গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০০৯ প্রশ্ন ও উত্তর (জুলাই-ডিসেম্বর)

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০০৯ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০০৯

অক্টোবর-ডিসেম্বর/জুলাই-ডিসেম্বর – ২০০৯ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া ( বিষয় কোড :- ৮১)

 

১।<U>……..</U> ফাংশনটি ব্যবহার করে

(ক)লেখায় আন্ডারলাইন দিতে পারি

(খ)লেখায় সুপার স্ক্রিপ্ট করতে পারি

(গ)লেখা সাব স্ক্রিপ্ট করতে পারি

(ঘ)লেখা বড় /ছোট করতে পারি

উত্তর🙁)লেখায় আন্ডারলাইন দিতে পারি

২।Macromedia Flash কোন ধরনের প্রোগ্রাম?

(ক)ওয়ার্ড প্রসেসিং

(খ)ডেটাবেজ প্রোগ্রাম

(গ)অ্যাকাউন্টিং প্রোগ্রাম

(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম

উত্তর🙁)অ্যানিমেটেড প্রোগ্রাম

৩।ফ্লাশ এর মুভিতেত কয় ধরনের Symbol ব্যবহার jvf হয়?

(ক)২ ধরনের

(খ)৩ ধরনের

(গ)৪ ধরনের

(ঘ)৫ ধরনের

উত্তর🙁) ধরনের

৪।অ্যানিমেশন কেন দিতে হয়?

(ক)লেখা বা চিত্রকে স্থির রাখার জন্য

(খ)লেখা বা চিত্রকে ৯০ ডিগ্রি এঙ্গেলে রাখার জন্য

(গ)লেখা বা চিত্রকে প্রাণ সঞ্চালন করার জন্য

(ঘ)লেখা বা চিত্রকে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য

উত্তর🙁)লেখা বা চিত্রকে প্রাণ সঞ্চালন করার জন্য

৫।সাউন্ড এডিটিং এর ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক)Window-Panels-Sound

(খ)File-Open-Sound

(গ)Format-Sound-Edit

(ঘ)View-Edit-Sound

উত্তর🙁)Window-Panels-Sound

৬।কোনটি ওয়েবভিত্তিক অ্যানিমেশন সফটওয়্যার?

(ক)Macromedia Dream Weaver

(খ)Macromedia Flash

(গ)Macromedia Free Hand

(ঘ)PhotoShop

উত্তর🙁)Macromedia Flash

৭।<Blink>……..</Address> ফাংশনটি ব্যবহার করা হয়

(ক)ট্যাগের লেখা মুছে ফেলার জন্য

(খ)টেক্সট ব্লিঙ্ক করার জন্য

(গ)রো কলাম দেয়ার জন্য

(ঘ)খালি ঘর আঁকার জন্য

উত্তর🙁)টেক্সট ব্লিঙ্ক করার জন্য

৮।<Adress>……</Address> ফাংশনটি ব্যবহার করা হয়

(ক)পেজের উপরে ঠিকানা লেখার জন্য

(খ)পেজের নিচে ঠিকানা লিখার জন্য

(গ)পেজ কপি করার জন্য

(ঘ)পেজকে ভাগ করার জন্য

উত্তর🙁)পেজের উপরে ঠিকানা লেখার জন্য

৯।মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ( NASA ) ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়

(ক)১৯৯০ সালে

(খ)১৯৯১ সালে

(গ)১৯৯২ সালে

(ঘ)১৯৯৩ সালে

উত্তর🙁)১৯৯৩ সালে

১০।HTTP এর পূর্ণরূপ কোনটি?

(ক)Higher Text Texhnology Problem

(খ)Hyper Text Transfer Protocol

(গ)Hot Text Transfer Problem

(ঘ)Haker Text Transfer Permission

উত্তর🙁)Hyper Text Transfer Protocol

১১.টুল বক্স থেকে টুল নির্বাচন করা যায় কয়ভাবে?

(ক)একভাবে

(খ)দু’ভাবে

(গ)তিনভাবে

(ঘ)চারভাবে

উত্তর🙁)দুভাবে

১২।Quark Express File Extension কী?

(ক).Qai

(খ).QPSd

(গ).QXPd

(ঘ).QXd

উত্তর🙁).QXd

১৩।Quark Express Formatting Palette কয় ধরনের Alingment Box আছে?

(ক)৩

(খ)৫

(গ)৪

(ঘ)৬

উত্তর🙁)

১৪।Go To Page এর কাজ কী?

