ফরেক্স মার্কেট বেসিক-০৫

ট্রেডিং সেশন (Trading Session):

এটা সত্য যে, ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে কিন্তু তার মানে এই নয় যে, সর্বদাই একটিভ থাকে। আপনি মার্কেটে তখন ট্রেড করেন যখন আপনি মনে করেন যে, কারেন্সীর মূল্য বাড়বে অথবা কমবে। কিন্তু যখন মার্কেট বেশী মুভ করবেনা তখন ট্রেড করা আপানার জন্য অনেক কষ্টসাধ্য হতে পারে। বিশ্বাস করেন আর না করেন, এমন কিছু সময় আছে যখন মার্কেট একবারে মুভ করে না। কোন সময় ট্রেড করার উপযোগী এই সেকশনে আমরা তা দেখবো।

মার্কেটের সময়সূচী (Market hours): আমদের আগে জানা উচিত যে, ২৪ ঘন্টার মার্কেট কিভাবে পরিচালিত হয়। ফরেক্স মার্কেটকে ৪টি ট্রেডিং সেশনে ভাগ করা যায়। নিম্নের টেবিলটি দেখুন

Spring/Summer in the U.S. (March/April – October/November)

LOCAL TIME EDT Bangladesh

Local Time

Sydney Open – 7:00 AM

Sydney Close  – 4:00 PM

5:00 PM

2:00 AM

4:00 AM

1:00 PM

Tokyo Open – 9:00  AM

Tokyo Close – 6:00 PM

8:00 PM

5:00 AM

7:00 AM

4:00 PM

London Open – 8:00 AM

London Close – 4:00 PM

3:00 AM

11:00 AM

2:00 PM

10:00 PM

New York Open – 8:00 AM

New York Close – 5:00 PM

8:00 AM

5:00 PM

7:00 PM

4:00 AM

Fall/Winter in the U.S. (October/November – March/April)

LOCAL TIME EST Bangladesh

Local Time

Sydney Open – 7:00 AM

Sydney Close  – 4:00 PM

3:00 PM

12:00 AM

2:00 AM

11:00 PM

Tokyo Open – 9:00  AM

Tokyo Close – 6:00 PM

7:00 PM

4:00 AM

6:00 AM

3:00 PM

London Open – 8:00 AM

London Close – 4:00 PM

3:00 AM

11:00 AM

2:00 PM

10:00 PM

New York Open – 8:00 AM

New York Close – 5:00 PM

8:00 AM

5:00 PM

7:00 PM

4:00 AM

লক্ষ্য করলে দেখতে পারবেন যে, ২টা ট্রেডিং সেশনের এক পর্যায়ে ২টি মার্কেট খোলা থাকে। সাধারনত ঐসব হলো ব্যস্ততম সময় বানিজ্যক দিনে কারন সেখানে অনেক ভলিউম ট্রেড হয় যখন দুটি মার্কেট একই সময়ে খোলা থাকে। মার্কেটের সকল অংশগ্রহনকারী কাজকর্মে লিপ্ত হয় যার মানে অনেক অর্থ আদান প্রদান হয়। এখন আপনি হয়তো সিডনীর ওপেনের দিকে নজর দিয়েছেন আর চিন্তা করছেন যে এটা ২ ঘণ্টা শিফট করেছে কেন। চিন্তা করতে পারেন যে সিডনী ওপেন ১ ঘণ্টা পিছিয়ে যাবে যখন US যখন স্ট্যান্ডার্ড টাইম অ্যাডজাস্ট করে, কিন্তু মনে রাখবেন যখন US তাদের সময় ১ ঘণ্টা পিছিয়ে নেয় তখন সিডনী ১ ঘণ্টা সামনে যায় (অস্ট্রেলিয়াতে ঋতু উল্টা)। চলুন দেখি যে মেজর ট্রেডিং সেশনগুলোতে গড়ে কত পিপ উঠানামা করে

পেয়ার টোকিও লন্ডন নিউ ইয়র্ক
EUR/USD 76 114 92
GBP/USD 92 127 99
USD/JPY 51 66 59
AUD/USD 77 83 81
NZD/USD 62 72 70
USD/CAD 57 96 96
USD/CHF 67 102 83
EUR/JPY 102 129 107
GBP/JPY 118 151 132
AUD/JPY 98 107 103
EUR/GBP 78 61 47
EUR/CHF 79 109 84

