বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস ও ৩ মাস) মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা-২০২৪
জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর ও জুলাই-ডিসেম্বর ২০২৪ সেশন
বিষয়ঃ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
(বিষয় কোডঃ ০০০৭৬)
তারিখ: ০৭/০২/২০২৫ খ্রি.
সময়: ১ঘণ্টা পূর্ণমান : ৬০
সকল প্রশ্নের উত্তর দিতে হবে (মান: ৬০)
১। অপারেটিং সিস্টেম কাকে বলে?
উত্তর: অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করে। এটি কম্পিউটারের সকল প্রক্রিয়া পরিচালনা করে এবং ব্যবহারকারীকে কম্পিউটার ব্যবহারের সুবিধা দেয়। যেমন: Windows, Linux, macOS ইত্যাদি।
২। গুগল ডক্স কী?
উত্তর: গুগল ডক্স হলো গুগল দ্বারা প্রদত্ত একটি ওয়েব–ভিত্তিক ওয়ার্ড প্রসেসিং টুল। এটি ব্যবহার করে ব্যবহারকারীরা অনলাইনে ডকুমেন্ট তৈরি, এডিট এবং শেয়ার করতে পারেন।
৩। A₁ হতে A20 পর্যন্ত সেলগুলোর ডাটা যোগ করার ফাংশনটি লেখ।
উত্তর: =SUM(A1:A20)
৪। ওয়ার্কবুক কী?
উত্তর: ওয়ার্কবুক হলো মাইক্রোসফট এক্সেলে একটি ফাইল যা এক বা একাধিক ওয়ার্কশিট ধারণ করে। এটি ডাটা সংরক্ষণ এবং বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।
৫। স্লাইড মাস্টারের কাজ কী?
উত্তর: স্লাইড মাস্টার হলো পাওয়ারপয়েন্টে একটি টেমপ্লেট যা ব্যবহার করে প্রেজেন্টেশনের সকল স্লাইডের লেআউট, ফন্ট, রং এবং অন্যান্য স্টাইল একই রকম রাখা যায়।
৬। ফোল্ডার তৈরি করা হয় কীভাবে?
উত্তর: ফোল্ডার তৈরি করতে ডেস্কটপ বা ফাইল এক্সপ্লোরারে রাইট ক্লিক করে “New” অপশন থেকে “Folder” নির্বাচন করতে হয়।
৭। রিসাইকেল বিন কী?
উত্তর: রিসাইকেল বিন হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি বিশেষ ফোল্ডার যেখানে ডিলিট করা ফাইলগুলো সাময়িকভাবে সংরক্ষিত থাকে। ব্যবহারকারী চাইলে এই ফাইলগুলো পুনরুদ্ধার করতে পারেন।
৮। SSD-এর পূর্ণরূপ কী?
উত্তর: SSD-এর পূর্ণরূপ হলো Solid State Drive।
৯। ফরম্যাট পেইন্টারের কাজ কী?
উত্তর: ফরম্যাট পেইন্টার হলো মাইক্রোসফট অফিসের একটি টুল যা একটি টেক্সট বা অবজেক্টের ফরম্যাটিং অন্যান্য টেক্সট বা অবজেক্টে কপি করে।
১০। কোন একটি ক্যারেক্টারের নীচে বেইজ লাইনে ছোট করে আরেকটি অক্ষর লেখাকে কী বলে?
উত্তর: এটিকে সাবস্ক্রিপ্ট বলে।
১১। HDMI-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: HDMI-এর পূর্ণরূপ হলো High-Definition Multimedia Interface।
১২। প্রাইমারি কী কাকে বলে?
উত্তর: প্রাইমারি কী হলো সেই কী যা ডাটাবেস টেবিলে প্রতিটি রেকর্ডকে ইউনিকভাবে শনাক্ত করে। এটি ডাটাবেসের প্রতিটি রেকর্ডের জন্য আলাদা হয়।
১৩। ফেইসবুক কী?