(ক)নির্দিষ্ট Text Box এ যেতে

(খ)নির্দিষ্ট Column এ যেতে

(গ)নির্দিষ্ট কোন Paragraph এ যেতে

(ঘ)নির্দিষ্ট কোন Page এ যেতে

উত্তর🙁)নির্দিষ্ট কোন Page যেতে

১৫।Lock এর শর্টকার্ট Key কী?

(ক)Shift+L

(খ)Ctrl+C

(গ)Alt+L

(ঘ)Tab+L

উত্তর🙁)Alt+L

১৬।Quark Express Kerning and Tracking অপশন আছে

(ক)৫টি

(খ)২টি

(গ)৪টি

(ঘ)৩টি

উত্তর🙁)৪টি

১৭।Ungroup কী?

(ক)কোন টেক্সট এর পিকচারের গ্র্রুপ করা

(খ)কোন পিকচারকে গ্র্রুপ মুক্ত করা

(গ)কোন টেক্সটকে গ্র্রুপ মুক্ত করা

(ঘ)কোন অবজেক্টকে গ্র্রুপ মুক্ত করা

উত্তর🙁)কোন অবজেক্টকে গ্র্রুপ মুক্ত করা

১৮।Horizontal Scaling কী?

(ক)অক্ষরগুলোকে উলম্বভাবে প্রসারিত করা

(খ)বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

(গ)শব্দগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

(ঘ)অক্ষরগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

উত্তর🙁)বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

১৯।HTML এর যাত্রা শুরু হয়

(ক)১৯৮৯ সালে

(খ)১৯৯০ সালে

(গ)১৯৯১ সালে

(ঘ)১৯৯২ সালে

উত্তর🙁)১৯৯১ সালে

২০।WWW এর পূর্ণরূপ কোনটি?

(ক)Weabal Word Work

(খ)Worldcom Wild Web

(গ)World Wide Web

(ঘ)Web for World Work

উত্তর🙁)World Wide Web

২১।Adobe Photoshop নতুন ফাইল খুলতে ক্লিক করতে হবে

(ক)File Open

(খ)File New

(গ)File Fill

(ঘ)File Close

উত্তর🙁)File Open

২২।Regualtion এর একক কোনটি?

(ক)ইঞ্চি

(খ)ডিপিআই

(গ)পিক্সেল

(ঘ)সেন্টিমিটার

উত্তর🙁)ডিপিআই

২৩।Revert কী জন্য ব্যবহার করা হয়?

(ক)সেভ করা কাজ দেখার জন্য

(খ)দু’টি কাজ একসাথে দেখার জন্য

(গ)সর্বশেষ সেভ করা কাজ দেখার জন্য

(ঘ)কালার পরিবর্তন করার জন্য

উত্তর🙁)কালার পরিবর্তন করার জন্য

২৪।কোন সিলেকশনে Define Pattern হয় না?

(ক)ইলিপস মারকিউ টুল

(খ)রেকট্যাংগল মারকিউ টুল

(গ)লেসু টুল

(ঘ)ইলিপস টুল

উত্তর🙁)ইলিপস টুল

২৫। Invert এর কাজ কী?

(ক)নেগেটিভ করা

(খ)কালার কমানো/বাড়ানো

(গ)লেয়ার তৈরি করা

(ঘ)লেয়ার ফেলে দেয়া

উত্তর🙁)নেগেটিভ করা

২৬।Brightness বলতে কী বুঝায়?

(ক)ইমেজের কালাসহ আলো বাড়ানো/কমানো

(খ)পর্যাপ্ত পরিমানে ছায়া বাড়ানো

(গ)পর্যাপ্ত পরিমানে ছায়া কমানো

(ঘ)তিনটি কালার ফেলে দেয়া

উত্তর🙁)ইমেজের কালাসহ আলো বাড়ানো/কমানো

২৭।Cyan 100% Yellow 100% মিলে কোন রং তৈরি হয়?

(ক)Green

(খ)Red

(গ)Blue

(ঘ)Black

উত্তর🙁)Red

২৮।প্রিন্ট করার জন্য কোন মুড File Save করতে হবে?

(ক)EPS

(খ)TIFE

(গ)JPG

(ঘ)PDF

উত্তর🙁)JPG

২৯।File এর Resoulation নিয়ন্ত্রণকারী মুড হচ্ছে

(ক)EPS

(খ)BMP

(গ)JPG

(ঘ)PDF

উত্তর🙁)JPG

৩০।ফিল্প হরিজন্টাল কী?

(ক)ছবি বড় করা

(খ)ছবি ছোট করা

(গ)বিপরীত দিকে ঘোরানো

(ঘ)উপরে নিচে ও বিপরীত দিকে ঘোরানো

উত্তর🙁)বিপরীত দিকে ঘোরানো

৩১।Platoon ইমেজ কী?

