কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১২ (জুলাই-ডিসেম্বর)

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১২ (জুলাই-ডিসেম্বর)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৬ মাস ও ৩ মাস ) মেয়াদি
(অক্টোবর-ডিসেম্বর/জুলাই-ডিসেম্বর) পরীক্ষা-২০১২
[পরিক্ষার তারিখ ঃ ২৮-১২-২০১২]

 অতি সংক্ষেপে উত্তর দাও :

১। তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়?
উত্তর ঃ তথ্য সংগ্রহ,এর সত্যতা ও বৈধতা যাচাই,সংরক্ষণ,প্রক্রিয়াকরণ,আধুনিকীকরণ,পরিবহন,বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুত্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।

২। বাইনারি এবং অকট্যাল সংখ্যা পদ্ধতিতে কয়টি মৌলিক অঙ্ক আছে ্ও কী কী?
উত্তর ঃ Binary তে আছে দুটি, Binary-0,1 এবং octal-0-7 মোট 8 টি msL¨v|(0,1,2,3,4,5,6,7)=8 টি ।

৩। স্প্রেডশীট প্যাকেজ দিয়ে কাজ করা হয়?
উত্তর ঃ স্প্রেডশীট প্যাকেজ দিয়ে Accounting এর কাজ করা হয়।

৪। দুটি Search Engine এর নাম লেখ।
উত্তর ঃ 1. Google, 2. Yahoo

৫। E-Commerce কী?
উত্তর ঃ ইলেক্ট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স বলা হয়।

 সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরন কর:
৬।১০২৪ মেগাবাইট——-।উত্তর ঃ 1GB

৭। LAN এর পূর্ণরূপ ——Area Network.
উত্তর ঃ Local

৮। Linax একটি —– software
উত্তর ঃ Operating software

৯। MS Word এ সর্বনিম্ন Zoom করা যায়—-পর্যন্ত।
উত্তর ঃ 10%

১০। Excel এ Default ভাবে Sheet থাকে—–।
উত্তর ঃ 3টি (২০১০ পর্যন্ত Sheet থাকত ৩ টি কিন্তু পরবর্তী ভার্সনে Sheet ১টি করে

১১। MS Access প্রোগ্রাম —–ধরনের Data Type পাওয়া যায়।
উত্তর ঃ 10

 

 বাক্যটি সত্য হলে‘‘স” এবং মিথ্যা হলে “মি” লেখ:

১২। Windows 7 একটি System software
উত্তর ঃ “স”
১৩। 1000 Megabyte = 1 Gigabyte
উত্তর:“মি”
১৪। Linax একটি Application software
উত্তর ঃ “মি”
১৫। Bijoy অন করতে Ctrl + Alt + B প্রেস করতে হয়।
উত্তর ঃ “স”
১৬। মাইক্রোসফট এক্সেল এর প্রতিটি শীট-এ মোট হচ্ছে ১৬৭৭৭২১৬।
উত্তর ঃ “স”
১৭। বাংলাদেশে প্রথম সার্ভিস চালু হয় ১৯৯৩ সালে।
উত্তর ঃ “স”

 সঠিক উত্তরটি লেখ:

