গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৪ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি-জুন)

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৪ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি-জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৪

এপ্রিল-জুন/জানুয়ারি-জুন ২০১৪ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া

১।Adobe Photoshop কী ধরনের প্রোগ্রাম?

(ক)Graphics software

(খ)System Software

(গ)Data base software

(ঘ)Accounting Software

উত্তরঃ(ক)Graphics software

২।Photoshop এ কমান্ড সম্বলিত মেনু কয়টি আছে?

(ক)৬টি

(খ)৭টি

(গ)৮টি

(ঘ)৯টি

উত্তরঃ(ঘ)৯টি

৩।Regulation এর একক কোনটি?

(ক) ইঞ্চি

(খ)ডি.পি.আই

(গ)পিক্সেল

(ঘ)সেন্টিমিটার

উত্তরঃ(গ)পিক্সেল

৪।Adobe Illustrator কী?

(ক)প্রিন্ট /ইলেকট্রনিক মিডিয়ায় ব্যবহৃত ডিজাইনিং প্রোগ্রাম

(খ)ল্যাংগুয়েজ ডিজাইনিং প্রোগ্রাম

(গ)টেক্সট অ্যান্ড সফটওয়্যার প্রোগ্রাম

(ঘ)সফটওয়্যার প্রোগ্রাম

উত্তরঃ(গ)টেক্সট অ্যান্ড সফটওয়্যার প্রোগ্রাম

৫।<U>…….<U> ফাংশনটি ব্যবহার করে-

(ক)লেখায় আন্ডারলাইন করা যায়

(খ)লেখায় সুপারস্ক্রিপ্ট করা যায়

(গ)লেখা সাব স্ক্রিপ্ট করা যায়

(ঘ)লেখা বড়/ছোট করা যায়

উত্তরঃ(ক)লেখায় আন্ডারলাইন করা যায়

৬।Quark Xpress এ File Extension কী?

(ক).Qai

(খ)Ctrl+C

(গ).QXPd

(ঘ).QXd

উত্তরঃ(ঘ).QXd

৭।Macromedia Flash কোন ধরনের প্রোগ্রাম?

(ক)ওয়ার্ড প্রসেসিং

(খ)ডাটাবেস প্রোগ্রাম

(গ)অ্যাকাউন্টিং প্রোগ্রাম

(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম

উত্তরঃ(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম

৮।Quark Xpress কোন ধরনের গ্রাফিক্স?

(ক)Vector Graphics

(খ)Text Editing Graphics

(গ)Raster Graphics

(ঘ)Vector Raster Graphics

উত্তরঃ(খ)Text Editing Graphics

৯।URL এর পূর্ণরূপ-

(ক)Unified Radio Link

(খ)Undefined Radio Link

(গ)Unordered Resource List

(ঘ)Uniform Rescource Locator

উত্তরঃ(ঘ)Uniform Rescource Locator

১০।সাউন্ড এডিটিং এর ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক)Window>Panels>Sound

(খ)File>Open>Sound

(গ)Format>Sound>Edit

(ঘ)View>Edit>Sound

উত্তরঃ(ক)Window>Panels>Sound

১১।Red,Green,Blue কে সংক্ষেপে …………..বলে।

উত্তরঃRGB

১২।Outline Command টি Keyboard থেকে দিতে………….Press করতে হবে।

উত্তরঃCtrl+U

১৩।GPRS এর পূর্ণরূপ……।

উত্তরঃGeneral Packet Radio System.

১৪।Filter এর কাজ ………….।

উত্তরঃঅবজেক্টকে বিভিন্ন ইফেক্ট দেয়া।

১৫।Zoom in দিয়ে ইমেজকে……………করা হয়।

উত্তরঃছোট

১৬।DCS এর পূর্ণনাম হলো……………..।

উত্তরঃDesktop Color Separation.