(ক)লেয়ার লিংক করা

(খ)ব্যাকগ্রাউন্ড লেয়ার মার্জ করা

(গ)লেয়ার মার্জ করা

(ঘ)ইমেজ ইফেক্ট করা

উত্তর🙁)ব্যাকগ্রাউন্ড লেয়ার মার্জ করা

৩২।Blur Tool ব্যবহারের ফলে কী হবে?

(ক)অপশন বার প্রদর্শিত হবে

(খ)মেনু বার প্রদর্শিত হবে

(গ)Brush বার প্রদর্শিত হবে

(ঘ)আউটপুট বার প্রদর্শিত হবে

উত্তর🙁)অপশন বার প্রদর্শিত হবে

৩৩।Radiul এবং Linear নিচের কোনটির অন্তর্গত?

(ক)Brush

(খ)Gradient

(গ)Navigator

(ঘ)Color

উত্তর🙁)Brush

৩৪।Adobe Illustrator কী?

(ক)প্রিন্ট/ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যবহৃত ডিজাইনিং প্রোগ্রাম

(খ)ল্যাংগুয়েজ ডিজাইনিং প্রোগ্রাম

(গ)টেক্সট অ্যান্ড সফটওয়্যার প্রোগ্রাম

(ঘ)সফটওয়্যার প্রোগ্রাম

উত্তর🙁)টেক্সট অ্যান্ড সফটওয়্যার প্রোগ্রাম

৩৫।Mask বলতে কী বুঝায়?

(ক)গোটা ইমেজের অংশকে লুকানো

(খ)গোটা আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে

(গ)আর্টওয়ার্কে অবস্থিত ছবিকে

(ঘ)আর্টওয়ার্কের বাইরের অংশকে

উত্তর🙁)গোটা আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে

৩৬। Image পাথ করতে হলে

(ক)সিলেকশন করে Image লক করতে হবে

(খ)Image ছোট করতে হবে

(গ)কালার উঠিয়ে দিতে হবে

(ঘ)Image বড় করতে হবে

উত্তর🙁)কালার উঠিয়ে দিতে হবে

৩৭।Create Outline করতে হয় কেন?

(ক)টাইপকে সবুজ কালার দেয়ার জন্য

(খ)টাইপকে কালো কালার দেয়ার জন্য

(গ)টাইপকে ইমেজে রূপান্তর করার জন্য

(ঘ)টাইপকে ইমেজ থেকে আলাদা করার জন্য

উত্তর🙁)টাইপকে ইমেজ থেকে আলাদা করার জন্য

৩৮। Illustrator ডকুমেন্টে টুলবার না থাকলে কীভাবে তা আনতে হয়?

(ক)Edit-Show Tools

(খ)Window>Show Tools

(গ)View>Tools

(ঘ)Insert Show Tools

উত্তর🙁)View>Tools

৩৯। Illustrator ডিফল্ট Artboard এর মান কত?

(ক)৬”, ১২”

(খ)৮.৫”  ,১”

(গ)৮.৫”   ,১০”

(ঘ)৬”     ,১০”

উত্তর🙁).”  ,

৪০।কোন টুলটি Artwork কে ড্রাগ বা স্ক্রলিং করে ডান/বাম বা উপর নিচ/করার কাজে ব্যবহার করা হয়?

(ক)Zoom Tool

(খ)Eye Tool

(গ)Hand Tool

(ঘ)Transform

উত্তর🙁)Hand Tool

 

৪১।What is Your name?

উত্তর:My name is Maruf Haque

৪২।Where do you live?

উত্তর:I Live in Dhaka

৪৩।Which Company do you work for?

উত্তর:I Work in International Software Company.

৪৪।What do you like doing in your free time?

উত্তর:I like to drawing and animation in my free time

৪৫।What do you do on Weekends?

উত্তর:I Draw in animation on weekends.

Choose and fill in the gaps with the correct word/words:

৪৬।That is____________________intersting book.

(ক)a

(খ)an

(গ)the

উত্তর🙁)an

৪৭।What ___________________in his free time?

(ক)do he do

(খ)does he do

(গ)do he does

উত্তর🙁)does he do

৪৮।What_______________he like?

(ক)does

(খ)is

(গ)do

উত্তর🙁)does

৪৯।My father______________in a blank.

(ক)works

(খ)work

(গ)working

উত্তর🙁)works

৫০।Do you Always_____________at 70clock?

(ক)got up

(খ)get up

(গ)getting up

উত্তর🙁)get up

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top