কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৭ (জুলাই- সেপ্টেম্বর)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৭
জুলাই- সেপ্টেম্বর ২০১৭ সেশন
[পরিক্ষার তারিখ ঃ ০৬-১০-২০১৭]
- অতি সংক্ষেপে উত্তর দাও ঃ
১। কম্পিউটার পরিচালনায় Windows সফটওয়্যারের প্রয়োজনীয়তা কী ?
উত্তর ঃ কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে উইন্ডোজ সফটওয়্যার এর প্রয়োজনীয়তা অপরিসীম। উইন্ডোজ অপারেটিং সফটওয়্যার ব্যাতীত কম্পিউটার পরিচালনা করা সম্ভব না।
২। MS Word-এ মেইল মার্জ বলতে কী বুঝায় ?
উত্তর ঃ একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।
৩। কম্পিউটারের I/O ২টি ডিভাইসের নাম লেখ ?
উত্তর ঃ Input ডিভাইস: Scanner, OMR, Keyboard, Mouse.
Output ডিভাইস: Speaker, Monitor, Printer, Projector.
৪। Anti-virus প্রোগ্রামের কাজ কী ?
উত্তর ঃ অ্যান্টিভাইরাস হল এক ধরনের প্রোগ্রাম, যা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে, কম্পিউটারের ভাইরাস বিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারকালে সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসমুক্ত করে।
৫। ডকুমেন্ট Footnote ব্যবহার করা হয় কেন ?
উত্তর ঃ প্রতিটি পৃষ্ঠার নিচে টিকা লেখা Footnote হল।
৬। Recycle Bin কী ?
উত্তর ঃ Recycle Bin-G Delete করা Data সংরক্ষিত থাকে এবং পুনরায় ফিরিয়ে আনা যায়।
৭। একটি E-mail অ্যাড্রেসের প্রধান দুটি অংশের নাম লেখ ?
উত্তর ঃ <Userid এবং Domain name>
৮। B2 হতে D8 পর্যন্ত সেলগুলোর ডাটা যোগ করার MS-Excel-এর Sum ফাংশনটি লেখ ?
উত্তর ঃ =Sum (B2:D8)
৯। C5 সেলের ডাটা 33 বা তার বেশি হলে “Pass” এবং কম হলে “Fail” ছাপানোর একটি IF ফাংশন লেখ ?
উত্তর ঃ =IF(C5>33, “Pass”, “Fail”)
১০। MS-Excel তৈরি করা যায়, এমন দু’ প্রকার Chart/graph এর নাম লেখ ।
উত্তর ঃ MS-Excel তৈরি করা যায়, এমন কয়েকটি Chart/graph হলো (i) কলাম, (ii) পাই, (iii) বার, (iv) লাইন ইত্যাদি ।
১১। একটি Excel ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো লেখ।
উত্তর ঃ (i) ওয়ার্কশিটটি ওপেন করে, সেটা সিলেক্ট করে নিতে হবে। (ii) ওয়ার্কশিট এর উপরে বাম পাশের কোনায় রয়েছে অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করতে হবে। (iii) একটি মেনু আসবে। সেখানে থেকে প্রিন্ট অপশনটি সিলেক্ট করে নিতে হবে। (iv) একটি প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। সেখানে Print What-G Selection অপশন Select করে OK click করতে হবে।
১২। ডাটাবেজ প্রোগ্রামে কুয়েরি বলতে কী বুঝায় ?
