সৌরজগৎ (ভূগোল)
– অসংখ্য গ্রহাণুপুঞ্জ রয়েছে- মঙ্গল ও বৃহস্পতিরর মাঝখানে
– আগ্নেয়গিরি রয়েছে- মঙ্গল গ্রহে
– ইউরেনাসের উপগ্রহ- ৫টি
– উপগ্রহ নেই- বুধ ও শুক্র এর
– উপগ্রহ রয়েছে- ৪৯টি
– একদিনে দুইবার সূর্য উঠে ও অস্ত যায়- বৃহস্পতি গ্রহে
– গ্রহাণু – ৮০৫ থেকে ১.৬ কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহ
– নিজ গ্যালাক্সির চারপাশে আবর্তন করতে সূর্যের সময় লাগে- ২০ কোটি বছর
– নীলাভ গ্রহ – নেপচুন
– নেপচুন এর উপগ্রহ- ২টি
– পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা- ১৩.৯০ ডিগ্রি সেলসিয়াস
– বৃহস্পতি গ্রহের উপগ্রহ – ১৬টি
– মঙ্গলের উপগ্রহ- দুইটি, ডিমোস ও ফেবোস
– লালচে গ্রহ বলা হয়- মঙ্গল গ্রহকে
– শনির উপগ্রহ- ২২টি
– সৌরজগতে গ্রহ রয়েছে – ৮টি
– সৌরজগতের ২য় বৃহত্তম গ্রহ- শনি
– সন্ধ্যাতারা ও শুকতারা হিসেবে দেখতে পাওয়া যায়- শুক্রকে
– সূর্য থেকে অধিক দুরুত্বে অবস্থিত- নেপচুন
– সূর্য নিজ অক্ষের দিকে আবর্তন করে- ২৫ দিনে
– সূর্য পৃথিবী অপেক্ষা – ১৩ লক্ষ গুণ বড়
– সূর্যকে পরিক্রমণ করতে বুধের সময় লাগে- ৮৮ দিন
– সূর্যের উপরিভাগের উষ্ণতা – ৫৭০০০ ডিগ্রি সেলসিয়াস