১৭।Quark Xpress এ Kearing and Tracking option আছে………..টি।

উত্তরঃ৪(চার)

১৮।New Layer এর Shortcut………..।

উত্তরঃCtrl+C

১৯।Vector ইমেজকে……….ইমেজে রূপান্তর করা যায়।

উত্তরঃRaster বা Pixel

২০।A4 সাইজ=8.26” X ……….।

উত্তরঃ11.69”

২১।একটি ভিডিও ফরমেটের নাম লেখ।

উত্তরঃMPEG একটি ভিডিও ফরমেট।

২২।Crop কী কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃCrop কমান্ড ব্যবহার করে কোন ছবি বা Object এর অংশবিশেষ কেটে নেওয়া যায়।

২৩।Adoble Illustrator ডকুমেন্ট Save করা প্রয়োজন কী?

উত্তরঃডকুমেন্ট যেন হারিয়ে বা নষ্ট হয়ে না যায়, সে জন্য Adobe Illustrator ডকুমেন্ট Save করা প্রয়োজন।

২৪।গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে Quark Xpress  এর কাজ কী?

উত্তরঃগ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে Quark Xpress এর কাজ হচ্ছে লেখালেখি করা।

২৫।File extension picture format লেখ।

উত্তরঃMPEG,TIFF,JPEG

২৬।Drop Caps ব্যবহার করে কোন Effect সৃষ্টি করা যায়?

উত্তরঃText Effect সৃষ্টি করা হয়।

২৭।একটি Animated program এর নাম লেখ।

উত্তরঃAdobe flash একটি Animated Program.

২৮।Brightness কী ?

উত্তরঃছবির উজ্জলতাকে Brightness বলা হয়।

২৯।Video Editing বলতে কী বোঝায়?

উত্তরঃVideo তৈরি করার সময় অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া এবং গুরত্বপূর্ণ অংশ যুক্ত করাকে video editing বলে।

৩০।Star tools এর কাজ কী?

উত্তরঃStar tool ব্যবহার করে বিভিন্ন ধরনের তারকা চিহ্ন ব্যবহার করা যায়।উক্ত তারকা চিহ্নিত অপশন থেকে মনের মত করে গ্রাফিক্সের সৌন্দর্য বৃদ্ধি করা হয়ে থাকে।

৩১।একাধিক Object এর বিভিন্ন Shape তৈরি করা সম্ভব Blend এর মাধ্যমে।

উত্তরঃ”স”

৩২।Image কে ছোট করা হয় মেশ টুলের মাধ্যমে।

উত্তরঃ”মি”

৩৩।Micromedia dream weaver একটি Web ভিত্তিক অ্যানিমেশন সফটওয়্যার।

উত্তরঃ”মি”

৩৪।Outline তৈরির জন্য কী-বোর্ড কমান্ড হলো Alt+Shift+U ।

উত্তরঃ”স”

৩৫।E-mail এর পূর্ণনাম হলো Electric mail ।

উত্তরঃ”মি”

৩৬।HTTP এর পূর্ণনাম হলো Hyper Text Transfer Protocol ।

উত্তরঃ “স”

৩৭।Zip অনেকগুলো ফাইল একত্রিত করে।

উত্তরঃ”স”

৩৮।Type mask tool এর মাধ্যমে Vertical type mask তৈরি করা যায়।

উত্তরঃ”স”

৩৯।URL এর পূর্ণরূপ হচ্ছে Uniform Resource Locator ।

উত্তরঃ”স”

৪০।Quark Xpres Text Editing Graphics ।

উত্তরঃ”স”

৪১।সূর্য পূর্ব দিকে উঠে।

Ans:The Sun rises in the east.

৪২।তোমার মাতার নাম কী?

Ans:What is your Mother’s name

৪৩।আমার আব্বা একজন গরিব লোক ।

Ans:My father is a poor man.

৪৪।তোমার নাম কী?

Ans:What is your name?

৪৫।ঢাকা বাংলাদেশের রাজধানী।

Ans:Dhaka is the capital of Bangladesh..

৪৬।He is………………honest man.

Ans:an

৪৭।Bangladesh became independent in………………..

Ans:1971

৪৮।Swimming ……………………a good exercise.

Ans:is

৪৯।You………………do it easily.

Ans:can

৫০।The…………..play football.

Ans:boy

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top