উত্তর ঃ Database থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা
১৩। MS-Access প্রোগ্রামে যে-কোনো চার প্রকার ডাটা টাইপ হলো-
উত্তর ঃ (i) বাইনারি, (ii) বিট, (iii) কাউন্টার, (iv) কারেন্সি, (v)ডেট/টাইন (iv) মেমো ইত্যাদি।
- সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর ঃ
১৪। চার গিগাবাইট সমান ………….. কিলোবাইট।
উত্তর ঃ 41, 94, 304
১৫। A4 সাইজের কাগজের পরিমাপ হচ্ছে …………।
উত্তর ঃ 210 X 297 মিমি. অথবা 8.27 x 11.69 ইঞ্চি
১৬। কতগুলো সংখ্যা হতে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য MS-Excel-এ…………ফাংশন ব্যবহার করা হয়।
উত্তর ঃ MAX ( )
১৭। মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি ………. ডিভাইস ।
উত্তর ঃ ইলেকট্রনিক ।
১৮। OMR-এর পূর্ণরূপ হচ্ছে ……………।
উত্তর ঃ Optical Mark Reader
১৯। LAN-এর পূর্ণরূপ হচ্ছে ……………।
উত্তর ঃ Local Area Network
২০। Google হচ্ছে একটি ………….. সফটওয়্যার।
উত্তর ঃ ওয়েব ব্রাউজার ।
২১। ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকাট ‘কী’ হচ্ছে ।
উত্তর ঃ Ctrl+P
২২। ১০১১১ বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হচ্ছে …………. ।
উত্তর ঃ ২৩
২৩। ………….Key দিয়ে ডাটাবেজ-এর সকল রেকর্ডকে আলাদা করা যায় ।
উত্তর ঃ Primary
২৪। RAM-এর পূর্ণরূপ হচ্ছে …………. ।
উত্তর ঃ Random Access Memory
২৫। BIOS-এর পূর্ণরূপ হচ্ছে …………. ।
উত্তর ঃ Basic Input Output System.
২৬। স্লাইড শো ………… সফটওয়্যারের একটি কমান্ড ।
উত্তর ঃ এম এস পাওয়ার পয়েন্ট
- সত্য হলে “স” এবং মিথ্যা হলে “মি” লেখ ঃ
২৭। SAVE ও SAVE As এর মাঝে কোনো পার্থক্য নেই ।
উত্তর ঃ “মি”
২৮। ডাটাবেজ-এর ক্ষেত্রে কতগুলো রেকর্ডকে একত্রে একটি ফাইল বলা হয়।
উত্তর ঃ “স”
২৯। Power Point সফটওয়্যারে Custom animation সেট করা যায় না।
উত্তর ঃ “মি”
৩০। কম্পিউটারের ডাটা মাইক্রোপ্রসেসরের ভেতরে জমা হয়।
উত্তর ঃ “মি”
৩১। ডকুমেন্টের লাইন স্পেসিং-এর সেটআপ Paragraph অপশনের মাঝে থাকে।
উত্তর ঃ “স”
৩২। ‘ওয়ান টু মেনি’ একটি ডাটাবেস রিলেশনশিপের নাম।
উত্তর ঃ “স”
৩৩। একটি ভবনের সকল তলায় কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন করার জন্য WAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
উত্তর ঃ “মি”
৩৪। Scanner একটি আউটপুট ডিভাইস।
উত্তর ঃ “মি”
৩৫। Kaspersky একটি ভাইরাস প্রোগ্রাম।
উত্তর ঃ “মি”
৩৬। Linux একটি অপারেটিং সিস্টেম।
উত্তর ঃ “স”
৩৭। কোনো একটি ওয়েব সাইটের প্রথম Home page পেইজকে বলে।
উত্তর ঃ “স”
৩৮।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটের অ্যাড্রেস হচ্ছে www.bteb.gov.com
উত্তর ঃ “মি”
- সঠিক উত্তরটি লেখ ঃ
৩৯। কোনটি স্পেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ?
(ক) MS-Word (খ) MS-Excel
(গ) MS-Access (ঘ) MS-Powerpoint
উত্তর ঃ (খ) MS-Excel
৪০। কোনটি প্রাইমারি মেমরি ?
(ক) ROM (খ) RAM
(গ) Pen drive (ঘ) HDD
উত্তর ঃ (খ) RAM
৪১। পেন ড্রাইভ কোন ধরনের ডিভাইস ?
