MS Word এমএসওয়ার্ড – 2

৭৭. ওয়ার্ডস প্রসেসিং কাজ-
উত্তর:বর্ণমালা লেখা।
৭৮. ওয়ার্ড প্রসেসিং শব্দটির অর্থ-
উত্তর: শব্দ প্রক্রিয়াকরণ।
৭৯. ওয়ার্ড প্রসেসিং শব্দটির কয়টি অংশ?
উত্তর: ২টি
৮০. F1 থেকে F12 পর্যন্ত কীগুলোকে এক সাথে বলা হয়-
উত্তর: কাংশন কী?
৮১. ফাংশন কী কয়টি?
উত্তর: ১২টি।
৮২. কোনটি ফাংশন কী?
উত্তর: F5
৮৩. শিফ্ট বোতাম চেপে বাংলা কোন বর্ণ টাইপ করা যায়?
উত্তর: মহাপ্রাণ বর্ণ।
৮৪. প্রিন্ট স্ক্রিন কোন ধরনের কী?
উত্তর: স্পেসালাইড কী
৮৫. কম্পিউটারে প্রদত্ত কোন নির্দেশ বাতিল করার জন্য কোন বোতাম ব্যবহার করা হয়?
উত্তর: Esc
৮৬. ইংরেজিবড় হাতের অক্ষর টাইপ করতে ব্যবহার হয়?
উত্তর: Shift
৮৭. ক্যাপস লক্ষ কী জন্য ব্যবহার হয়?
উত্তর: বড় হাতের লেখর জন্য।
৮৮. ইংরেজি বড় হাতেল অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন?
উত্তর: Caps Lock
৮৯. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাব কী একবার চাপলে কতটুকু জায়গা সরে?
উত্তর: আধা ইঞ্চি।
৯০. কেবলমাত্র সংখ্যা ও সংখ্যা চিহ্নগুলোকে এন্টি করতে ব্যবহার হয়-
উত্তর: নিউমেরিক কী।
৯১. সচরাচর কোনটির সাহয্যে ডাটা ইনপুট দিতে হয়?
উত্তর: কী বোর্ড।
৯২. কোন ডকুমেন্ট কপি করার জন্য কী বোর্ড কমান্ড হচ্ছে?
উত্তর: Ctrl + C
৯৩. কী বোর্ড অ্যারো কী-এর সংখ্যা কয়টি?
উত্তর: ৪টি
৯৪. মাইক্রোসফ্ট ওয়ার্ডে Save কমান্ড কোন মেনুতে থাকে?
উত্তরঃ ফাইল মেনুতে।
৯৫. ফাইল সেভ করার জন্য কোন মেনু প্রয়োজন?
উত্তর: ফাইল মেনু।
৯৬. Word Processing Program- এ ফাইল সংরক্ষণ করা জন্য কোন মেনু প্রয়োজন?
উত্তর: File Menu
৯৭. কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে কী তৈরী করা হয়?
উত্তর: ডকুমেন্ট
৯৮.কম্পিউটারে বাংলা টাইপ করতে করতে চাইলে বাংলা ফন্ট ছাড়া আর কী বাছাই করা প্রয়োজন?
উত্তর: কী বোর্ড
৯৯. ওয়ার্ড ডকুমেন্ট লেখা শেষ হলে প্রথমে কাজ কোনটি
উত্তর: বানান সংশোধন
১০০. মাইক্রোসফট ওয়ার্ড এর Cut কমান্ড কোন মেনুতে থাকে?
উত্তর: বানান সংশোধন।
১০১. বানান সংশোধন কাজকে বলা হয়-
উত্তর: প্রুফ দেখা।
১০২.মাইক্রোসফট ওয়ার্ড এ Cut কমান্ড কোন মেনুতে থাকে?
উত্তর: Edit
১০৩. কাট কমান্ডটির অবস্থান কোন মেনুতে?
উত্তর: Edit
১০৪. পেস্ট করার কী-বোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Ctrl + V
১০৫. লেখা সাজানোর প্রথম কাজ কী?
উত্তর: অক্ষরের আকার-আকৃতি বিন্যাস করা।
১০৬. হেলভেটিকা ( Helvetica) কোন ভাষার ফন্ট?
উত্তর: ইংরেজী ফন্ট।
১০৭. ইংরেজি নামরে ফন্ট কি?
উত্তর: ভেনেভা
১০৮. সুতশ্বী/ myZ¯^x-2 হচ্ছে-
