বারিমণ্ডল

বারিমণ্ডল (Hydrosphere)

১.যে বিশাল পানিরাশিতে ভু ত্বকের নিচু অংশগুলো পরিপূর্ণ রয়েছে তাকে বারিমন্ডল বলে।]
২. বারিমন্ডল পৃষ্ঠের প্রায়৭১% দখল করে রেখেছে।
৩.উন্মক্ত বিস্তীর্ণ পানিরাশিকে মহাসাগর(ocean) বলে|
৪.মহাসাগরে চেয়ে আয়তনে ছোট পানিরাশিকে সাগর(sea) বলে।
৫. তিনদিক স্থল দ্বারাবেষ্টিত পানিরাশিকৈ উপসাগর(Bay) বলে|
৬. প্রায় চারদিক স্থল দ্বারা বেষ্টিতপানিরাশিকে ও উপসাগর(Hulf) বলে|
৭. চারদিকে কম্পূর্ণরুপে স্থল দ্বারা বেষ্টিত প্রকৃতিক পানিরাশিকে হৃদ(Lake) বলে |
৮.প্রশান্ত মহাসাগর এর আয়তন ওগভীরতা সবচেয়েবেশি।
৯. প্রশান্ত মাহাসাগরের গড়গভীরতা ৪২৭০ মিটার।
১০. মহাসাগরীয় স্রোত বা সমুদ্র স্রোতের গতি নির্দিষ্ট ও নিয়মিত।
১১. মহাসাগরীয় স্রোতের উৎপত্তির কারণগুলো হচ্ছে বায়ুপ্রবাহ উষ্ণতার তারতাম্য, লবণাক্ততার তারতম্য বাস্পীভবনের তারতম্য গভীরতার তারতম্য, পৃথিবীর আবর্তন ও স্থলভঅগের অবস্থান।
১২.পৃথিবীর মহাসাগর আছে ৫টি।
১৩. সমুদ্র স্রোত সাধারণত তিন ভাগেবিভক্ত। যথা(১)আটলান্টিক মহাসগরীয় স্রোত, (২) প্রশান্তমহাসাগরীয় স্রোতদ ও (৩)ভারত মহাসাগরীয় স্রোত।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top