কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৪ (জানুয়ারি-মার্চ) প্রশ্ন ও উত্তর

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৪ (জানুয়ারি-মার্চ) প্রশ্ন ও উত্তর

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা  পরীক্ষা-২০১৪

তিন মাস মেয়াদি, জানুয়ারি-মার্চ

 পরীক্ষার তারিখঃ ০৪/০৪/২০১৪

 

সঠিক উত্তরটি টিক (√) চিহৃ দাও ঃ

১। ছবি, টেক্সট,গ্রাফ, ইত্যাদির ক্ষেত্রে কোন object টি ব্যবহৃত হয়?

(ক) Hyperlink              (খ) Text

(গ) Display text           (ঘ) OLE (√)

২। D11 হতে D20 সেলের ডাটা যোগ করার ফাংশন-

(ক) =Sum (D11+D20)       (খ) =Sum (D11;D20)

(গ) =Sum (D11:D20) (√)   (ঘ) =Sum (D11,D20)

৩। Sort এবং Formula থাকে কোন মেন্যুতে?

(ক) Window              (খ) Insert

(গ) Tools                   (ঘ) Table (√)

৪। কোনটি Storage device ?

(ক) Keyboard                 (খ) Scanner

(গ) Hard disk (√)               (ঘ) Mouse

৫। একটি ফিল্ডের  নাম লেখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়?

(ক) ৪০ টি                  (খ) ৩৩ টি

(গ) ২১ টি                   (ঘ) ৬৪ টি (√)

৬। Line spacing দেড়গুণ করার কমান্ড-

(ক) Ctrl+1            (খ) Ctrl+2

(গ) Ctrl+5            (ঘ) Ctrl+1.5 (√)

৭। Excel-এ একাধিক Cell একত্রিত করাকে কী বলে?

(ক) Add                        (খ) Join

(গ) Merge (√)              (ঘ) Union

৮। File close-এর কী-র্বোড কমান্ড কোনটি?

(ক) Ctrl+O           (খ) Alt+W

(গ) Alt+O             (ঘ) Ctrl+F4 (√)

৯। প্রাইমারি ‘কী’ হচ্ছে-

(ক) যে এট্রিবিউটের প্রতিটি মান অভিন্ন হয়

(খ) যে এট্রিবিউটের প্রতিটি মান ভিন্ন ভিন্ন হয় (√)

(গ) যে এট্রিবিউটের কোনো মান থাকে না

(ঘ) যে এট্রিবিউটের একাধিক মান ধারণ করে

১০। ICT -এর পূর্ণরূপ কোনটি?

(ক) Information Communication & Technology

(খ) Information& Communication  Technology (√)

(গ) Information Computer Technology

(ঘ) Information Commercial Trading

১১। Computer-এর প্রথম প্রোগ্রাম রচয়িতার bvg___|

উত্তর ঃ লেডি এডা অগাস্টা

১২। Legal কাগজের সাইজ হল ___|

উত্তর ঃ ¨14” x 8.5”

১৩। Double Underline করার সংক্ষিপ্ত কমান্ড ___|

উত্তর ঃ Ctrl+Shift+D

১৪। MS Power point একটি ___ Software ।

উত্তর ঃ Presentation

১৫। Spelling and Grammar -এর জন্য ___ ফাংশন ‘কী’ চাপতে হয়।

উত্তর ঃ F7

১৬। OMR -এর পূর্ণরূপ হল ___|

উত্তর ঃ Optical Mark Reader

১৭। CPU হচ্ছে ___|

উত্তর ঃ Central Processing Unit

১৮। Redo-এর Keyboard কমান্ড হল ___|

উত্তর ঃ Ctrl+Y

১৯। সাধারণ চিঠিপত্র লেখার জন্য ___   েপ্রাগ্রাম ব্যবহৃত হয়।

উত্তর ঃ MS Word

২০।স্লাইড শো- এর জন্য¨___ ফাংশন ‘কী’ চাপতে হয়।

উত্তর ঃ Shift + F5

বাক্যটি সত্য হলে ‘স’ মিথ্যা হলে ‘মি’ লেখ ঃ

২১। MS Excel -এ ১৬৭৭৭২৫৬ টি সেল আছে।

উত্তর ঃ ‘স’

২২। Data sort দুই প্রকার ।

উত্তর ঃ ‘মি’