টেবিল হতে দেখবেন যে, ইউরোপিয়ান সেশনে সবচেয়ে বেশি পিপ উঠানামা করে।

টোকিও সেশন (Tokyo session): টোকিও সেশন ভোর ৫টায় শুরু হয় আর দুপুর ১টায় শেষ হয়। টোকিও সেশনকে এশিয়ান সেশনও বলা হয়ে থাকে। টোকিও হল এশিয়ার অর্থনৈতিক রাজধানী। জাপান হলো বিশ্বের তৃতীয় বৃহত্তর ফরেক্স ট্রেডিং সেন্টার। বিস্মিত হওয়া উচিত নয় কারন ইয়েন হল বিশ্বের তৃতীয় সবচেয়ে বেশি লেনদেনকৃত মুদ্রা। শতকরা ১৬.৫০% সকল ফরেক্স লেনদেন এবং সর্বসম্মত শতকরা ২১% ফরেক্স লেনদেন ঘটে থাকে এশিয়ান সেশনে।

নিম্নে টোকিও সেশনের কিছু বৈশিষ্ঠ্য দেওয়া হলো যা আপনার জানা উচিত:

লেনদেন শুধু জাপানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রচুর পরিমানে ফরেক্স লেনদেন অন্যান্য ফাইনান্স্যিয়াল হটস্পটে হয়ে থাকে। যেমন: হংকং, সিংঙ্গাপুর এবং সিডনি। টোকিও সেশনে প্রধান অংশগ্রহনকারী দল হলো, কমার্শিয়াল কোম্পানি (এক্সপোর্টার) এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো। মনে রাখবেন জাপানের অর্থনিতি রপ্তানী নির্ভরশীল এবং চীনের সাথে প্রচুর পরিমানে লেনদেন করে থাকে। মাঝে মাঝে মার্কেটে তারল্য খুব অল্প থাকে। এমনও সময় যাবে যখন আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে একটা সুযোগ পাওয়ার জন্য।  এই সেশনে আপনি AUD/USD এবং NZD/USD বেশী উঠানামা দেখবেন। অল্প তারল্য থাকাকালীন সময় কারেন্সী একটা রেঞ্জের মধ্যে উঠানামা করে। এটা রেঞ্জ ট্রেড অথবা ব্রেকআউট ট্রেডের সুযোগ দিয়ে থাকে।
বেশীরভাগ মুভমেন্ট সেশনের শুরুর দিকে দেখা যায়। যখন অর্থনৈতিক সংবাদ উন্মেচিত হয়। টোকিও সেশনের মুভমেন্ট সারাদিনের মুভমেন্টের ধারনা দিতে পারে। ট্রেডাররা টোকিও সেশনের মুভমেন্ট দেখে সারাদিনে কিভাবে ট্রেড করবে তার ধারনা দিতে পারে। সাধারনত যদি নিউইয়র্ক সেশনে বড় মুভ হয় তাহলে টোকিও সেশন শীথিল দেখা যেতে পারে।

 

লন্ডন সেশন (London Session): ঠিক যখন এশিয়ন মার্কেট বন্ধের জন্য প্রস্তুতি নেয়, তখন ইউরোপিয়ান মার্কেট দিন শুরু করে। ইউরোপে অনেক বানিজ্যিক কেন্দ্র থাকা সত্ত্বেও লন্ডনের দিকে সবাই নজর রেখে থাকে। ঐতিহ্যগত ভাবে, লন্ডন সর্বদাই বানিজ্য কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এর স্ট্রাটেজিক অবস্থানের কারনে। লন্ডনকে আবার ফরেক্সের রাজধানীও বলা হয় কারন প্রতিটা মূহুর্তে হাজার হাজার লেনদেন সম্পন্ন হয় এই সেশনে। শতকরা ৩০ ভাগ ফরেক্স লেনদেন এই সেশনে সম্পন্ন হয়।

নিচে কিছু ইউরোপিয়ান সেশন সম্পর্কে দেওয়া হলো:

