প্রাণিবিজ্ঞান

১. ক্ষুদ্রতম স্তন্যপায়ী বামন চিকা।
২. সবচেয়ে ক্ষুদ্র জীব মানব ভ্রন।
৩. এমবিা শব্দের অর্থ সর্বদা পরিবর্তনশীল।এটি আবিষ্কার করেন রিসেন ভন।
৪.ভাইরাস শব্দের অর্থ বিষ।
৫. অমর প্রাণী অ্যামিবা।
৬. ম্যালেরিয়া শব্দের অর্থ দুষিত বাতাস।
৭. অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়।
৮.সবচেয়ে ভারী উড়ন্ত পাখী Kori Bustard
৯.লালপিপড়াঁয় ফরমিকএসিড থাকে।
১০. প্রাণী জগতের মোট পর্বতের সংখ্যা ১০টি।
১১. আর্থোপোডা প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব।
১২. ব্যাঙাচি অবস্থায় ব্যাঙ্গের লেজ থাকে।
১৩. আমাশয়েল জীবাণু Antameoba histolytica
১৪. দক্ষিণ আমেরিকার লামুর দিনের বেশীর ভাগ সময় উল্টোভাবে অবস্থান করে।
১৫. পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হায়েনা।
১৬. অস্ট্রেলিয়ার সবচেয়ে হিংস্র প্রাণী ডিংগো।
১৭. সাগরগাভী বলা হয় ডুগং কে।
১৮.একটি রানী মৌমাছি ১০০০ বার ডিম পড়ে।
১৯. পাখীর শিরা দ্বি খন্ডিত।
২০. তেলাপোকার রক্ত বর্ণহীন।
২১. ব্যাঙ্গের হৃদপিন্ডের প্রোকোষ্ঠ ৩টি।
২২.প্লাটিপ্লাস একটি স্তন্যপায়ী।
২৩. এমিবা ক্ষণপদের মাধ্যমে চলে।
২৪. মানুষের লোহিত রক্ত কিনকা নিউক্লিয়াসবিহীন।
২৫. জীবদেহের কোষ গঠনের জন্য N2 প্রায়োজন।
২৬. উড়তে না পারা পাখীদের মধ্যে সবচেয়ে ছোট পাখি কিউই।
27.Emperor পেঙ্গুইন সবচেয়ে বড় পেঙ্গুইন। যার ওজন ৮০ পাউন্ড ও উচ্চতা ৩ ফুট থেকে সাড়ে ৩ ফুট।
২৮. মরুপ্রদশের টারন নামক পাখী বছরে একবার উত্তর থেকে দক্ষিণ যায় ২২ হাজার মাইল উড়ে। এই টারন পাখী সবচেয়ে বেশী উড়ে।
২৯. Shrew বা ছুঁচো নামক প্রাণী প্রত্যেক তিন ঘন্টায় নিজের সমান ওজনের খাবার ভক্ষণ করতে পারে। এটি সবচেয়ে ত্বরিৎ ভক্ষণকারী জীব।
৩০. হরিণ ও শিয়ালের ঘ্রাণ শক্তি সবেচেয়ে প্রখর।
৩১. বিরল প্রাজাতীর লেদার ব্যাক কচ্ছপ, কচ্ছপ প্রজাতীর মধ্যে সর্ববৃহৎ। এদেও ওজন ১টন ও দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট এবং এরা ১২০০মিটার গভীরে অবাধে বিচরণ করতে পারে।
৩২. মানব নয় কিন্তু মানব আকৃতির প্রাণী বিভোর।
৩৩. বিড়ালের মত আজব প্রাণী বিভোর।
৩৪. ম্যাড ক্রাব (mud crabe) এক ধরনের কাকড়া।
৩৫. শীতকালে প্রতিকুল পরিবেশে অনেক প্রাণী ঘুমিয়ে কাটায়।এ ঘুমকে (hybernation) হাইবারনেশন বলে।
৩৬. উটপাখি ও কিউই পাখির ডানা নাই।
৩৭. রাণীক্ষেত রোগের অপর নাম নিউক্যাসল।
৩৮.নীল তিমি পৃথিবীর দীর্ঘতম প্রাণী।
৩৯. টুনি বা টুনা মাছ ঘন্টায় ৭১কি.মি: বেগে সাঁতার কাটতে পারে।এটি সবচে দ্রুততর গতি সম্পন্ন মাছ।
৪০. সবচেয়ে দ্রতগামী পাখি সুইফট বার্ড। গতিবেগ ঘন্টায় ২০০ মাইল।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top