গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ব্যবহারিক পরীক্ষা-২০১৯ প্রশ্ন ও উত্তর

গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ব্যবহারিক পরীক্ষা-২০১৯ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ কারিগারি শিক্ষাবোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস /৩ মাস) মেয়াদী ব্যবহারিক পরীক্ষা – ২০২১৯

জুলাই – ডিসেম্বর ও অক্টোবর -ডিসেম্বর ২০১৯ মেশন

বিষয়ঃ গ্রাডিক্স ডিজাইন ও মাল্টিমিঢিয়া প্রোগ্রামিং (বিষয় কোডঃ ৮১)

 

১. উত্তর:

স্ক্যান করা ছবি ইমপোর্টঃ

  • স্ক্যানার কম্পিউারের সাথে সংযোগ করতে হবে
  • ছবি স্ক্যানারে স্থাপন করতে হবে স্ক্যানার মেনু ওপেন করতে হবে
  • ইমেজ স্ক্যান এ ক্লিক করতে হবে
  • ফটোশপ ওপেন করতে হবে
  • ফাইলে ক্লিক করতে হবে
  • ইমপোর্ট এ ক্লিক করতে হবে
  • স্ক্যান করা ইমেজ টি সিলেক্ট করে ইমপোর্ট করতে হবে
  • এর পর ছবিতে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে

মোবিইলে তোলা ছবি ইমপোর্টঃ

  • মোবাইল কম্পিউারের সাথে সংযোগ করতে
  • মোবাইলে তোলা ছবি সিলেক্ট করতে হবে
  • ছবিটি কম্পিউপারে কপি করতে হবে
  • ফটোশপ ওপেন করতে হবে ফাইলে ক্লিক করতে হবে
  • ইমপোর্ট এ ক্লিক করে কপি করা ইমেজ টি সিলেক্ট করে ইমপোর্ট করতে হবে
  • এর পর ছবিতে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে

ক) Scan করা image কে jpeg formate এ Save করতে হবে

খ) একটি ছবির প্রতি ইঞ্চিতে যত Pixel আছে  তাকে তার Resolution বলে

গ) Layer হল sheet এর মত, একটি ছবির মধ্যে কজের সুবিধার জন্য Layer  নেওয়া হয় ৷ এগুলোকে একটির উপরে ও নিচে ইচ্ছে মত উঠানে বা নামানো যায় ৷

ঘ) Select Layer Layer Dublicate Layer

ঙ) Pen tool সিলেক্ট অবস্থায় Option Bar এ  (+) অংশ ক্লিক করতে হবে, এর পর সৃষ্ট Path এর যে জায়গায় নতুন এংকর পয়েন্ট বসাতে হবে সেখানে ক্লিক করলেই হবে

 

২. উত্তরঃ

  • Macro media flash ওপেন করতে হবে
  • File Import
  • Import to Stage
  • সিলেক্ট Adobe illustrator File
  • Import

ক) name.swf  ও  name.flv

খ)  Adobe Dreamwaber একটি ওয়েব ডিজাইন সফটওয়ার

গ) Alpha একটি animation style, কিভাবে স্লাইড শুরু হবে বা শেষ হবে

ঘ) Insert এ ক্লিক করতে হবে New Symbol  এ ক্লিক করতে হবে Object Select Import

ঙ) কমপক্ষে ২টি  Key frames প্রয়োজন হবে Flash এ এনিমেশন তৈরি করতে

৩. উত্তরঃ

  • Select the box
  • Choose Item
  • Modify Frame
  • Specify a frame style, width, color, and opacity.  (Quark xpress)

 

ক) name.qxd

খ) Pen tool দিয়ে আমরা যে curve আকি সেটিই Bezier curve (Adobe illustrator)

গ) View Invisible look extra paragraph or page delete the page from the list (Quark xpress)

ঘ) Open new project Edit Style sheet Append Select Style sheet   ok (Quark xpress)

ঙ) Preference Application Select the elements (Quark xpress)

৪. উত্তরঃ

  • File
  • New Project
  • Select paper size, margins on all sides
  • Import pictures for design and write text for design
  • save the file    (Quark xpress)

ক) New project Picture Content tool draw a box to import picture Ctrl+E  Select picture ok

খ) Edit Hyphenation and justification (H&Js)   Standard H&Js  Edit Edit Hyphenation and justification  dialog   Hyphen in a row Set value (2 or 3 or 0 ) ok

গ) Kerning হল পাশাপাশি দুটি letter এর মাঝে space, Traking হল একটি নির্দিষ্ট selected  text এর মাঝে space.   Kerning  options ৩ ধরনের (Metrics, Optical and manual) এবং Traking Options ২ ধরনের (Round-round, round-straight-side)

ঘ) যে measurement unit querk xpress এ দেওয়া থাকে তাকে default measuring unit বলে

ঙ) Edit Preference Default print layout measurement

৫. উত্তরঃ

  • Type a text
  • Create new layer (place the layer bottom of main layer)
  • Select text Filter
  • glow filter
  • select the color you want to make glow

ক) Onion skin ব্যবহার করা হয় Timeline panel  এর view and animation নিয়ন্ত্রণ করার জন্য

খ) যারা animation তৈরি করেন movie clip symbol তাদের একটি key element, যার মাধ্যমে action script control করা হয়

গ) Video editing হল একটি video তে clip, audio, text, transition, effect দেওয়া

ঘ) Text বা Photo Animation দেওয়া হয় Text বা Photo তে motion দেওয়ার জন্য, তখন এগুলো static থেকে dynamic

ঙ) দুই প্রকার ১. motion tweening ২. Shape tweening

৬. উত্তরঃ

ক) Photo editing Graphics software

খ) ১৯৯০ সালে, মোজাইক

———————-

তত্বঃ

স্ক্যানার বা মোবাইলের মাধ্যমে একটি image কে Photoshop এ import করতে কর এবং এটিকে মেনিপুলেট কর ৷

উদ্দেশ্যঃ

Photoshop এ image import করতে হবে ও মেনিপুলেট করতে হবে ৷

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

কীবোর্ড, মাউস, মনিটর, এডব ফটোশপ, মোবাইল বা স্ক্যানার

কাচামালঃ

কলম, খাতা, পেনসিল

কাজের ধারাঃ

  • স্ক্যান করা ছবি ইমপোর্টঃ

স্ক্যানার কম্পিউারের সাথে সংযোগ করতে হবে ছবি স্ক্যানারে স্থাপন করতে হবে স্ক্যানার মেনু ওপেন করতে হবে ইমেজ স্ক্যান এ ক্লিক করতে হবে ফটোশপ ওপেন করতে হবে ফাইলে ক্লিক করতে হবে  ইমপোর্ট এ ক্লিক করতে হবে স্ক্যান করা ইমেজ টি সিলেক্ট করে ইমপোর্ট করতে হবে

ফলাফলঃ

ফটোশপে ছবি ইমপোর্ট করা হেয়েছে ও মেনিপুলেট করা হয়েছে ৷

সতর্কতাঃ

সতর্কতার সাথে কাজটি করা হয়েছিল ৷

উপসংহারঃ

সফলতার সাথে ছবি ইমপোর্ট করা হেয়েছে ও মেনিপুলেট করা হয়েছে ৷

————–

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top