মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা – পাক বাহিনীর অত্মসমর্পণ ও বাংলাদেশের অভ্যূদয়
– বাংলাদেশ পাক হানাদার মুক্ত হয় –> ১৬ ডিসেম্বর ১৯৭১।
– যৌথবাহিনীর কাছে আত্মসর্মপণ করে –> ৯৩ হাজার সৈন্য।
– বেসরকারি পর্যায়ে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় –> ১ ডিসেম্বর।
– নিয়াজি যে দূতাবাসের সাথে আত্মসর্মপণের জন্য আলোচনা করে –> মর্কিন যুক্তরাষ্ট্র।
– দু’বাহিনীর আক্রমণে পাকিস্তানের সবকটি বিমান ধ্বংস হয়ে যায় –> ৬ ডিসেম্বর ১৯৭১
– যে পাক সেনা নায়ক প্রথম আত্মসর্মপণ করে –> মেজর জেনারেল জমশেদ।
– বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বঙ্গভবনে আসে –> ইন্দিরা গান্ধী।
– স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানে বন্দি স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমান ইংল্যান্ড ও ভারত হয়ে দেশে ফিরে আসেন –> ১০ জানুয়ারি ১৯৭২
– স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী প্রত্যাহার করা হয় –> ১২ মার্চ ১৯৭২।
– ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী প্রথম ঢাকায় প্রবেশ করে –> কাদেরিয়া বাহিনী।
-ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করে –> ২১ নভেম্বর ১৯৭১।
– ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর সেনাধ্যক্ষ ছিল –> জেনারেল জগজিৎ সিং অরোরা
-পাকিস্তান বাহিনীর পক্ষের নেতৃত্বে ছিলেন –> জেনারেল আমির আব্দল্লাহ খান নিয়াজি।
– প্রথম শত্রুমুক্ত জেলা –> যশোর