সুশাসন সম্পর্কিত তথ্যাবলী – ৪

সুশাসন সম্পর্কিত বিবিধ তথ্যাবলী

• যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব, রাজনৈতিক জবাবদিহিতা ও আমলাতান্ত্রিক জবাবদিহিতা হল : সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ শর্ত।
• বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় প্রধান প্রতিবন্ধকতা : দুর্নীতি।
• সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয় : দুর্নীতির কারণে।
• গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যাপকভাবে আলোচিত হয় : সুশাসন।
• সুশাসনের একটি সমস্যা : নেতার অভাব।
• আইনের শাসন হল : সুশাসনের বৈশিষ্ট্য।
• স্বৈরাচারের উৎপত্তি ঘটায় : সুশাসনের অনুপস্থিতি।
• অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা হল : সুশাসন।
• জনগণ, রাষ্ট্র প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় : সুশাসন।
• সুশাসনের সমস্যা হল : কেন্দ্রীভূত ক্ষমতা চর্চা।
• কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত : সুশাসন প্রতিষ্ঠা।
• রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন : সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পরমত সহিষ্ণুতা।
• বর্তমান বিশ্বে সর্বাধিক গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা : গণতন্ত্র।
• গণতন্ত্রকে সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে : সুশাসন।
• জনপ্রশাসনের একটি নব্য সংস্কৃতি : সুশাসন।
• সমাজের ব্যাপক সম্মতির উপর নির্ভরশীল : সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি।
• জনগণের মৌলিক অধিকার ও বাক-স্বাধীনতা রক্ষা পায় না : সুশাসন ছাড়া।
• জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায় : সুশাসনের বিকাশ ঘটলে।
• সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি : আইনের অনুশাসন।
• আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা নির্ভর করে : সুশাসন প্রতিষ্ঠার উপর।
• অধিকাংশ উন্নয়নশীল দেশে সুশাসনের অন্তরায় : রাজনৈতিক অস্থিরতা।
• উন্নয়নশীল দেশে আমলারা স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে থাকেন : রাজনৈতিক দুর্বলতার কারণে।
• সুশাসনের পথে সরাসরি বাধা : দুর্নীতি।
• দুর্নীতি, নোংরা রাজনীতি এবং সংকীর্ণ স্বার্থ ও সামাজিক সমস্যা জন্ম দেয় : সন্ত্রাসবাদ।
• জনমতের ভিত্তিতে পরিচালিত শাসন : গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলকথা।
• সুশাসন নিশ্চিত করতে পারে না : আহত গণতন্ত্র।
• বিচার বিভাগের স্বাধীনতার সাথে সম্পর্কিত নয় : বিচারকদের দুর্নীতি।
• বিচার বিভাগের উপর অনাকাঙ্খিত হস্তক্ষেপ হল : সুশাসনের বড় সমস্যা।
• উন্নয়নশীল ও অনুন্নত রাষ্ট্রে বিদ্যমান : অদক্ষ আমলাতন্ত্র।
• ‘লাল ফিতার দৌরাত্মে’র সমার্থক : গতানুগতিক আমলাতন্ত্র।
• পলিটিকাল অ্যান্ড ইকোনমিক রিস্ক কনসালটেন্সি : হংকং ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান।
• ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে : বার্ট্রান্ড রাসেল।
• গণতান্ত্রিক বোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজন : মানসম্মত শিক্ষা।
• নিশ্চিত গণতান্ত্রিক অধিকারে জনগণ কাজ করে : পরোক্ষভাবে অংশগ্রহণের মাধ্যমে।
• সুশাসন প্রতিষ্ঠায় অপরিসীম : আইনের শাসন।
• সুশাসন অলীক বস্তুতে পরিণত হয় : মানবাধিকার লঙ্ঘিত হলে।
• রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ : অর্থনৈতিক অসমতা।
• গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধের বিকাশ, উপর্যুক্ত শিক্ষা ব্যবস্থা বলিষ্ঠ নেতৃত্ব অর্থনৈতিক ভারসাম্য প্রয়োজন : সুশাসন প্রতিষ্ঠার জন্য।
• সুশাসনের ভিত্তি দৃঢ় করতে পারে সৎ, যোগ্য ও দক্ষ নেতা।
• জটিল সমস্যাকে সহজ করে দেয় : জনগণের সাথে সরকারের ভাল সম্পর্ক।
• সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন জনগণের সাথে সরকারের দূরত্বের কারণে।
• জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় : রাষ্ট্রীয় প্রশাসনে দুর্নীতির কারণে।
• দুর্নীতি দমনে সরকারের করণীয় : দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন।
• বিচারক নিয়োগ প্রক্রিয়া হতে হবে : স্বচ্ছ।
• বিচারকদের বেতন ভাতা হওয়া উচিত : সামাজিক মর্যাদা অনুযায়ী।
• সুশাসন প্রতিষ্ঠায় দরকার : স্বাধীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম।
• দেশের সার্বিক ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন : নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতার বণ্টন।
• সুশাসন প্রতিষ্ঠা করতে প্রয়োজন : আইনসভার সমাজের বলিষ্ঠ নেতৃত্ব।
• দুর্নীতি প্রতিরোধে ভূমিকা পালন করতে পারে : ই-গভর্নেন্স।
• সুশাসন প্রতিষ্ঠায় চেষ্টা চালাতে হবে : সরকার ও জনগণকে।
• আমলারা জনসেবক হয়েও প্রভুর মত আচরণ করেন : জনঅসচেতনতার কারণে।
• সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রয়োজন : ধর্মীয় সহিষ্ণুতা।
• দেশে শিক্ষা বিস্তারের জন্য প্রয়োজন : জনগণের সচেতন দৃষ্টিভঙ্গি।
• একটি দেশের চালিকাশক্তি : শাসন ব্যবস্থা।
• গণতন্ত্রের প্রাণ : পরমত সহিষ্ণুতা।
• প্রশাসন স্বেচ্ছাচারী হয়ে ওঠে ও সুশাসন ব্যাহত হয় : প্রশাসনের জবাবদিহিতা না থাকায়।
• বিচার বিভাগকে পৃথক রাখতে হবে : আইন, শাসন ও নির্বাহী বিভাগ থেকে।
• সুশাসন নিশ্চিত করতে প্রয়োজন সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা।
• সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিবেচনায় রাখতে হবে : দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ।
• স্বজনপ্রীতি, দুর্নীতি ও ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা : সুশাসনের বাধা।
• সুশাসন কাজ করে : সামাজিক মমতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক অধিকার রক্ষায়।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!