উত্তর: ফেইসবুক হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যা ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ, তথ্য শেয়ার এবং নেটওয়ার্কিং এর সুবিধা প্রদান করে।
১৪। মেমোরির একক হচ্ছে….. ।
উত্তর: বাইট।
১৫। লগারিদম সারণি তৈরি করেন….. ।
উত্তর: জন নেপিয়ার।
১৬। Email-এর পূর্ণরূপ হলো….।
উত্তর: Electronic Mail।
১৭। ফাইলের নামের শেষের অংশকে….বলা হয়।
উত্তর: এক্সটেনশন।
১৮। VIRUS শব্দের পূর্ণরূপ….. ।
উত্তর: Vital Information Resources Under Seize।
১৯। প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা, ।
উত্তর: এডা লাভলেস।
২০। (৩৮)10–এর বাইনারি, ….. ।
উত্তর: 100110।
২১। Linux একটি……সফ্টওয়্যার।
উত্তর: ওপেন সোর্স / সিস্টেম।
২২। ……..মেগাবাইট সমান ৩ গিগাবাইট।
উত্তর: ৩০৭২।
২৩। MS Excel-এ Default ভাবে শিট থাকে……টি।
উত্তর: ৩।
২৪। Ctrl + Enter প্রেস করে পেজ……করা যায়।
উত্তর: ব্রেক।
২৫। পিপিলিকা একটি,……..-এর নাম।
উত্তর: সার্চ ইঞ্জিন।
২৬। মেমোরি প্রধানত……..প্রকার।
উত্তর: ২ (প্রাইমারি এবং সেকেন্ডারি)।
২৭। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হলে ৮।
উত্তর: মি (দশমিক সংখ্যা পদ্ধতির বেস হলো ১০)।
২৮। Arial একটি জনপ্রিয় বাংলা ফন্ট।
উত্তর: মি (Arial একটি ইংরেজি ফন্ট)।
২৯। লিনাক্স একটি ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার।
উত্তর: মি (লিনাক্স একটি অপারেটিং সিস্টেম)।
৩০। মাইক্রোসফ্ট ওয়ার্ডে চার ধরনের অ্যালাইমেন্ট রয়েছে।
উত্তর: স (বাম, ডান, কেন্দ্র এবং জাস্টিফাই)।
৩১। একটি টেবিলের দুটি কলামের মাঝে নতুন কলাম যোগ করা যায় না।
উত্তর: মি (যোগ করা যায়)।
৩২। ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসরের আবিষ্কার হয়।
উত্তর: স।
৩৩। নরটন একটি ইউটিলিটি সফ্টওয়্যার।
উত্তর: স।
৩৪। কোন পৃষ্ঠার নীচে টীকা লেখাকে ফুট নোট বলে।
উত্তর: স।
৩৫। পেনড্রাইভ একটি ইনপুট ডিভাইস।
উত্তর: মি (পেনড্রাইভ একটি ইনপুট-আউটপুট ডিভাইস)।
৩৬। মাইক্রোসফট এক্সেলের নয় ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে।
উত্তর: স।
৩৭। একটি ফোল্ডারের ভেতরের নতুন করে ফোল্ডার তৈরি করা যায় না।
উত্তর: মি (ফোল্ডারের ভেতরে নতুন ফোল্ডার তৈরি করা যায়)।
৩৮। ইঙ্কজেট প্রিন্টারে দ্রুত প্রিন্ট করা যায়।
উত্তর: স।
৩৯। মাইক্রোসফট এক্সেল চার্টের কোন ধরন গঠন করতে পারে?
উত্তর: ঘ) উল্লিখিত সবগুলো। (লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট সবই তৈরি করা যায়।)
৪০। কোন প্রোগ্রাম বন্ধ করার শর্টকাট কমান্ড কী?
উত্তর: গ) Alt + F4। (সঠিক উত্তর টি উত্তর পত্রে নেই)
৪১। নীচের কোনটি সার্চ ইঞ্জিন?
উত্তর: ঘ) Google।
৪২। নীচের কোনটি অপারেটিং সফটওয়্যার নয়?
উত্তর: গ) MS Word।
৪৩। (৪১)১০–এর সমতুল্য বাইনারি মান কত?
উত্তর: ক) (১০১০০১)২।
৪৪। নীচের কোনটি Average বের করার ফাংশন?
উত্তর: গ) = average (A1 + A2 + A3)। (সঠিক উত্তর টি উত্তর পত্রে নেই, সঠিক উত্তর হবে = AVERAGE (A1:A3) )
৪৫। নতুন স্লাইড Insert করার শর্টকাট কমান্ড কোনটি?
উত্তর: ক) Ctrl + M।
৪৬। নীচের কোনটি হতে প্রেজেন্টেশন তৈরি করা যায়?
উত্তর: ঘ) উল্লিখিত সবগুলো। (ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এক্সিস্টিং প্রেজেন্টেশন এবং ডিজাইন টেমপ্লেট সবই ব্যবহার করা যায়।)
৪৭। কোনটি ফন্টের নাম নয়?
উত্তর: ঘ) বিজয়।
৪৮। নীচের কোনটি Word-এর ফাইল এক্সটেনশন?
উত্তর: ঘ) উল্লিখিত সবগুলো। (.doc, .docx, এবং RTF সবই Word-এর ফাইল এক্সটেনশন।)
৪৯। নীচের কোনটি মাইক্রোসফট–এর ভ্যালিড ভার্সন নয়?
উত্তর: খ) Office Vista।
৫০। A4 সাইজের কাগজের মাপ কত?
উত্তর: ঘ) ৮.২৬ × ১১.৬৯।
৫১। Governor;
উত্তর: রাজ্যপাল / প্রশাসক।
৫২। Pupil;
উত্তর: ছাত্র।
৫৩। Orphan;
উত্তর: এতিম।
৫৪। Prime Minister.
উত্তর: প্রধানমন্ত্রী।
৫৫। ঢাকা বাংলাদেশের রাজধানী।
উত্তর: Dhaka is the capital of Bangladesh.
৫৬। লোভে পাপ, পাপে মৃত্যু।
উত্তর: Greed leads to sin, sin leads to death.
৫৭। কাঁঠাল জাতীয় ফল।
উত্তর: Jackfruit is the national fruit.
৫৮। _________ honesty is the best policy. (a, an, the)
উত্তর: An।
৫৯। I saw ________ one-eyed man. (a, an, the)
উত্তর: a।
৬০। He _________ to school. (goes/go)
উত্তর: goes।