উত্তর: বাংলা ফন্টের নাম।
১০৯. চন্দ্রাবতী এমজে কোন ধরনের ভাষার ফন্ট?
উত্তর: বাংলা
১১০. বাংলা বিজয় সফটওয়্যার কোন ফন্টে পাওয়া যাবে-
উত্তর: সুদর্শনা এমজে ।
১১১. কোন প্যারা বা অনুচ্ছেদের লাইন শুরুবা শেষটা ব্যাতিক্রমী করাকে কী বলে?
উত্তর: ইন্ডেন্টেশন।
১১২. ইন্ডেন্টেশন কয় প্রকার হতে পারে ?
উত্তর: ২ প্রকার।
১১৩. স্পেলিং অ্যান্ড গ্রামার কোন মেনুতে থাকে?
উত্তর: Tools
১১৪. মেইল মার্জ একটি-
উত্তর: কমান্ড ।
১১৫. মেইল মার্জ কমান্ড প্রয়োগ করার জন্য কমপক্ষে কয়টি ডাটা তৈরি করতে হয়?
উত্তর: ২টি ।
১১৬. Ms Word এর কোন মেনুতে মেইল ব্যবহার করতে হয়?
উত্তর: Tools
১১৭. মেইল মার্জ এর সর্বশেষ কোন কমান্ড ব্যবহার করতে হয়?
উত্তর: মার্জ
১১৮. মেইল মার্জ হল-
উত্তর:দুটি ডকুমেন্টকে এর করা।
১১৯.প্রিন্ট ডায়ালগ বক্স এর জন্য কী বোর্ড কমান্ড-
উত্তর: Ctrl + l
১২০. বাংলা সফটওয়্যার শহীদ লিপি ব্যবহার করা হয়-
উত্তর: মেকিনটোশ কম্পিউটার।
১২১. বাংলা কাজ করার জন্য উলে¬খযোগ্য সফটওয়্যার কি
উত্তর: বিজয় ।
১২২.সংবাদপত্র এবং প্রকাশনা শিল্পে একচেটিয়া ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে-
উত্তর: বিজয়।
১২৩. কম্পিউটার চালু করার পর কী বোর্ড কোন ভাষায় থাকে?
উত্তর: ইংরেজী।
১২৪. বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য কোন ইংরেজীঃ বোতাম লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: G
১২৫. পোস্ট স্ত্রিুপ্টকী?
উত্তর: সফটওয়্যার।
১২৬. কত সালে বাংলাদেশে ডেষ্কটপ পাবলিশিং শুরুহয়?
উত্তর: ১৯৮৭ সালে ।
১২৭. DTP এর পূর্ণ নাম কী?
উত্তর: Desk Top Publishing.
১২৮. বর্ণ সফটওয়্যার কত সালে তৈরি হয়?
উত্তর: ১৯৯৩ সালে।
১২৯. বাংলাদেশে কম্পিউটার কম্পোজ করা প্রথম বাংলা পত্রিকার নাম কী?
উত্তর: সাপ্তাহিক আনন্দ পত্র।
১৩০. কোন তারিখে সাপ্তাহিক আনন্দ পত্র প্রকাশিত হয়?
উত্তর: ১৬ মে ।
১৩১. ডেষ্কটপ পাবলিশিং প্রর্বতিত হয়-
উত্তর: ১৯৮৫ সালে।
১৩২. মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের প্রোগ্রাম?
উত্তর: ওয়ার্ড প্রসেসিং
১৩৩. কম্পিউটারে লেখা লেখির জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: কী বোর্ড।
১৩৪. M. S Word কোন কোম্পানির তৈরি?
উত্তর: মাইক্রোসফ্ট করপোরেশন।
১৩৫. M. S Word একটি
উত্তর: এপি¬কেশন সফটওয়্যার।
১৩৬. M. S Word এ টেষ্ট অ্যালাইনমেন্ট কত প্রকার?
উত্তর: ৪ প্রকার।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

1 Comment

  1. Robiul Islam RabyAugust 31, 2020

    Helpfull post

Leave a Reply

Scroll to top