যেহেতু লন্ডন সেশন আরো ২টি বড় বানিজ্যিক সেশনের সাথে মিলিত হয, অনেক মোটা অঙ্কের লেনদেন এই সেশনে সম্পন্ন হয়। অনেক বেশী লেনদেন এই সেশনে সম্পন্ন হয় বলে এই সেশনটা সবচেয়ে প্রানবন্ত। বেশীরভাগ ট্রেন্ড এই সেশনে স্থাপিত হয় আর নিউইয়র্ক সেশনে আরো বিস্তার করে। সেশনের মধ্যভাগে তারল্য কম দেখা দিতে পারে। কারন ট্রেডাররা নিউইয়র্ক সেশনের খোলার অপেক্ষায় থাকতে পারে। মাঝেমাঝে ট্রেন্ড বিপরীতমূখীও হতে পারে। কারন লন্ডন সেশনের ট্রেডাররা তাদের লাভ আগেই নির্ধারিত করে রাখতে পারে।

 

নিউ ইয়র্ক সেশন (Newyork session): নিউইয়র্ক সেশন সন্ধ্যা ৬টায় শুরু হয় আর রাত ২টায় শেষ হয়। ইউরোপিয়ান ও এশিয়ান সেশনের মত নিউইয়র্কও একটি বানিজ্যিক কেন্দ্র যাতে মার্কেট নজর রাখে।

বেশিরভাগ অর্থনৈতিক খবর সেশনের শুরুর দিকে প্রতাশিত হয়। মনে রাখবেন যে শতকরা ৮৫% ট্রেডে ডলার অন্তর্ভুক্ত থাকে। তাই যদি ইউএস থেকে কোন বড় অর্থনৈতিক খবর প্রতাশিত হয়, তাহলে গোটা মার্কেট মুভ করার সম্ভাবনা থাকে। ইউরোপিয়ান সেশন শেষ হয়ে গেলে মানে নিউইয়র্ক সেশনের মাঝের দিকে মার্কেটে শিথিলতা নামতে দেখা যেতে পারে। শুক্রবারে মার্কেট খুব শিথিল থাকতে পারে অথবা অপ্রত্যাশিত মুভমেন্ট দেখা যেতে পারে। এর কারন হল যে মার্কেট বন্ধ হয় এবং ট্রেডাররা ট্রেড ক্লোজ করে দেয় সাপ্তাহিক বন্ধের আগে।

 

সেশন ওভারল্যাপ (Session Ovelaps): যখন বেশি ট্রেডাররা মার্কেটে উপস্থিত থাকে, তখন মার্কেটে লিকুইডিটি অথবা তারল্য বেশি থাকে। সাধারনত আপনি চিন্তা করবেন যে যখন ২ টা সেশন সম্মিলিত হয় তখন মার্কেটে বেশী ট্রেডাররা থাকে। আপনি যদি এতটুকু চিন্তা করে থাকেন তাহলে আপনি অর্ধেক সঠিক চিন্তা করেছেন। চলুন দেখি কেন:

টোকিও লন্ডন ওভারল্যাপ (Tokyo London Overlap): বেশ কিছু কারনের জন্য এই সেশনে তারল্য কম দেখা যেতে পারে। টোকিও সেশনের শেষের দিকে সাধারনত তেমন মুভমেন্ট থাকে না আর লন্ডন সেশন মাএ শুরু হয় তাই তারল্য অনেক কমে যায়। এই সময়ে আপনি লন্ডন ও নিউইয়র্ক সেশনে ট্রেড করার জন্য প্রস্তুতি নিতে পারেন।

লন্ডন নিউইয়র্ক ওভারল্যাপ (London-New York Overlap): আসল খেলা এই সময় শুরু হয়। যেহেতু এই সময় পৃথিবীর সবচেয়ে বড় ২টি ফাইনান্স্যিয়াল সেন্টার একএে সম্মিলিত হয়। আর ট্রেডাররাও এই সময় প্রস্তুত থাকে যেহেতু এটা দিনের সবচেয়ে ব্যাস্ততম সময়। এই সময়ে ইউএস, কানাডা এবং ইউরোপীয়ান খবর প্রকাশিত হয় তাই মার্কেটে বড় মুভমেন্ট দেখা যেতে পারে। যদি ইউরোপীয়ান সেশনে কোন ট্রেন্ড প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটা এই সেশনে সেই ট্রেন্ড বিস্তার করতে দেখতে পারি। এর কারন হল যে, ইউএস সেশনের ট্রেডাররা মার্কেটে প্রবেশ করে আর ট্রেন্ড আরো প্রসারিত হয়। আপনি এটাও লক্ষ্য করবেন যে এই সেশনের শেষের দিকে ইউরোপীয়ান ট্রেডাররা তাদেও ট্রেড বন্ধ করে দেয় যা মার্কেটে শিথিলতা আনতে পারে।

