সুশাসনের উপকারিতা

সুশাসনের উপকারিতা
• সুশাসন রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে। সুশাসনের সুফল নিম্নরূপ :
• সুশাসন সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা দূর করতে সাহায্য করে।
• সুশাসন সামাজিক সম্প্রীতি গড়ে তোলে।
• সুশাসন জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে।
• সুশাসন গণতান্ত্রিক রাষ্ট্রের নিশ্চয়তা প্রদান করতে পারে।
• সুশাসন রাষ্ট্রের শাসক, শাসিত ও সুশীল সমাজের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে।
• জাতীয় জীবনে সমৃদ্ধি আনয়ন করে।
• সুশাসন নাগরিক অধিকারকে অধিক গুরুত্ব দেয় এবং কোন কারণেই যেন অধিকার খর্ব না হয় সেদিকে দৃষ্টি রাখে।
• সুশাসন দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
• সুশাসন আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণকে সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করে।
• সুশাসন প্রতিষ্ঠার শাসন প্রতিষ্ঠা ও জনগণকে সিদ্ধান্ত গ্রহণ সম্পৃক্ত করে।
• সুশাসন জাতীয় উন্নতিকে বাধামুক্ত রাখতে সহায়তা করে।
• সুশাসনের প্রভাবে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top