১৮। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়ার পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় –
(ক) সুপার কম্পিউটার (খ) মেইন ফ্রেম কম্পিউটার
(গ) মিনি কম্পিউটার (ঘ) মাইক্রোকম্পিউটার
উত্তর ঃ (ক) সুপার কম্পিউটার
১৯। 2GB = কত কিলোবাইট ?
(ক) 221 (খ) 220
(গ) 210 (ঘ) 211
উত্তর ঃ (ক) 221
২০। ৩য় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ঠ্য –
(ক) ভ্যকুয়াম টিউব (খ) ট্রানজিস্টার
(গ) IC (ঘ) রিলে
উত্তর ঃ (গ) IC
২১। (২১)১০ সংখ্যাটি বাইনারিতে প্রকাশ করলে কত হয় ?
(ক) (১১০১০)২ (খ) (১১১১০) ২
(গ) (১১০০১) ২ (ঘ) (১০১০১) ২
উত্তর ঃ (ঘ) (১০১০১) ২
২২। EDSAC কম্পিউটার কে আবিষ্কার করেন ?
(ক) অধ্যাপক মরিস উইলকিস (খ) অধ্যাপক মরিস বুখাইল
(গ) অধ্যাপক মরিস বিলকিস (ঘ) অধ্যাপক হরম্যান হলেরিথ
উত্তর ঃ (ক) অধ্যাপক মরিস উইলকিস
২৩। ফুটার কী ?
(ক) পৃষ্ঠার ওপরের অংশের টাইটেল (খ) পৃষ্ঠার নিচের অংশ
(গ) প্রতিটি পৃষ্ঠার নিচের মার্জিনের অংশ (ঘ) পৃষ্ঠার মাঝের অংশ
উত্তর ঃ (গ) প্রতিটি পৃষ্ঠার নিচের মার্জিনের অংশ
২৪। নিচের কোনটি Title case এর উদাহরন?
(ক) Run! forest run (খ) Run! Forest Run
(গ) run! forest run (ঘ) run! fUN! fOREST run
উত্তর ঃ (খ) Run! Forest Run
২৫। Equation লেখার জন্য ব্যবহৃত হয় ?
(ক) File > Object > Microsoft Equation (খ) Insert > Equation
(গ) View > Equation (ঘ) Insert > Object > Microsoft Equation
উত্তর ঃ (ঘ) Insert > Object > Microsoft Equation
২৬। নিচের Data Type কোন Field এর সাহায্যে Windows এর অন্যান্য Program থেকে ডাটা (ছবি,শব্দ, গ্রাফ ইত্যাদি) এনে Field এ রাখা যায় ?
(ক) Memo (খ) Text
(গ) OLE (ঘ) Currency
উত্তর ঃ (গ) OLE
২৭। Find all information of the students whose age are above 20 years. সঠিক query কোনটি ?
(ক) Select*from student info where age > 20 (খ) Select*from student info where age >= 20
(গ) Select*from student info where age < 20 (ঘ) Select*from student info where age <= 20 উত্তর ঃ (ক) Select*from student info where age > 20
২৮। এক্সেলের নিচের কোন ফাংশনটি আজকের তারিখ প্রদান করে ?
(ক) Today (খ) Now ( )
(গ) Day (ঘ) Data value
উত্তর ঃ (ক) Today
২৯। Press Alt + E- চাপলে
(ক) File-G যাবে (খ) Edit-G যাবে
(গ) Save-G যাবে (ঘ) Font-G যাবে
উত্তর ঃ (খ) Edit-G যাবে
৩০। স্পেডশীড প্যাকেজ প্রোগ্রাম মূলত ব্যবহার করা হয় –
(ক) ডাটাবেজ তৈরি করতে (খ) অ্যাকাউন্টিং এর কাজে
(গ) চিঠিপত্র তৈরি করতে (ঘ) প্রোগ্রাম করতে
উত্তর ঃ (খ) অ্যাকাউন্টিং এর কাজে
৩১। এক্সেলে কোনটি Logical ফাংশন
(ক) =IF ( ) (খ) =Average
(গ) = SUM (ঘ) = ABS ( )
উত্তর ঃ (ক) =IF ( )
৩২। A5 হতে A10 সেলের ডাটা যোগ করার ফাংশন
(ক) =SUM (A5+A10) (খ) =SUM (A5:A10)
(গ) =SUM (A5,A10)
উত্তর ঃ (খ) =SUM (A5:A10)
৩৩। Query কী ?
(ক) ডাটাবেজ থেকে অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়া (খ) ডাটাবেজ থেকে অপ্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা
(গ) ডাটাবেজ থেকে ফিল্ড বাদ দেয়া (ঘ) ডাটাবেজের সব ফিল্ড বাদ দেয়া
উত্তর ঃ (খ) ডাটাবেজ থেকে অপ্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা
৩৪। Form file তৈরি করার উদ্দেশ্য কী ?
(ক) ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা (খ) ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরণ করা
(গ) ডাটা প্রদর্শন ব্যবস্থা বাতিল করা (ঘ) ডাটা প্রদর্শনে সহায়তা করা
উত্তর ঃ (ক) ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা
৩৫। MS Access এর ক্ষেত্রে OLE হচ্ছে
(ক) Object Label Embeded (খ) Object Link Emmission
(গ) Object Linking and Embedding (ঘ) Object Link Edit
উত্তর ঃ (গ) Object Linking and Embedding
৩৬। রাউটার কী?
(ক) Hardware device (খ) Software (M)Farmware
উত্তর ঃ (ক) Hardware device
৩৭। কম্পিউটার ভাইরাস কী?
(ক) এক ধরণের সফটওয়্যার (খ) ক্ষতিকর প্রোগ্রাম
(গ) হার্ডওয়্যার (ঘ) সিস্টেম প্রোগ্রাম
উত্তর ঃ (খ) ক্ষতিকর প্রোগ্রাম
৩৮। Internet connection এর জন্য প্রয়োজনীয় Hardware কোনটি?
(ক) Lan Card,Cable,Connector (খ) AGP Card
(গ) TV Card (ঘ) Speaker
উত্তর ঃ (ক) Lan Card,Cable,Connector
৩৯। Internet connectivity এর নাম নয়-
(ক) Dial Up (খ) Broad band
(গ) Wireless (ঘ) Yahoo
উত্তর ঃ (ঘ) Yahoo
৪০। NASA’ র পূর্ণরূপ কোনটি?
(ক) National Aeromatic and Special Administration
(খ) National Aeromatic and Service Administration
(গ) National Aeronautics and Space Administration
(ঘ) National Aeronautics and special Adm firm
উত্তর ঃ (গ) National Aeronautics and Space Administration

—–>  Answer the following questions in short in English :

৪১। Where were you born?
Ans ঃ I was born on Kushtia.
৪২। What is your present address?
Ans ঃ My present address is- Housing Estate- A-241, Kushtia.
43|What is your favourite hobby?
Ans ঃ My favourite hobby is gardening.
44|What is your favourite sport?
Ans ঃ My favourite sport is cricket.
45|What do you do to stay healthy?
Ans ঃ I take a balanced diet to stay healthy.

—–> Make interrogative sentences with the following words:

৪৬। Who—-
Ans ঃ are you?
৪৭। Where—-
Ans ঃ do you live?
৪৮। Doesn’t—-
Ans ঃ he makes a noise?
৪৯। Don’t—-
Ans ঃ you like tea?
৫০। Which—-
Ans ঃ book do you want?

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top