 

সপ্তাহের কোন সময়টি ট্রেডের জন্য উপযুক্ত: আমরা এখন জানি যে, লন্ডন সেশন অন্যান্য সেশন থেকে ব্যস্ততম সময়। কিন্তু কিছুকিছু দিন আছে যা অন্যান্য দিনের চেয়ে বেশি মুভ করে। নিচের টেবিলটি দেখুনঃ

PAIR SUNDAY MONDAY TUESDAY WEDNESDAY THURSDAY FRIDAY
EUR/USD 69 109 142 136 145 144
GBP/USD 73 149 172 152 169 179
USD/JPY 41 65 82 91 124 98
AUD/USD 58 84 114 99 115 111
NZD/USD 28 81 98 87 100 96
USD/CAD 43 93 112 106 120 125
USD/CHF 55 84 119 107 104 116
EUR/JPY 19 133 178 159 223 192
GBP/JPY 100 169 213 179 270 232
EUR/GBP 35 74 81 79 75 91
EUR/CHF 35 55 55 64 87 76

উপরের টেবিল থেকে দেখতে পারেন যে, সপ্তাহের মাঝের দিকটা সর্বোওম সময় ট্রেড করার জন্য। শুক্রবারে মার্কেটে অপ্রত্যাশিত অথবা অল্প মুভমেন্ট থাকতে পারে যেহেতু মার্কেট বন্ধ হয় ঐ দিনে। তাই উপরের তথ্যগুলোর ওপর ভিত্তি করে, আমরা শিখলাম কখন মার্কেটে ব্যস্ততম সময় থাকে। এই ব্যস্ততম সময়ে সর্বোত্তম সময় ট্রেডের জন্য, কারন এই সময় সাফল্যের হার বাড়িয়ে দিতে পারে।

সময়ের সঠিক ব্যবহার করুন: একজনের পক্ষে ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব না। প্রত্যেকটা ট্রেডারের জানা উচিত যে সে কখন ট্রেড করা উচিত আর কখন ট্রেড না করা উচিত। আপনি আপনার ট্রেডের জন্য উপোযোগী সময় নিজে বের করে নিবেন। নিচের থেকে কিছু ধারনা নিতে পারেন যে কখন ট্রেড করা আপনার জন্য সর্বোওম।

ট্রেড করার জন্য সর্বোওম সময়:

  • যখন দুটি সেশন ওভারল্যাপিং হয়। এই সময়তে মেজর খবর প্রকাশিত হয় যা মার্কেটে তারল্য আনে আর ট্রেন্ডের গতিধারা নির্নয় করে দেয়।
  • ইউরোপিয়ান সেশন তিনটির মধ্যে সবচেয়ে ব্যস্ততম সময়।
  • সপ্তাহের মধ্যদিকে যখন মেজর পেয়ারগুলোতে সবচেয়ে বেশী মুভমেন্ট হয়।

ট্রেডের জন্য বাজে সময়:

  • রবিবার, প্রত্যেকে ঘুমায় অথবা সাপ্তাহিক ছুটি উপভোগ করে।
  • শুক্রবার US সেশনের শেষের দিকে তারল্য কমে যায়।
  • অর্ধদিবস, প্রত্যেকে তখন আরাম করে।
  • মেজর সংবাদ প্রকাশনার সময় – প্রাইস উপর-নিচ ২ দিকেই যেতে পারে।
  • যদি সন্তোষজনক সময় না খুজে পান, তাহলে আপনি swing (সুইং) or position trader (পজিশন ট্রেডার) হওয়ার চিন্তা করতে পারেন। মার্কেটে সবার জন্য জায়গা আছে। 

 

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top