২৩। Back space key চেপে ডান পাশের লেখা মুছা যায়।

উত্তর ঃ ‘স’

২৪। Keyboard -এর মোট দুটি Alt-key আছে।

উত্তর ঃ ‘স’

২৫। Scanner একটি Output device|

উত্তর ঃ ‘মি’

২৬। Function key মোট ১০ টি।

উত্তর ঃ ‘মি’

২৭। MS Excel -এ যে কোনো ফাংশনের শুরুতে IF ব্যবহার করা হয়।

উত্তর ঃ ‘মি’

২৮। Face book একটি ইন্টারনেট ব্রাউজিং সফট্‌ওয়্যার।

উত্তর ঃ ‘মি’

২৯।(১১)১০ সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে (১০১১)২ হবে।

উত্তর ঃ ‘স’

 

৩০। কম্পিউটারের Recycel Bin হতে মুছে ফেলা ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায় না।

উত্তর ঃ ‘মি’

অতি সংক্ষেপে উত্তর দাও ঃ

৩১। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?

উত্তর ঃ ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়।

৩২। কয় Bit-এ 1 Byte ?

উত্তর t8(Eight) Bit-এ 1 Byte হয় ৤

৩৩। BTEB- এর পূর্ণরুপ লেখ ।

উত্তর ঃ Bangladesh Technical Education Board .

৩৪। MS Word-G Ctrl+D এ কমান্ড প্রয়োগ করলে কী আসে?

উত্তর ঃ Font ডায়ালগ বক্স প্রদর্শিত হয় ।

৩৫। Column break করার জন্য ‘কী-বোড’ কমান্ড থেকে প্রদত্ত কমান্ড লেখ।

উত্তর ঃ ALT+I, B, C, ENTER

৩৬। কোনো প্যারাকে  ্‌করার ‘কী-বোর্ড কমান্ড লেখ Left, Right এবং Center& করার ‘কী-বোর্ড’ কমান্ড লেখ।

উত্তর ঃ ব্লক করার পর ctrl+L, ctrl+R, ctrl+E এছাড়া Justify এর জন্য ctrl+J ব্যবহার করা হয় ।

৩৭। MS Excel- এ F2 key কী কাজে ব্যবহার করা হয়?

উত্তর ঃ কোন cell এর ডাটাকে Edit করার জন্য সেলের অভ্যন্তরে cursor¯স্থাপনের ক্ষেত্রে ।

৩৮। রিলেটিভ ও অ্যাবসোলুট সেল অ্যাডেসের একটি করে উদাহরণ দাও ।

উত্তর ঃ Column Row এর সমন্বয়ে সরাসরি যে সেল অ্যাড্রেস ব্যবহার করা হয় যেমন B কলামের 3 নং Row এর জন্য B3, D কলামের 5 নং Row এর জন্য D5 ইত্যাদি; একে রিলেটিভ সেল অ্যাড্রেস বলে । $ চিহ্ন ব্যবহার করে যে সেল অ্যাড্রেস লিখা হয় যেমন-$AI:$A5 তাকে অ্যাবসোলুট সেল অ্যাড্রেস বলে ।

39|Title case-এ একটি বাক্য লেখ ।

উত্তর ঃ A quick brown fox jumps over the lazy dog. এক্ষেত্রে অর্থাৎ Title case এ প্রতিটি word এর প্রথম অক্ষর  capital হবে ।

৪০। বাংলাদেশের কারিগরি শিক্ষা র্বোড কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত?

উত্তর ঃ ১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।

Translate into English :

৪১। সে স্কুলে যায়।

উত্তর ঃ He goes to school.

৪২। আমাকে একটি কমলা দাও।

উত্তর ঃ Give me an orange.

৪৩। তুমি কেমন আছো?

উত্তর ঃ How are you?

Fill in the blanks:

৪৪। He is ___ honest man.

উত্তর ঃ an

৪৫। The earth ___ round.

উত্তর ঃ is

৪৬। I want to___ a letter.

উত্তর ঃ Write

৪৭। My mother reads ___ holy Quran.

উত্তর ঃ the

Answer the following questions :

৪৮। How old are you?

উত্তর ঃ I am 14 years old.

৪৯। How many brothers do you have?

উত্তর ঃ I have two brothers.

৫০। Who is your best friend?

উত্তর ঃ Raju is my best friend.

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top