বাংলায় বার ভূঁইয়ার শাসন

বাংলায় বার ভূঁইয়ার শাসন

–  আত্মসমর্পণের মধ্যে দিয়ে বার ভূইয়াদের শাসনের অবসান ঘটে –> মূসাখানের নেতৃত্বাধীন জমিদার বাহিনীর।

–  ঈসা খানের পিতার নাম –> সুলাইমান খান।

–  ঈসা খানের পর বার ভূঁইয়াদের নেতৃত্ব দেন –> মূসা খান।

–  ঈসা খানের রাজধানী ছিল –> সোনারগাঁওয়ে।

–  কেদার রায় ও চাঁদ রায়ের জমিদারি অঞ্চল ও রাজধানীর নাম –> বিক্রমপুর, শ্রীপুর।

–  তাণ্ডা থেকে রাজমহলে বাংলার রাজধানী স্থাপন করেন –> মানসিংহ।

–  প্রতাপাদিত্যকে তুলনা করা হয় –> রাজা প্রতাপ সিংহের সাথে।

–  প্রতাপাদিত্যের রাজধানী ছিল –> ধুমঘাটি নামক স্থানে।

–  বার ভূইয়া বলতে বোঝায় –> অনির্দিষ্ট সংখ্যক জমিদারকে।

–  বার ভূঁইয়াদের দমন করা হয় –> সম্রাট জাহাঙ্গীরের সময়ে।

–  বার ভূইয়াদের নেতা ঈসা খান মুঘলদের বশ্যতা মেনে নেন –> ১৫৯৭ সালে।

–  মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে মসনদ-ই-আলা উপাধি গ্রহণ করেন –> ঈসা খান।

বার ভূঁইয়াদের শাসিত অঞ্চল

-ঈসা খান ও মূসা খান –> ঢাকা, ময়মনসিংহ, পাবনা, বগুড়া, রংপুর।

-ওসমান খান –> বোকাইনগর (সিলেট)

-চাঁদরায় ও কেদার রায় –> শ্রীপুর, মুন্সিগঞ্জ।

-পরমানন্দ রায় –> চন্দ্রদ্বীপ

-বাহাদুর গাজী –> ভাওয়াল

-বিনোদরায়, মধুরায় –> মানিকগঞ্জ।

-বীর হামির –> বিষ্ণুপুর(বগুড়া)

-মুবুন্দরায় ও সত্রজিৎ –> ফরিদপুর

-মহারাজা প্রতাপাদিত্য –> খুলনা ও যশোর ।

-রাজা কন্দর্পনারায়ণ ও রামচন্দ্র –> বরিশাল জেলার অংশবিশেষ ।

-লক্ষণ মাণিক্য –> ভুলুয়া

-সোনাগাজী –> সরাইল

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top