তৈরি করে কোন পরিবর্তন করলে গ্র্রুপের সকল object ই পরিবর্তিন হয়।

৪১।তোমার নাম কী?

উত্তরঃWhat is your name?

৪২।আমি বাংলাদেশে বাস করি।

উত্তরঃI Live in Bangladesh.

৪৩।দেশপ্রেম মহৎ গুণ।

উত্তরঃPatriotism is a great/noble virtue.

৪৪।আমরা দুই ভাই এক বোন।

উত্তরঃWe have two brothers and one sister.

৪৫। সে স্কুলে যায়।

উত্তরঃHe goes to school.

৪৬।That is……………..intersting book.

(i)a

(ii)an

(iii)the

উত্তরঃ(ii)an

৪৭।What……………..in his free time?

(i)do he do

(ii)does he do

(iii)do he does

উত্তরঃ(ii)does he do

৪৮।What………..he like?

(i)does

(ii)is

(iii)do

উত্তরঃ(i)does

৪৯।My father…………..in a bank.

(i)works

(ii)work

(iii)working

উত্তরঃ(i)works

৫০।Do you always ……………..at 7 o’clock?

(i)got up

(ii)get up

(iii)getting up

উত্তরঃ(ii)get up

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top