এভারেজ ডায়রেকশনাল ইনডেক্স (ADX)

জে উইলিস উইল্ডার নামক একজন ADX ইন্ডিকেটরটি উদ্ভাবন করেন এবং এটাকে উনি ওনার মেীলিক স্বার্থকতা হিসেবে বিবেচিত করেন। ADX ট্রেন্ডের উপস্থিতি অথবা অনুপস্থিতি দেখতে সাহায্য করে। অন্য কথায় ADX দিয়ে আপনি বুঝতে পারবেন যে ট্রেন্ড সম্প্রসারিত হবে নাকি থেমে যাবে। ADX সম্পর্কে আর একটা কথা, ADX একটি ল্যাগিং ইন্ডিকেটর।

(ADX) এর উপকরনসমূহ:

  • ADX লাইন
  • +DI
  • -DI

 

ADX যা ব্যাখ্যা করে থাকে:

ADX ২০ লেভেলের নিচে – কোন ট্রেন্ড ফর্ম করছে না অথবা ট্রেন্ড এখন দুর্বল।

ADX ২০ লেভেলেন উপর – ট্রেন্ড এখন শক্তিশালী।

ADX ৪০ লেভেল পার করছে – ট্রেন্ড এখন তার চরম সীমানায় পেীছে গেছে।

ADX ভ্যালু যত বাড়বে – ট্রেন্ড তত শক্তিশালী

ADX ভ্যালু কমলে – ট্রেন্ড দুর্বল হওয়ার আভাস দেয়।

+DI যদি -DI এর উপরে যায় – আপট্রেন্ড

-DI যদি +DI এর উপরে যায় – ডাউনট্রেন্ড

২টা DI ক্রস – ট্রেন্ড পরিবর্তন হচ্ছে। (যদি DI ২০ লেভেলের নিচে থাকে তাহলে এই ধারনা বাদ দিতে হবে।)

উপরের চার্টে +DI এবং -DI ক্রস করেছে যেটা আপট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে আর DI ২০ লেভেলের নিচে ক্রস করেছে। তাহলে এটা ট্রেন্ড পরিবর্তনের জন্য নির্ভরযোগ্য সিগন্যাল দিচ্ছে না। পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে +DI ২০ লেভেলের বাইরে চলে এসেছে আর ADX লাইনও উপরের দিকে যাচ্ছে যা ট্রেন্ড সম্প্রসারনের সংকেত দিচ্ছে। তারপর ADX লাইনটা ৪০ লেভেলও ক্রস করল। যখন ADX ৪০ লেভেলের দিকে যায় তখন আমাদের ট্রেড থেকে এক্সিট অথবা স্টপ লস মডিফাই করার চিন্তা করা উচিত। তারপর দেখতে পাচ্ছি যে প্রাইস ফ্ল্যাট মুভমেন্ট নিয়েছে আর সাথেসাথে ADX এর ভ্যালুও কমছে। এরপর দেখতে পাচ্ছি যে DI ২টা কয়েকবার ক্রস করেছে। আর সেটা হয়েছে ২০ লেভেলের কাছাকাছি যেখানে ট্রেন্ড নিস্তব্দ থাকে। কিন্তু যদি সেল এন্ট্রি করতেন তাহলে কিন্তু লাভেই থাকতেন।

আপনাদেরকে আগে বলেছিলাম যে ADX একটি ল্যাগিং ইন্ডিকেটর আর আপনাদের দেরিতে সিগন্যাল দিবে। ADX দিয়ে ট্রেড করা ভাল বুদ্ধি নয়। ADX এর সাথে আরো ইন্ডিকেটর ব্যবহার করে তারপর সেটা থেকে ভাল সিগন্যাল পাওয়ার চেষ্টা করলে ফলাফল অনেক ভাল পাওয়া যেতে পারে।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!