বাংলা‌দে‌শের চল‌চ্চিত্র ও চিত্র‌শিল্প

বাংলা‌দে‌শের চল‌চ্চিত্র ও চিত্র‌শিল্প (Art and Film of Bangladesh )

– জীবন থেকে নেয়া চলচিত্রের পরিচালক ~ জহির রায়হান।
– আমার বন্ধু রাশেদ চলচিত্রের পরিচালক ~ মোরশেদুল ইসলাম।
– একাত্তরের যীশু চলচ্চিত্রের পরিচালক ~ নাসিরুদ্দিন ইউসুফ।
– বাংলাদেশের প্রথম সঙ্গীত পরিচালক ~ সমর দাস।
– গেরিলা চলচিত্রের পরিচালক ~ নাসির উদ্দিন ইউসুফ।
– মনের মানুষ চলচ্চিত্রের পরিচালক ~ গৌতম ঘোষ।
– স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা এর পরিচালক ~ মোরশেদুল ইসলাম।
– পদ্মা নদীর মাঝি এর পরিচালক ~ গৌতম ঘোষ।
– লেট দেয়ার বি লাইট বিখ্যাত চলচ্চিত্রটি ~ জহির রায়হানের।
– কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত;বাংলাদেশের ছায়াছবি ~ মাটির ময়না।
– আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবির নাম ~ সূর্য দীঘল বাড়ি।
– তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ~ অন্তর্যাত্রা।
– ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের নির্মাতা ~ হুমায়ূন আহমেদ।
– যে চলচিত্রে কাজী নজরুল ইসলাম অভিনয় করেন ~ ধ্রুব।
– পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা ~ সত্যজিৎ রায়।
– সূর্য সংগ্রাম চলচিত্রের পরিচালক ~ আবদুস সামাদ।
– চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের নির্মাতা ~ তানভীর মোকাম্মেল।

– বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের পরিচালক ~ আবদুল জব্বার খান।
– বাংলাদেশের চলচ্চিত্রের জনক ~ আবদুল জব্বার খান।
– মুখ ও মুখোশ চলচিত্রের পরিচালক ~ আবদুল জব্বার খান।
– মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক ~ তারেক মাসুদ
– কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচিত্রের নাম ~ ধূপছায়া।
– দুর্ভিক্ষের উপর ম্যাডোনা ৪৩ ছবিটি একেছেন ~ শিল্পচার্য জয়নুল আবেদিন।
– প্রখ্যাত তিন কন্যা ছবিটি একেছেন ~ কামরুল হাসান।
– শিশু স্বর্গ হলো ~ নড়াইলে অবস্থিত শিল্পী এস এম সুলতানের চিত্রাঙ্কন প্রতিষ্ঠানের নাম।
– চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের নির্মাতা ~ তানভীর মোকাম্মেল।
– জীবনঢুলী ~ একটি চলচ্চিত্রের নাম।
– বাংলাদেশের যে ছবি সম্প্রতি কলকাতা ফিল্ম ফেস্টিভাল পুরস্কার লাভ করে ~ গেরিলা।
– শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি অবস্থিত ~ ময়মনসিংহে।
– সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক ~ শেখ নিয়ামত আলী।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top