(ক) ইনপুট (খ) আউটপুট
(গ) ইনপুট-আউটপুট (ঘ) কোনটিই নয়
উত্তর ঃ (ঘ) কোনটিই নয়
৪২। WWW-এর পূর্ণরূপ হচ্ছে ।
(ক) World Wide Wabe (খ) World Wide Wave
(গ) World Wide Wab (ঘ) World Wide Web
উত্তর ঃ (ঘ) World Wide Web
৪৩। কোনটি ডাটাবেস সফটওয়্যার নয় ?
(ক) MS-Access (খ) SQL
(গ) MS-Office (ঘ) MS-Excel
উত্তর ঃ (ঘ) MS-Excel
৪৪। কোনটি প্রেজেন্টশন সফটওয়্যার নয় ?
(ক) MS-Word (খ) MS-Excel
(গ) MS-Access (ঘ) MS-Powerpoint
উত্তর ঃ (ঘ) MS-Powerpoint
৪৫। Copy paste-এর শর্টকাট কমান্ড হচ্ছে-
(ক) Ctrl + P (খ) Alt + P
(গ) Ctrl + C (ঘ) Ctrl + V
ব্যাখ্যা ঃ Copy এর এর শর্টকাট কমান্ড হচ্ছে ঃ Ctrl + C
এবং paste এর শর্টকাট কমান্ড হচ্ছে ঃ Ctrl + V
৪৬। কোনটি ব্রউজার সফটওয়্যার নয় ?
(ক) Yahoo (খ) Google
(গ) SQL (ঘ) Mozila
উত্তর ঃ (গ) SQL
৪৭। কোনটি ইনপুট ডিভাইস ?
(ক) মাউস (খ) প্রিন্টার
(গ) LED Monitor (ঘ) Speaker
উত্তর ঃ (ক) মাউস
৪৮। ৩৫ দশমিক সংখ্যার বাইনারি কোনটি ?
(ক) ১০০০১১ (খ) ১০০১১১
(গ) ১১০০০১ (ঘ) ১০০১০১
উত্তর ঃ (ক) ১০০০১১
৪৯। কোনটি ডাটাবেসের Key হিসেবে ব্যবহৃত হয় না ?
(ক) সোসাল ‘কী’ (খ) প্রাইমারি ‘কী’
(গ) ফরেন ‘কী’ (ঘ) ক্যানডিডেট ‘কী’
উত্তর ঃ (ক) সোসাল ‘কী’
৫০। Min ( ) ফাংশন কোন কাজে ব্যবহার করা হয় ?
(ক) ডাটা যোগ করা
(খ) আনেকগুলো ডাটা হতে বড়টি নির্ণয় করা
(গ) আনেকগুলো ডাটা হতে ছোটটি নির্ণয় করা
(ঘ) উল্লিখিত সবকয়টি
উত্তর ঃ (গ) আনেকগুলো ডাটা হতে ছোটটি নির্ণয় করা
- Answer the following questions in English
৫১। How old are you ?
উত্তর ঃ I am 18 years old.
৫২। Do you know how to swim ?
উত্তর ঃ Yes, I know how to swim.
৫৩। Who is your best friend ?
উত্তর ঃ Mina is my best friend.
54|Where do you live ?
উত্তর ঃ I live in Mirzapur.
৫৫। Which trade do you read in ?
উত্তর ঃ I read in computer trade.
- Choose and fill in the gaps with the correct word/words in brackets:
৫৬। What …….. you like to drink ? (are/do/would)
উত্তর ঃ do
৫৭। I gave …….. a book on his birthday. (him/his/her)
উত্তর ঃ him
৫৮। How …….. have you lived there ? (long/often/many)
উত্তর ঃ long
- Translate into English :
৫৯। রহিমের বাবা একজন দক্ষ কারিগর ।
উত্তর ঃ Rahim’s father is a skilled technician.
৬০। এক ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে ।
উত্তর ঃ It has been raining cats and dogs for one hour.
সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এপ্লিকেশন।